What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (5 Viewers)

Status
Not open for further replies.
প্রথম টা

কিন্তু আমার লজিক হচ্ছে,
কিটের অভাব সবখানেই
ভাল কিটে টেস্ট করতেও এক্সপার্ট লাগে

এখন সহজ কিটে ১০০ জনের মধ্যে ৭০ জন আক্রান্ত। তাহলে এই কিট বলবে হয়তো ৫৫ জন আক্রান্ত।
এখন ভাল কিটে শুধু বাকি ৪৫ জনকে টেস্ট করলেই হবে। তখন দেখা যাবে ৪৫ জনের মধ্যেও ১৫ জন আক্রান্ত, যাদের সহজ কিট সনাক্ত করতে পারে নি। বাকি ৩০ জন সঠিক ভাবেই নেগেটিভ সনাক্ত হয়েছিল।

ম্যাথমেটিকালি বলেন, এটা ভাল কিনা?
অবশ্যই এটা ভালো।
তাছাড়া পুরো বিশ্বে কিট সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর যেভাবে অভাব দিচ্ছে তাতে তো এর চেয়ে ভালো কিছু আমরা পাবোই না।
আর আরেকটা খবর তো এর থেকেও ভয়ঙ্কর। বর্তমানে চায়না যে সমস্ত কিট সাপ্লাই দিচ্ছে তার প্রায় ত্রিশ শতাংশ নাকি কাজ করছে না। আর করলেও সেটাতে ভুল রেজাল্ট দিচ্ছে।
যদিও কথাটার পক্ষে কোনো প্রমান আমি দিতে পারবো না, তবুও কথাটাকে আমি পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না !
 
হুম
ওখানে সাহিত্যের চাহিদা কম
সমঝনেওয়ালা কম

শিল্পকে শিল্প হিসেবে গ্রহণ করার মানসিকতা যে আমাদের সমাজ প্রাথমিক অবস্থাতেই গলা টিপে মেরে ফেলে
 
হুম
ওখানে সাহিত্যের চাহিদা কম
সমঝনেওয়ালা কম
একমত...
তবে কেউ কেউ তার নিজ অবস্থান থেকে কখনো সরে আসে না, চাই সেখানে কোনো রিপ্লাইই না পরুক। ওনি ওনার সাহিত্য চর্চ্চা করেই যাবেন...
অবশ্য বেশীরভাগ সাহিত্যিকরাই ওখানে পাঠক চাহিদা বিবেচনায়ই তাদের সাহিত্যকর্ম চালিয়ে যান...
 
আমি জানি মামা, আপনি শুধু মজা করার জন্যই কথাটা ওভাবে বলেছেন।
তবে আমি কিন্তু মজা ক্রিনি। সাহিত্যের বিচারে আমি দুটোকেই সমানভাবে দেখি...
সেক্ষেত্রে লাল পাতায় লেখা সাহিত্যের বেশীরভাগই নিন্মমানের সাহিত্য ! উঁচুমানের সাহিত্য লাল পাতায় খুব কমই লেখা হয় !
মামা আমি কিন্তু ভালো গল্প খুঁজে খুঁজে পড়ি। অবশ্য সেগুলো অনেকদিন পর পরই পাওয়া যায়।
 
প্রথম টা

কিন্তু আমার লজিক হচ্ছে,
কিটের অভাব সবখানেই
ভাল কিটে টেস্ট করতেও এক্সপার্ট লাগে

এখন সহজ কিটে ১০০ জনের মধ্যে ৭০ জন আক্রান্ত। তাহলে এই কিট বলবে হয়তো ৫৫ জন আক্রান্ত।
এখন ভাল কিটে শুধু বাকি ৪৫ জনকে টেস্ট করলেই হবে। তখন দেখা যাবে ৪৫ জনের মধ্যেও ১৫ জন আক্রান্ত, যাদের সহজ কিট সনাক্ত করতে পারে নি। বাকি ৩০ জন সঠিক ভাবেই নেগেটিভ সনাক্ত হয়েছিল।

ম্যাথমেটিকালি বলেন, এটা ভাল কিনা?
আপনার যুক্তি অবশ্যই গ্রহণযোগ্য মামা। কিন্তু কবে নাগাদ যে এগুলো বাজারে আসবে...
 
