কথাটার যুক্তি আছে। কিন্তু এটাই নিয়ম হয়ে গেছে। সব ঢেকে প্যান্ট শার্ট পরলে বলে বেশি আধুনিক হয়ে গেছে, অথচ অর্ধেক খোলা শাড়ী ব্লাউজ পরলে বলে মেয়েটা কত সংস্কারী। সব নিয়ম তো সমাজেরই তৈরী।
অবস্থা দৃস্টে তো সেরকমই মনে হয় !
তবে কোভিডের ভেক্সিন খুব দ্রুত বের করতে হয়েছিলো বিধায় এরকম কিছু ত্রুটি থেকে যেতেই পারে।
এটাকে ঠিক ভেজাল বলা যাবে না।
অসম্পূর্ণ গবেষনার ফসল বলা যেতে পারে...
ঐটা কোনো মতে সামাল দেয়া যাইবো।
আরো ব্যাটারী আইলে ওগোরে ওগোর মতো আড্ডায় লাগাইয়া দিলে আমাগোর আড্ডাটা পুরোদমে চালানো সম্ভব।
কিন্তু মুখে বিড়ি উঠলেই তো ক্যাক কইরা ধইরা বইবো...
আমার পোলা আবার এদিক দিয়া খুব সতর্ক !!