What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

KFHKZvu.jpg


অভিনয়ের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তাঁর ছিল না। কিন্তু গান শিখেছেন লম্বা সময় ধরে। তাই গানেই ক্যারিয়ার গড়ার কথা ভেবেছিলেন কুসুম শিকদার। দুটি একক ও একটি মিশ্র অ্যালবামও বের করেছিলেন তিনি। কিন্তু অভিনয়ে ব্যস্ত হয়ে আস্তে আস্তে গান থেকে দূরে সরে যান কুসুম শিকদার। পরে অভিনয় থেকেও দূরে সরে যান তিনি। তিন বছর বিরতি দিয়ে সম্প্রতি গানে ফিরেছেন এই অভিনেত্রী।

cdLKkU4.jpg


দীর্ঘ বিরতি দিয়ে প্রায় ১৭ বছর পর ২০১৭ সালে গানে ফিরেছিলেন। পরে একটি প্রোগ্রামে 'হৃদ মাঝার' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর 'মরীচিকা' দিয়ে ফেরা।

C6idcbS.jpg


কুসুম শিকদার, ছবি : সংগৃহীত

২০১৮ সালে সর্বশেষ গান করেছিলেন কুসুম শিকদার। 'নেশা' শিরোনামের গানটির মডেল হয়েছিলেন নিজেই। সম্প্রতি 'মরীচিকা' শিরোনামে নতুন একটি গান গেয়েছেন তিনি। এই গানের মিউজিক ভিডিওতে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। কুসুম বলেন, 'অনেক দিন পর চেনা জগতে ফিরলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অতীতের স্মৃতিগুলো মনে পড়ছিল। একসঙ্গে গান ও মডেল হতে গিয়ে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। লাইট, ক্যামেরা, অ্যাকশন—সেই পুরোনো আমেজ, বেশ লাগছিল। মেলো রক ধরনের গানটি শ্রোতা ও ভক্তদের ভালো লাগবে।' - কুসুম

zpzYo2c.jpg


১৯৯৮ সালের দিকে প্রথম 'জীবনের যত চাওয়া' নামের একটি মিক্সড অ্যালবামে গান করেন কুসুম। পরে 'অদলবদল' ও 'তুমি আজ কত দূরে' নামে দুটি অ্যালবাম বের হয় তাঁর। এর মধ্যেই ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোসুন্দরী প্রতিযোগিতায় চাম্পিয়ন হন তিনি। তার পর থেকেই অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন।

Ye6ToBz.jpg


কুসুম শিকদার

১৯৯৮ সালের দিকে প্রথম 'জীবনের যত চাওয়া' নামের একটি মিক্সড অ্যালবামে গান করেন কুসুম। পরে 'অদলবদল' ও 'তুমি আজ কত দূরে' নামে দুটি অ্যালবাম বের হয় তাঁর। এর মধ্যেই ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোসুন্দরী প্রতিযোগিতায় চাম্পিয়ন হন তিনি। তার পর থেকেই অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। এই অভিনেত্রী বলেন, 'আমি অভিনয় শিখে কাজ শুরু করিনি। কিন্তু নজরুল একাডেমিতে দীর্ঘদিন গানের প্রশিক্ষণ নিয়েছি। অথচ পরে সেই গানটাই আর করা হলো না। কিন্তু গান থেকে কখনোই দূরে ছিলাম না। অভিনয়ে নিয়মিত হলেও গানের প্রতি অন্য রকম ভালোবাসা ছিল।'

XKSnPpX.jpg


আমার পছন্দসই গল্প পেলে অবশ্যই অভিনয় করব। কিন্তু আগের মতো মাসে ২৫ দিন শুটিং করতে চাই না। সংখ্যাও বাড়াতে চাই না। - কুসুম শিকদার

8BR9DhZ.jpg


নেশা গানের ভিডিওচিত্রে কুসুম শিকদার, ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতি দিয়ে প্রায় ১৭ বছর পর ২০১৭ সালে গানে ফিরেছিলেন। পরে একটি প্রোগ্রামে 'হৃদ মাঝার' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর 'মরীচিকা' দিয়ে ফেরা। এই অভিনেত্রী জানান, ইচ্ছা আছে নিয়মিত গান করে যাওয়ার। দীর্ঘ প্রায় তিন বছর অভিনয় থেকে দূরে। ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার পছন্দসই গল্প পেলে অবশ্যই অভিনয় করব। কিন্তু আগের মতো মাসে ২৫ দিন শুটিং করতে চাই না। সংখ্যাও বাড়াতে চাই না।'

gSzaq1X.jpg


কুসুম শিকদার

কক্সবাজার ও টেকনাফে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এতে কুসুম শিকদারের বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। গানটি লিখেছেন কুসুম শিকদার নিজেই। গানের টিউন ও কম্পোজিশন করেছেন মাহমুদ সানি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান।

CrD91Va.jpg
 

Users who are viewing this thread

Back
Top