What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (7 Viewers)

Status
Not open for further replies.
ক্যাংকা (মানে কেমন) করে...

মহা
বুদ্ধিছামান কলেও (বললেও) তো ঠিক ছেলো...

আপনি যা, আমি তাই বলেছি মামা।
আঞ্চলিকতার প্যাঁচে ফেলে সেটা অন্যদিকে প্রবাহিত করা যাবে না !!
 
একটু বলি মামা...

কোন কিছুই, আলোচ্য ক্ষেত্রে ঔষধ বা ভ্যাকসিন কার্যকারিতার ব্যাপারে ১০০% নিশ্চয়তা দিতে পারে না...


ফাইজার-বায়োএনটেকের টিকার কার্যকারিতা ৯৫%, মডার্নার টিকার কার্যকারিতা ৯৪.৫% এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা ৯০%...

আশাপ্রদ, তাইনা...

নিশ্চয়ই...
যেখানে কোনো ভ্যাকসিনেরই শতোভাগ কার্য্যকারীতা নেই !
 
ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তিনটি টিকা আছে। গত বছরের ১৮ অক্টোবর গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান ডা. আসিফ মাহমুদ জানিয়েছিলেন, প্রাণীর ওপর তাদের টিকার সফল পরীক্ষা হয়েছে। তারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। প্রি-ক্লিনিক্যাল ইভালুয়েশনের তালিকায় গ্লোবের যে তিনটি ভ্যাকসিন স্থান পেয়েছে সেগুলো হলো ডি৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড ও এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর...

(সূত্রঃ প্রথম আলো)...

সব পরীক্ষা নিরিক্ষার পর যদি গ্লোব উৎপাদনে নামে তখন হয়তো টিকার মূল্য নিয়ে অনেকের যে সংশয় আছে সেটা কেটে যাবে।
যদিও ব্যাপারটা সুদূর পরাহত...
 
ঠিক, কোভিড ১৯ এর নানা ভ্যারিয়েন্টের কথা শোনা যাচ্ছে...
সংশয় থাকাও অস্বাভাবিক নয়...
কিন্তু মানব সভ্যতা নানা দুর্ভোগ আর দুর্যোগ পেরিয়েই তো এগিয়ে যাচ্ছে...

এভাবে বললে অসূস্থ্যও সূস্থ্য হয়ে যাবে, মামা।
খুব সুন্দর করে বলেছেন !
 
চমৎকার, উপভোগ করুন...
কাজে বেশ খানিকটা ব্যস্ত থাকায় সময় দেয়া যায়নি মামা...

গতোকাল উপভোগ করতে গিয়ে শেষের দিকে কিছুটা কু-ভোগ ক্রতে হয়েছে।
মানে ভোগান্তিতেও পড়তে হয়েছিলো, মামা।
তবে আজকে কিন্তু ভালোই উপভোগ করেছি...
 
ভারতীও সেনার হাতে পাকিস্তানি সেনার ৭১ এর আত্মসমর্পণ ও বাংলাদেশের সাধিনতার ৫০ বছর পূর্তি
উপলক্ষে ভারতের ও বাংলাদেশের কিছু ছাত্র দের মিলিত প্রয়াসে একটি স্যাটেলাইট তৈরির পরিকল্পনা
করা হয়েছে। বাংলাদেশের " Global Law Thinkers Society " ও ভারতের " The Space Kids India " এর
মধ্যে একটি চুক্তি হয়েছে যেখানে ভারতের The Space Kids India তরফ থেকে বাংলাদেশের ৫ জন ছাত্রকে
ট্রেনিং দেওয়া হবে স্যাটেলাইট বানাতে। এবং এদের মিলিত প্রচেষ্টায় বানানো স্যাটেলাইট জুন মাসে ভারতের
ISRO দারা মহাকাশে পাঠানো হবে। আর মনেকরাহচ্ছে এইটি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হবে।



Source : 50 years of India-B’Desh ties: Students from both countries to jointly build Satellite, launch by ISRO

And : Global Law Thinkers Society

খুবই ভালো সংবাদ !
তবে এটাই প্রথম স্যাটেলাইট নয়।
ইতিমধ্যেই তো বঙ্গবন্ধু স্যাটালাইট কক্ষপথে প্রদক্ষিণ করছে...
 
শুভ সকাল মামারা...
কেমন আছেন সকলে?...

আলহামদুলিল্লাহ !
আল্লাহর রহমতে আমি ভালো আছি, মামা।
শুধু @dukhopakhi মামার ব্যস্ততা শেষে ফোন কলের অপেক্ষায় আছি...
 
জি মামা, নুতন স্থানে কাজের চাপ আর গোছানো নিয়ে বেশ ঝামেলায় আছি।

দ্রুত সব কিছু গুছিয়ে নিন।
আমরা আপনাকে আগের রূপে দেখার জন্য উদগ্রীব হয়ে আছি...
 
শুভ দুপুর।

সকালে জানান দিতে পারি নাই। তাইলে বুঝেন কেমন আছি !!

আমি একটু আগে ছাড়া আপনার এই লেখাটা দেখতেই পাইনি।
এবার বুঝেন আমি কেমন আছি ! হে হে হে...
 
কি নিয়ে আড্ডা হচ্ছে ভাইলোক

কি নিয়ে নয় সেটা বলেন !
যে বিষয়ই উত্থাপন হচ্ছে সব বিষয়ে আলোচনা মানে আড্ডা হচ্ছে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top