OP
OP

odbut himu
Member
১০. রবার্ট পেইন ও পরিবেশ
১৯৬০ সালে পরিবেশবিজ্ঞানীরা একমত হন, প্রাণীদের আবাস মূলত উপাদানের বৈচিত্র্যের মাধ্যমে সমৃদ্ধ হয়। এ বিষয়ে পর্যবেক্ষণের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে রবার্ট পেইন নতুন পথে এগোন। তিনি ভাবেন, পরিবেশে হস্তক্ষেপ করলে কী ঘটবে? তিনি ওয়াশিংটন স্টেটের সমুদ্র থেকে কিছু স্টারফিশ সরিয়ে একটি সুইমিংপুলে নিয়ে আসেন। একটি মুখ্য প্রজাতিকে সরিয়ে ফেলায় সমুদ্রের ওই অঞ্চলে সম্পূর্ণ ইকোসিস্টেম অস্থিতিশীল হয়ে যায়। দেখা যায়, স্টারফিশ যে ঝিনুক শিকার করত, সেগুলো অস্থিতিশীল বা পাগল হয়ে গেছে। লিম্পেস্ট ও এলগাল প্রজাতি হারিয়ে গেল। পেইন দেখালেন, কোনো ইকোসিস্টেমে সব প্রজাতি সমান ভূমিকা রাখে না। একটি প্রজাতি হারিয়ে গেলে চেইন রিঅ্যাকশনের মতো অন্য প্রজাতি ঝুঁকির মুখে পড়তে পারে। পেইনের গবেষণা প্রজাতি সংরক্ষণ, একটি নির্দিষ্ট প্রজাতিকে সংরক্ষণ করার ধারণাকে বাতিল করে ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার ধারণাকে প্রতিষ্ঠিত করে। ২০১৬ সালে রবার্ট পেইন মারা যান। তাঁর কাজ ইকোলজি ও জলবায়ু পরিবর্তনে প্রজাতি সংরক্ষণে ভূমিকা রাখবে।
১৯৬০ সালে পরিবেশবিজ্ঞানীরা একমত হন, প্রাণীদের আবাস মূলত উপাদানের বৈচিত্র্যের মাধ্যমে সমৃদ্ধ হয়। এ বিষয়ে পর্যবেক্ষণের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে রবার্ট পেইন নতুন পথে এগোন। তিনি ভাবেন, পরিবেশে হস্তক্ষেপ করলে কী ঘটবে? তিনি ওয়াশিংটন স্টেটের সমুদ্র থেকে কিছু স্টারফিশ সরিয়ে একটি সুইমিংপুলে নিয়ে আসেন। একটি মুখ্য প্রজাতিকে সরিয়ে ফেলায় সমুদ্রের ওই অঞ্চলে সম্পূর্ণ ইকোসিস্টেম অস্থিতিশীল হয়ে যায়। দেখা যায়, স্টারফিশ যে ঝিনুক শিকার করত, সেগুলো অস্থিতিশীল বা পাগল হয়ে গেছে। লিম্পেস্ট ও এলগাল প্রজাতি হারিয়ে গেল। পেইন দেখালেন, কোনো ইকোসিস্টেমে সব প্রজাতি সমান ভূমিকা রাখে না। একটি প্রজাতি হারিয়ে গেলে চেইন রিঅ্যাকশনের মতো অন্য প্রজাতি ঝুঁকির মুখে পড়তে পারে। পেইনের গবেষণা প্রজাতি সংরক্ষণ, একটি নির্দিষ্ট প্রজাতিকে সংরক্ষণ করার ধারণাকে বাতিল করে ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার ধারণাকে প্রতিষ্ঠিত করে। ২০১৬ সালে রবার্ট পেইন মারা যান। তাঁর কাজ ইকোলজি ও জলবায়ু পরিবর্তনে প্রজাতি সংরক্ষণে ভূমিকা রাখবে।