What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (2 Viewers)

বার্নাড শ তাঁর অন্যতম বিখ্যাত নাটকের প্রথম অভিনয় রজনীতে অভিনয় শেষে দর্শকদের জিজ্ঞেস করলেন, নাটকটি আপনাদের কেমন লাগল? সবাই চুপ করে রাইলেন। কি জানি কি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। আর তাই নিয়ে শ কি একটা বলে বোকা বানিয়ে ছাড়বেন। সাহসী এক যুবক বলে উঠল, বাজে হয়েছে একদম বাজে। শ বললেন, কিন্তু এতগুলো ভদ্রলোকের মাঝে তোমার আর আমার মত কি টিকবে?
 
ফ্রান্সের বরেণ্যসাহিত্যিক আলেকজান্ডার দ্যুমা একবার রাশিয়ার টিফলিস শহরে বেড়াতে গিয়ে একটা বইয়ের মার্কেটে গেলেন। সেই মার্কেটের এক দোকানদার খবর পেয়ে দ্যুমাকে খুশি করার জন্য তার দোকান শুধু দ্যুমার বই দিয়ে ভরে ফেলল। দ্যুমা অবাক হয়ে জানতে চাইলেন, কী ব্যাপার, অন্য সাহিত্যিকদের বই কোথায়? : অন্যদের বই! অন্যদের সমস্ত বই বিক্রি হয়ে গেছে।
 
এক দ্বাদশবর্ষীয় বালক অসাধারণ অভিনয় করল। অভিনয় দেখে আর্থার কোনান ডয়েল মুগ্ধ। ছেলেটিকে কাছে ডেকে বললেন, তুমি লেগে থাকো। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। বালকটি বলল, স্যার, আমি খুব গরিব। আপনার এক বছরের উপার্জন যদি এখন আমায় দেন, তাহলে আমার আগামী পাঁচ বছরের উপার্জন আপনাকে দিতে রাজি আছি। কোনান ডয়েল মুখে বিরক্তি প্রকাশ করলেন। ছেলেটি পরে আমেরিকায় গেল। এক বছর পর তার উপার্জন কোনান ডয়েলের উপার্জনকে ছাড়িয়ে গেল। ছেলেটি চার্লি চ্যাপলিন।
 
লন্ডন থেকে ওয়াশিংটনের দূরত্ব অনেক। জাহাজেই দেড় মাস লাগে। যেদিন মার্কিনরা (৪ জুলাই ১৭৭৬) স্বাধীনতার সনদে স্বাক্ষর করে, সেদিন লন্ডনে বসে রাজা তৃতীয় জর্জ তাঁর ডায়েরিতে লিখলেন, ‘আজ সে রকম গুরুত্বপূর্ণ কিছুই ঘটেনি।’ আমেরিকা স্বাধীনতা ঘোষণা করল, ব্রিটেনের সঙ্গে সম্পর্ক চুকে গেল, অথচ ব্রিটেনের রাজা তা জানতেও পারলেন না।
 
বিখ্যাত মঞ্চাভিনেতা হেনরি আরভিং একবার মার্ক টোয়েনকে একটা গল্প বলছিলেন। গল্পের ভূমিকাটা বলেই আরভিং মার্ক টোয়েনের কাছে জানতে চাইলেন, গল্পটা আপনি আগে শোনেননি তো? : না, শুনিনি। গল্পের মাঝামাঝি গিয়ে আরভিং আবার বললেন, গল্পটা আপনি আগে শোনেননি তো? মার্ক টোয়েন এবারও জানালেন, তিনি শোনেন নি। গল্পের শেষ দিকে গিয়ে আরভিং আবার একই প্রশ্ন করলে মার্ক টোয়েন রেগে গিয়ে বললেন, দেখুন, আমি একবার মিথ্যে বলতে পারি, ভদ্রতা করে দুবারও বলতে পারি, কিন্তু তিনবার পারি না। গল্পটা আমারই।
 
ইংরেজ কবি ও চিত্রশিল্পী মরিস তাঁর সর্বশেষ প্যারিস ভ্রমণের সময় বেশির ভাগ সময় আইফেল টাওয়ারের রেস্তোরাঁয় কাটাতে লাগলেন। মরিসের জনৈক বন্ধু ব্যাপারটা লক্ষ করে একদিন বলেই ফেললেন, আইফেল টাওয়ারের মধ্যে তুমি এমন কী পেলে যে প্রায় পুরোটা সময় ওখানেই কাটাচ্ছ? মরিস বললেন, আরে, সারা প্যারিসের মধ্যে একমাত্র ওখানে বসলেই ওই বিশ্রী জিনিসটা আমার চোখের আড়ালে থাকে।
 
মেয়ে সারা যে ছেলেকে বিয়ে করেছিলেন, তাকে দু চোখে দেখতে পারতেন না বাবা উইনস্টন চার্চিল। একদিন দুজনে হাঁটতে বেরিয়েছেন। এ সময় মেয়ে-জামাই প্রশ্ন করল, ‘যুদ্ধে অংশ নিয়ে প্রশংসাযোগ্য কাজ করেছেন, এমন কেউ আছেন কি?’ চার্চিল প্রায় গর্জন করে করে উত্তর দিলেন, ‘হ্যাঁ, একজন আছেন। মুসোলিনি। তিনিই একমাত্র লোক যে কিনা নিজের মেয়ে-জামাইকে গুলি করে মারার সাহস দেখিয়েছিলেন।’
 
চার্চিল একবার তাঁর পাশের কক্ষে অবস্থানরত এক মন্ত্রীকে উচ্চকণ্ঠে কথা বলতে শুনে বিরক্ত হয়ে তাঁর সেক্রেটারিকে পাঠালেন আস্তে কথা বলার জন্য। সেক্রেটারি ফিরে এসে বলল, ‘স্যার, উনি স্কটল্যান্ডে কথা বলছেন।’ চার্চিল বললেন, ‘আমি জানি। তাঁকে বলো টেলিফোন ব্যবহার করতে।’
 
চার্চিলের আশিতম জন্মদিনে এক আলোকচিত্রী ছবি তুলছিলেন। ছবি তুলতে তুলতে একসময় ভদ্রতা করে বলেন, ‘আপনার শততম জন্মদিনেও আমি ছবি তুলতে চাই।’ মৃদু হেসে চার্চিল বলেন, ‘নিশ্চয়ই তুলবে। তোমার স্বাস্থ্য তো বেশ ভালো আছে।’
 
টমাস আলভা অ্যাডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমন করে বসল, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।’ তরুণী বলেই যাচ্ছে। থামার কোনো লক্ষণ নেই। অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।’
 

Users who are viewing this thread

Back
Top