What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (4 Viewers)

বিখ্যাত কবি ও সমালোচক স্যামুয়েল জনসন খবর পেলেন তাঁর সময়ের একজন নামকরা রাজনৈতিক নারী কলামিস্ট লেখালেখিতে মনোযোগ কিছু কম দিয়ে ইদানীং রূপচর্চায় মেতেছেন। শুনে জনসন মন্তব্য করলেন, ‘অন্যের চরিত্রে কালিমা লেপনের চেয়ে নিজের গালে কালিমা লেপন উত্তম।’
 
অ্যাডগার অ্যালান পো জীবনের কিছু সময় সামরিক বাহিনীতে ছিলেন। পরদিন পাবলিক প্যারেড। নির্দেশ এল—সাদা বেল্ট আর গ্লাভস পরে আসতে হবে। পো পরদিন আক্ষরিক অর্থেই দিগম্বর হয়ে পাবলিক প্যারেডে অংশগ্রহণের জন্য আসেন। গায়ে ছিল শুধু সাদা বেল্ট আর গ্লাভস।
 
অ্যাডগার অ্যালান পো জীবনের কিছু সময় সামরিক বাহিনীতে ছিলেন। পরদিন পাবলিক প্যারেড। নির্দেশ এল—সাদা বেল্ট আর গ্লাভস পরে আসতে হবে। পো পরদিন আক্ষরিক অর্থেই দিগম্বর হয়ে পাবলিক প্যারেডে অংশগ্রহণের জন্য আসেন। গায়ে ছিল শুধু সাদা বেল্ট আর গ্লাভস।
 
শেরে বাংলা এ কে ফজলুল হকের কাছে যে-ই তদবিরের জন্য যেত, সে-ই সফল হতো। তিনি তদবিরওয়ালার সামনেই ফোনে বলে দিতেন। এ জন্য শেরে বাংলা খুব জনপ্রিয় ছিলেন। তো একদিন এ রকম সাত-আটজনকে তাঁর সামনেই বসিয়ে রেখে ফোনে বলে দিলেন। এর মধ্যে আরেকজন ঢুকল। : তোমার কী সমস্যা বলো? : স্যার, আমি টেলিফোনের লোক। আপনার লাইনটা গতকাল থেকে কাটা। ঠিক করতে এসেছি।
 
ভদ্রতার ক্ষেত্রে ফরাসিরা সব সময়ই এক কাঠি ওপরে থাকার চেষ্টা করে। ফরাসি টেলিভিশনে ঘোষকেরা তাই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ না বলে অতিরিক্ত ভদ্রতা করে বলেন, ‘মঁশিয়ে, মাদমোয়েজেল (অবিবাহিত মহিলা)’। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফরাসি সমরনায়ক মার্শাল ফোচ বিশেষ কোনো কাজে আমেরিকায় গেলে এক আমেরিকান ভদ্রলোক ফরাসি শিষ্টাচারকে ‘কেবলই বাতাস বা হাওয়া’ বলে ব্যঙ্গ করেন। মার্শাল ফোচ বিনীতভাবে বললেন, মঁশিয়ে, আপনার গাড়িটি যে চাকাগুলোর ওপর দাঁড়িয়ে আছে, তার ভেতরও কিন্তু কেবল বাতাস!
 
বিখ্যাত মার্কিন নাট্যকার ও’নীলকে পরিচালক রাসেল ক্রুসো তাঁর ওয়াইলডারনেস নাটকটি একটু ছোট করতে অনুরোধ করলেন। ও’নীল রাজি হলেন না। তবে পরদিন ফোনে জানালেন, তিনি নাটকটি পনের মিনিট কমিয়েছেন। পরিচালক ক্রুসো খুশি হয়ে উঠে বললেন, ‘কোন দৃশ্যটি বাদ দিয়েছেন বলবেন কি?’ ও’নীল বললেন, ‘কোনো দৃশ্য বাদ দিইনি। আমি নাটকের বিরতির সময়টুকু বাদ দিয়েছি।’
 
অস্কার ওয়াইল্ডের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় হয়েছে। হ্যান্ডকাফ পরা অবস্থায় ওয়াইল্ড পুলিশের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে প্রিজন ভ্যানের জন্য অপেক্ষা করছেন। এমন সময় ঝেপে বৃষ্টি নামল। অসহায়ভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি বললেন, ‘কয়েদিদের প্রতি রানির আচরণ যদি এমনই হয়, তবে আমি নিশ্চিত যে ভবিষ্যতে তাঁর ভাগ্যে আর কোনো কয়েদিই জুটবে না।’
 
মার্ক টোয়েন তখন মিসৌরির এক খবরের কাগজের সম্পাদক। একদিন এক পাঠক ফোন করে বলল, ‘আপনার কাগজে একটি মাকড়সা ছিল। এটা খারাপ লক্ষণ নাকি ভালো লক্ষণ, বলবেন?’ মার্ক টোয়েন উত্তর দিলেন, ‘কুসংস্কার ঝেড়ে ফেলুন। বাস্তব দৃষ্টিতে দেখলেই বুঝবেন, আসলে মাকড়সাটা কাগজ পড়ছিল। দেখছিল কোন কোন কোম্পানি এই কাগজে বিজ্ঞাপন দেয়নি, যাতে সে নিশ্চিন্ত মনে তাদের গুদামে এবং অফিসে গিয়ে পরিপাটি করে জাল বিছাতে পারে।’
 
এক ভোজসভায় একজন লর্ড, বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ’কে অপদস্থ করার জন্য বললেন, ‘আচ্ছা মি. শ, শুনেছি আপনার পিতা নাকি দর্জি ছিলেন!’ ঠিকই শুনেছেন। তাহলে আপনিও কেন দর্জি হলেন না? শ বললেন, আপনার পিতা একজন বিশিষ্ট ভদ্রলোক ছিলেন, তাই না? নিশ্চয়ই। তাহলে আপনি কেন আপনার বাবার মতো হলেন না?
 
ফরাসি ভক্তরা সুরকার রসিনির একটি মুর্তি গড়ছিল। একদিন তা দেখানোর জন্য ভক্তরা তাঁকে নিয়ে গেল। দেখে রসিনি জানতে চাইলেন, মুর্তিটি বানাতে কত খরচ হবে? : এক শ’ কোটি ফ্রাঁ। : তার চেয়ে আমাকে পঞ্চাশ কোটি ফ্রাঁ দিতে আমি নিজেই বাকি জীবন ওখানে দাঁড়িয়ে থাকতাম।
 

Users who are viewing this thread

Back
Top