পকেটে মোয়াইল রেখে হাজিরা দেয়া যাবে তো ?
সেক্ষেত্রে আপনার পরীক্ষার যোগ্যতা অর্জনে সমস্যা হবার কথা নয়।
আবার নির্জন মেলায় হাজির থাকতেও কোনো বাঁধা থাকবে না !
পরীক্ষা দিচ্ছেন নাকি মাঝে মধ্যে নিচ্ছেনও ?
আপনার মায়ের যে বয়স হচ্ছে সেটা মাঝে মধ্যে স্মরণ করিয়ে দেয়ার দায়ীত্ব কি কাউকে দিয়েছেন ?
নাকি এখনো নিজে নিজেই চেস্টা চালিয়ে যাচ্ছেন ? !!
অন্ধ ভূত! ছোটবেলায় অনেক ভূতের গল্প পড়েছি। কিন্তু অন্ধ ভূতের নামতো শুনিনি। শুনেছি ভূতেদের চোখ কপালে থাকে। কারো আবার চোখে আগুন জ্বলে। নানা রকম ভয়ংকর চোখওয়ালা ভূতের গল্প পড়েছি কিন্তু অন্ধ ভূতের কথা এই প্রথম শুনলাম।
এবার বুঝুন কতো ভয়ঙ্কর এই ভূত !
তার ভৌতিক কর্ককান্ডের ব্যাপারে আগে থেকে যেনো কেউ সাবধান হতে না পারে সেজন্য তার পরিচিতিটা পর্যন্ত সযত্নে গোপন করে রেখেছে...