What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মনে পড়ে , পি. কে. দে সরকারের ইংরেজী গ্রামার ? (1 Viewer)

BRICK

Board Senior Member
Elite Leader
Joined
Dec 12, 2019
Threads
355
Messages
10,073
Credits
81,757
T-Shirt
Glasses sunglasses
Calculator
Watermelon
Pistol
Pistol
মনে পড়ে , পি. কে. দে সরকারের ইংরেজী গ্রামার ?

সেই ছোটবেলা থেকে আজ অব্দি পি কে দে সরকারের গ্রামার বই আমরা আজও পড়ে চলেছি ৷ আমার মা -বাবারাও পড়েছেন ৷ এই বই লেখার ইতিহাস টা কি জানা যাক ৷

আসলে অপমানের জ্বালা মেটাতে লেখা হয়েছিল এই পাঠ্যবই ৷ অবাক হচ্ছেন তো? না, এটা সত্যি ঘটনা ৷ আসুন, তথ্যটা জেনে নি ৷

মার্টিন বার্ন সংস্থার এক লাইব্রেরিয়ান নিজের অজান্তেই বড় উপকার করে গেছেন আপামর বাঙালির ৷ কাজের মধ্যে তিনি নিজের কর্তব্য পালন করেছিলেন ৷ ব্রিটিশ শাসনে থেকে পালন করেছিলেন নিয়ম ৷ অফিসের লাইব্রেরিতে ঢুকতে দেননি এক বাঙালিকে ৷ কারণ' যতই তুমি কর্মী হও না কেন' লাইব্রেরিতে ঢুকতে পারবেন শুধু ব্রিটিশরাই ৷

তো সেই যুবক তো আর এমনি বাঙালি নন ৷

এক্কেবারে গোঁয়ার বাঙাল ৷ অফিসের লাইব্রেরিতে ঢুকতে না পেরে 'ধুত্তেরি !' বলে ছেড়েই দিলেন চাকরি ৷ তিনি প্রফুল্ল কুমার দে সরকার ৷ সঙ্কল্প করলেন বাঙালিকে ইংরেজি শিখিয়েই ছাড়বেন ৷

কাজের সুবিধের জন্য চাকরি নিলেন স্কুলে ৷ দিনরাত এক করে লিখতে শুরু করলেন ইংরেজি ব্যাকরণ বই ৷ একদিকে শিক্ষকতা করে বুঝে নিতে লাগলেন বাঙালি ছাত্রদের দুর্বলতা ৷ তারপর সেটা মাথায় রেখে চলল বই লেখা ৷ দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পরে ভূমিষ্ঠ হল তাঁর মানস-সন্তান ৷

১৯২৬ সালে প্রকাশিত হল A Text Book of Higher English Grammar , Composition And Translation ৷ লেখক রাজশাহী ভোলা বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমির শিক্ষক প্রফুল্ল কুমার দে সরকার ৷ সংক্ষেপে পি কে দে সরকার ৷ ক্রমে দুষ্পাচ্য নেসফিল্ডকে সরিয়ে সহজপাচ্য এই বই হয়ে উঠল বাঙালিদের ইংরেজি শেখার বাইবেল ৷

সম্প্রতি কলকাতায় পালিত হয়ে গেল এই বই প্রকাশের ৯০ বছর পূর্তির অনুষ্ঠান ৷ এখনকার শিক্ষাব্যবস্থায় অতটা গুরুত্ব পায় না ব্যাকরণ ৷ করতে হয় না পাতার পর পাতা ট্রান্সলেশন ৷ তবুও এখনও প্রতি বছর অন্তত ২০ হাজার কপি বিক্রি হয় এই বই ৷ দাবি দে সরকার পরিবারের বর্তমান প্রজন্মের ৷

দেশভাগের পরে ১৯৪৮ সালে প্রফুল্ল কুমার সপরিবারে চলে আসেন কলকাতায় ৷ কিন্তু কোনও চাকরি করেননি ৷ বইয়ের রয়ালটিতে হেসেখেলে চলে যেত ৷ পাবলিশারদের জন্য টুকটাক কাজ করেছেন বটে ৷ কিন্তু বিনা পারিশ্রমিকে ৷ সাম্মানিক হিসেবে নিতেন শুধু ক্রিকেট ম্যাচের টিকিট ৷

১৯৭৪ সালে ৮২ বছর বয়সে প্রয়াত হন প্রফুল্ল কুমার দে সরকার ৷ প্রতি বছর তিনি নিজের বইয়ে কিছু না কিছু পরিবর্তন পরিমার্জন বা সংস্কারসাধন করতেন ৷ যাতে সেই পাঠ্যবই চলতে পরে যুগের সঙ্গে তাল মিলিয়ে ৷

আপামর বাঙালিকে ইংরেজি শিখিয়েছেন বটে ৷ তবে পি কে দে সরকারের চার সন্তানের কেউ ইংরেজি সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা করেননি ৷ তাঁর দুই ছেলে ইঞ্জিনিয়ার এবং দুই মেয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন মাইক্রো বায়োলজিতে ৷

কেশবচন্দ্র নাগ বয়সে প্রফুল্ল কুমার দে সরকারের থেকে এক বছরের বড় ছিলেন ৷ দুজনের বইও প্রকাশিত হয় কয়েক বছর আগে পরে ৷ ১৯২৬ সালে পি কে দে সরকারের ব্যাকরণ বই এবং তার কয়েক বছর পরে কে সি নাগের নব গণিত মুকুল ৷ পাঠ্যপুস্তক প্রণেতারা কি লেখকের মর্যাদা পেতে পারেন ? যদি পান তাহলে ভেবে দেখুন তো এঁদের পাঠকের সংখ্যাকে কিছু মহান লেখক ছাড়া কেউ টেক্কা দিতে পারবেন কি না ?

প্রশ্নটা আপনাদের জন্য রেখে এবং এই মহান বাঙালি ইংরেজি শিক্ষককে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এই পোস্ট শেষ করছি ৷ 🙏🙏🙏
(শিবাজী গাঙ্গুলী)
 

Users who are viewing this thread

Back
Top