What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কোন নিষিদ্ধ বই পড়ে মনে হয়েছে যে বইটি অনবদ্য? (1 Viewer)

SSSidratul

Member
Joined
May 16, 2021
Threads
16
Messages
102
Credits
1,513
dQM1MEx.png


নিষিদ্ধ বই যে ক'টিই এখনো অবধি পড়েছি প্রত্যেকটাই চমৎকার লেগেছে তবে হুমায়ূন আজাদের "নারী"র সাথে তুলনা চলতে পারে এমনটা আর কারও ক্ষেত্রেই মনে হয়নি

এই বই পড়তে বসে পাতায়-পাতায় আমাকে যেভাবে মানসিক ধাক্কা খেতে হয়েছে তা এখনো ভাবলে অবিশ্বাস্য লাগে; কেন এমন হয়েছিল প্রথমে তা আমার বোধগম্য হয়নি, এখন বুঝি এর কারণ কী ছিল; বইটি আমাকে যতটা না নারীবাদ নিয়ে শিখিয়েছে তার চাইতে অনেক বেশি মাত্রায় শিখিয়েছে পিতৃতন্ত্রকে চিহ্নিত করতে । বইটি পড়ার পরে আমি প্রথম উপলব্ধি করতে সক্ষম হই পিতৃতন্ত্র আমাদের সমাজে কতদূর বিস্তৃত ও কতটা গভীরে শেকড় গেড়ে রয়েছে । পিতৃতন্ত্র শুধুমাত্র আমাদের চারিপাশে নয়, রয়েছে আমাদের সবার মনের অবচেতনেও। পিতৃতন্ত্র সর্বব্যাপী । একে চিহ্নিত করা নিতান্ত সহজ কাজ নয় ।

আর হ্যাঁ, আমি "সবার" বলতে পুরুষ ও নারী, দুইকেই বোঝাচ্ছি । নারী হয়ে জন্মালেই পিতৃতন্ত্র চিহ্নিত করার ক্ষমতা জন্মে যায় না । পুরুষের মত অনেক নারীরাও যে পিতৃতন্ত্রের ধ্বজাধারী এবং নারীরাও যে নারীদের নিপীড়ন করে এটাই তার মুখ্য প্রমাণ
 

Users who are viewing this thread

Back
Top