What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (4 Viewers)

চাইতে পারো ২
শিল্পীঃ অর্থহীন
অ্যালবামঃ অসমাপ্ত ১

চাইতেই পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধ্যা তারাটা
চাইতেই পারো সারা রাত আর সারা দিন
হবেনা যে কখনও আর লোডশেডিং
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবোনা যেখানে তোমায় আর অপমান!
এক মুঠো গোলাপ, আর ঐ নীল আকাশ,
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত!
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি!
তোমার জন্য নয়, আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই
ভুলে গেছ কি!

চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং এ্যালবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে
চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে
এফএম চ্যানেলের হিট কোন আরজে
চাইতেই পারো নতুন এক ডিউ স্প্রে দিয়ে
মনের দুর্গন্ধটা দূর করতে!
এক মুঠো গোলাপ, আর ঐ নীল আকাশ,
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত!
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি!
তোমার জন্য নয়, আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই

ভুলে গেছ কি! (x 2)
 
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অপরিচিতা

স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……….
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।

আগামী দিনের একফোঁটা আশ্বাসে
পুরনো প্রেমিকার ভেঙ্গে দেওয়া বিশ্বাসে
জানা অজানার ভীরে পাথর সময়।
আগামী দিনের একফোঁটা আশ্বাসে
পুরনো প্রেমিকার ভেঙ্গে দেওয়া বিশ্বাসে
জানা অজানার ভীরে পাথর সময়।
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……………..
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।

বিরহী রাতে হৃদয়ের বন্দরে
পরাজিত কেউ একাকি কেঁদে ফেরে
সুখের পলি জলে চর পড়ে যায়।
বিরহী রাতে হৃদয়ের বন্দরে
পরাজিত কেউ একাকি কেঁদে ফেরে
সুখের পলি জলে চর পড়ে যায়।
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……………..

স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……………..
স্বপ্নহারা বিবেকের দুয়ারে

দাড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।
 
ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু
শিল্পীঃ জেমস

ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দুচোখের ভর উঠা জলধারা।।

যদি তুমি না আস এ হৃদয় গহীনে
নিঃস্বাসে লাভ কি?
বাঁচা কোন কারণে
দেরি নয় দেরি নয় সুন্দরীতমা
চিৎকার করে বল
ভাল নেই তুমি ছাড়া।।

শুধু তোমার সম্মতিতে
পৃথিবী আমার হাসে
বুঝবে সে জন শুধু
যে মানুষ ভালবাসে
দেরি নয় দেরি নয় সুন্দরীতমা
চি”কার করে বল
ভাল নেই তুমি ছাড়া।।

যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়

এই দুচোখের ভর উঠা জলধারা।।
 
দুখিনী দুঃখ করো না
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বল
এসো চুল খুলে পথে নামি
এসো উল্লাস করি…
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।

আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখ জোছনার গালিছা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে রংধনু চেয়ে দেখ সাতরং
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।

মিছিলের ভীড় ঠেলে সামনে এসো
দু:খের পৃষ্টা উল্টে দেখ স্বপ্নের বাগিছা
ঘরে বসে থেকে লাভ কি বল
এস হাতে হাত রাখি
এসো গান করি।
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।

রা….রা…..রা
রারারা…..রা..

দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।

দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।
 
বাবা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ বহুরূপী

ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকবোনা
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক র্উধ্বে
হঠা” অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার

ওরে বুকে আয়।
 
শেষ দেখা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ শেষ দেখা

নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস,
হতেও পারে বিষাদের এই
জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

দু:খ আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দু:খ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ,
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প।
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।
 
কখনও কোন পথের মাঝে
শিল্পীঃ ফিলিংস
অ্যালবামঃ স্ক্রু-ড্রাইভার

কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

এই চোখের জলে সাগরটা ব্যাথা পেয়ে
হয়ে গেছে বড় বেশি লোনা,
রক্তক্ষরণে বুকটাতে এত ক্ষত জমে গেছে
এই বুকটাকে আর যায়না যে চেনা।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

ঝড়ো বাতাসে মোম
জ্বলে জ্বলে শেষ হয়ে যায়
বাঁচার পথটি তবু
খুঁজে নিতে চায়।
আমার এ দুচোখ শুধু
আঁধারের রুপ দেখে
নি:শেষ হয়ে শেষ খুঁজে
তুমি কোথায়।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে।

কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
কত কষ্টে আছি

কত কষ্টে কষ্টে
 
তের নদী সাত সমুদ্দুর
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ বৃহস্পতি
গীতিকারঃ মারজুক রাসেল

যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

মেঘের বারণ ভুলে
যেখানে তুমার চুলে
খেলা করে এখনো দুপুর
মেঘের বারণ ভুলে
যেখানে তুমার চুলে
খেলা করে এখনো দুপুর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

যেখানে গভীর রাতে
হাতের পরশে হাতে
চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর
যেখানে গভীর রাতে
হাতের পরশে হাতে
চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে

তের নদী সাত সমুদ্দুর।(2)
 
পদ্ম পাতার জল
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দেখা হবে বন্ধু

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম পাতার জল। (3)
 
রাখেনি আমায় কেউ তোর মত করে
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ আঁচল
সুরকারঃ শওকাত

রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে।

কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।
দেখেনি কেউ আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে।

কেউ চোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম চোঁয়েছিলি
দিয়ে মুখের কথা,
কেউ চোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম চোঁয়েছিলি
দিয়ে মুখের কথা।
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে।
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে।
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
রাখেনি আমায় কেউ তোর মত করে

বুকের ভিতরে আঁচলে পুরে।
 

Users who are viewing this thread

Back
Top