What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other উপহারের শাড়ি আর অনলাইনে কেনা জুয়েলারিতে সারিকার ঈদ (1 Viewer)

VmCi981.jpg


তানিম প্রেমিকা জুলিকে নিয়ে রিকশায় যাচ্ছিল। এমন সময় ঘটল দুর্ঘটনা। মোটরসাইকেলে করে এসে এক ছিনতাইকারী তানিমের ব্যাগ টেনে নিয়ে চলে যায়। জুলি চিৎকার করে রাস্তা একাকার করলেও তানিম চুপ করে রিকশায় বসে ছিল। জুলি জানতে চায়, তানিম কেন চিৎকার করেনি। তানিম জানায়, ব্যাগে শাহাদুজ্জামানের দুটি বই ছাড়া আর তেমন কিছু ছিল না। তাই সে ভাবছে, ছিনতাইকারীরা ব্যাগ খুলে যখন দেখবে, দুটি বই ছাড়া আর কিছুই নেই, কেমন লাগবে!

47uowgr.jpg


শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ, সংগৃহীত

শুনে আরও রেগে যায় জুলি। এর আগেও বিভিন্ন সময় ঘুরতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে খামখেয়ালির বশে ছিনতাইকারীর কবলে পড়েছে তানিম। এসব পাগলামি, উদাসীপনা ভালো লাগে না জুলির। ফলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এভাবে এগিয়ে যায় 'আনলাকি' নাটকের গল্প। নাটকটিতে জুলি চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। সেতু আরিফের রচনা ও পরিচালনায় 'আনলাকি' নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সারিকা সাবাহ, তানজিম হাসান অনিক, আনোয়ার হোসেন, জেরিন খান রত্না, হানিফ পালোয়ান, রেহান রসুল, এমরান হোসেনসহ আরও অনেকে।

Jd1j2c3.jpg


আনলাকি নাটকের দৃশ্যে শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ, সংগৃহীত

এই নাটকের সূত্রে কথা হয় অভিনেত্রী সারিকার সঙ্গে। জানালেন ঈদের নাটকের ব্যস্ততা অন্যান্যবারের তুলনায় কম। ২০২০ সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ১৫টি নাটকের শুটিং করেছেন। শুটিং বাতিল হয়েছে চারটি নাটকের। তাই হাতে তেমন কাজের ব্যস্ততা নেই। কীভাবে সময় কাটছে? 'ইফতারি বানিয়ে। আমার কাজ মূলত শরবত বানানো। মিল্কশেকসহ নানা পদের শরবত বানাই। এভাবেই সময় কেটে যায়।' ঈদের শপিং করেছেন? সারিকা জানালেন, এখনো কোনো শপিংমলে যাননি। যাওয়ার কোনো পরিকল্পনাও নেই। অনলাইনেই চলছে কেনাকাটা। তবে বিভিন্ন হাউস থেকে উপহার পাঠায়। এবারও সে রকম কিছু শাড়ি আর সালোয়ার–কামিজ পেয়েছেন। সেগুলো দিয়েই চালাবেন। আর অনলাইন থেকে ম্যাচিং করে জুয়েলারি কিনেছেন।

U1PJalD.jpg


আনলাকি নাটকের দৃশ্যে শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ, সংগৃহীত

সারিকা ঈদ করবেন তাঁর দাদাবাড়ি রংপুরে। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে মা–বাবাকে সঙ্গে নিয়ে সেখানে চলে যাবেন। পরিবারের সঙ্গে সেখানেই ঈদ করবেন।

nw00MXi.jpg
 

Users who are viewing this thread

Back
Top