What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মানব সভ্যতার ইতিহাসে দশটি নৃশংস গণহত্যা (1 Viewer)

MOHAKAAL

Mega Poster
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
2,272
Messages
15,995
Credits
1,456,864
Thermometer
Billiards
Sandwich
Profile Music
French Fries
ধর্মীয়, জাতীয়, বর্ণবাদী ও উপজাতি গোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে কৌশলে নিশ্চিহ্ন করে দেওয়াকে গণহত্যা বলে। শুধু শাসকগোষ্ঠী নিজের ইচ্ছেমত ও আধিপত্য প্রতিষ্ঠা করতে হাজার হাজার মানুষ কে ইচ্ছা করে মেরে ফেলে। গণহত্যা বিশ্বের প্রতিটি কোনায় প্রাচীন ও আধুনিক সমাজে বিচিত্র সম্পদ আর ভূমি অর্জনের জন্য একজন ঘৃণিত নির্দয় ব্যক্তির আদেশেই পরিচালিত হতো। যুগে যুগে এই কুখ্যাত ব্যক্তিরা চলে গেলেও ইতিহাসে রয়ে যায় তাদের বর্বরোচিত গণহত্যার ইতিহাস। বিশ্বের অন্যতম বর্বরোচিত দশটি গণহত্যার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে আজ তুলে ধরা হলো :

বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানি নাগরিকদের গণহত্যা :

১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা কার্যক্রম অপারেশন সার্চ লাইটের অধীনে মার্চ ১৯৭১ থেকে পূর্ব পরিকল্পিত ভাবে পরিচালিত হয়েছিল। তৎকালীন পূর্বপাকিস্তানের স্বাধিকার আন্দোলন কে চিরতরে নির্মূল করতে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী এই নারকীয় কাজে জড়িয়ে পড়ে। দীর্ঘ নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহায়তাকারী দলগুলো আনুমানিক ত্রিশ লক্ষ মানুষ হত্যা করে। এছাড়াও লক্ষ বাঙালী নারীদের নির্যাতন ও ধর্ষণ করে। আর এই গণহত্যাটি স্বীকৃতি পায় বিশ্বের অন্যতম জঘন্য গণহত্যা হিসেবে।

MSHDGH_001.jpg


১৯৭১ সালে বাংলাদেশিদের গণহত্যা (listverse)

সোভিয়েত রাশিয়ার স্ট্যালিন যুগ :

জোসেফ স্ট্যালিন কে বলা হয় বিংশ শতাব্দীর কুখ্যাত গণহত্যা কারী। যে তালিকায় রয়েছেন বিশ্বের আরও দুজন যারা হলেন হিটলার ও মাওসেতুং। তার এই অপকর্ম করেছিলেন কারাগারে বন্দি থেকে তার প্রতিষ্ঠিত এক্সটারমিনেশন ক্যাম্পের মাধ্যমে। ধারনা করা হয় স্ট্যালিন তার শাসনামলে আনুমানিক ২০ লক্ষ লোকদের হত্যা করেন। আর এই ২০ লক্ষ লোকের মধ্যে ২ লক্ষ লোক হলো ইউক্রেনীয়ান কৃষক। এছাড়াও তিনি রাশিয়ার সেনা কর্মকর্তা ও বুদ্ধিজীবীদের নির্বাসনে পাঠিয়ে হত্যা করেছিলেন। ১৯৩৭ সালে ০০৪৪৭ অধ্যাদেশ দ্বারা অসংখ্য মানুষ কে হত্যা করেছিলেন সামাজিকভাবে ক্ষতিকর আখ্যা দিয়ে।
 

Users who are viewing this thread

Back
Top