যাহা চিন্তা করিয়াছিলাম তাহাই, যুবি মামা তীব্র গতিতে ছুটে চলছেন, প্রিনানাদ মামা তার ব্যাস্ততা সেরে এসে দ্রুতই এই দৌড়ে অংশ নিবেন সে ব্যাপারে সন্দেহের কোন অবকাশই নেই। এভাবেই সমৃদ্ধ হতে থাকুক ফোরামের ভান্ডার। টুপি খোলা সালাম ও অভিনন্দন @prinanad @Yuvrajj @shyam011a @Bergamo @choto79 @aranya_2018 মামা সহ সকল মামাদের, যাদের পরিশ্রমের ফসলের মাধ্যমে আমরা আত্মবিনোদন উপভোগ করি।


জুবি মামা আর প্রিনানাদ মামাদের মত রথি মহারথিদের সাথে আমার নাম দেখেও আনন্দ হয়।
তারা হলেন ফোরামের সকল সময়ের মহারথি, আমি মামা তাদের সামনে অনেক ছোট কিন্তু
আপনার এই পোস্টে তাদের সাথে আমার নাম দেখে মনটা ভালবাসায় ভরে উঠল। মামা

আমার তরফ থেকেও আপনাকে সালাম ও অভিনন্দন।
 
Capture.jpg


আজ পোস্ট করতে করতে একসাথে দুটো ম্যাজিক নম্বর একি পোস্টে দেখলাম
তাই এই Screen Shot টা রেখেছিলাম। আমার বেশ মজা লেগেছিল, তাই আপনাদের
জন্য দিলাম।
 
এই উছিলায় কমিউনিটির সহায়তায় রিডাকশন মূল্যে কিছু আইটেম কিনলাম

দুই সেট PPE - ৯00 টাকা
ব্লিচিং পাউডার - ৯০ টাকা প্রতি কেজি
এক বক্স হ্যান্ড গ্লোভস ৯০০ টাকা।
স্যানিটাইজার, ডেটল, ফিনাইল - পাওয়া যায়নি। আগে কিছু কেনাছিল ভরসা।
প্রয়োজনীয় জিনিষপত্রের অভাবে সব ফ্লাট লকডাউন করতে বাধ্য হয়েছি।

বিল্ডিং এর দারোয়ানদ্বয় পলাতক।
ফলশ্রুতিতে সেই সার্ভিস প্রদান করছি বাপবেটায় মিলে আর সকাল বিকাল সাবান গোসল ও কাপড় চোপড় ধোয়া বোনাস।
বিষয়টা এবার বেশ কিছুটা পরিস্কার হলো...
 
জুবি মামা আর প্রিনানাদ মামাদের মত রথি মহারথিদের সাথে আমার নাম দেখেও আনন্দ হয়।
তারা হলেন ফোরামের সকল সময়ের মহারথি, আমি মামা তাদের সামনে অনেক ছোট কিন্তু
আপনার এই পোস্টে তাদের সাথে আমার নাম দেখে মনটা ভালবাসায় ভরে উঠল। মামা

আমার তরফ থেকেও আপনাকে সালাম ও অভিনন্দন।
আপনার নাম বর্তমানে যে অবস্থানে আছে সব সময়ই যে একই অবস্থানে থাকবে সেটা আমি মনে করি না। অবস্থান পরিবর্তন হবে। আর সেটা খুব দ্রুতই হবে আশা করি...
 
নেক কাজ করেছেন।
কর্ম বিহীন লোকদের মধ্যেও করার চেষ্টা করেন।
আমরা নি‌জে‌দের টাকা দি‌য়ে এইচ আর এ‌সো‌সি‌য়েশ‌নের মাধ্য‌মে কাল থে‌কে কর্ম বিহীন লো‌কে‌দের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরন শুরু কর‌বো মামা। মোট ১০০০ জ‌নের মা‌ঝে এটা বিতরন হ‌বে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top