What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এডলফ হিটলার সম্পর্কে অবাক করা কিছু তথ্য – যার অধিকাংশই হয়তো আপনি জানেন না! (1 Viewer)

SoundTrack

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
530
Messages
13,426
Credits
283,450
Recipe pizza
Loudspeaker
"এডলফ হিটলার" নামটি শোনা মাত্রই ভীতি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকর স্মৃতি জেগে ওঠে আমাদের মনে। কিন্তু অন্য সবার মতই হিটলারেরও ছিল নিজস্ব গোপনীয়তা ও আমাদের না জানা বহু তথ্য বা ফ্যাক্ট, যা আমরা জানতে শুরু করেছি ইতিহাসবিদদের গবেষণার ফলে। এই লেখায় তুলে ধরা হচ্ছে এডলফ হিটলারকে নিয়ে এমনই কিছু অবাক করা তথ্য যা আপনাকে সংশয়ে ফেলে দিতে বাধ্য।
  • হিটলারের জন্ম হয় অস্ট্রিয়ায় এক ইস্টার সানডেতে। ১৮৮৯ সালের ২০ এপ্রিল। তার জন্মের সময় ছিল ঠিক সন্ধ্যা ৬:৩০ মিনিট। হিটলারকে জার্মান ভাবা হলেও জন্মগত ভাবে আসলে তিনি জার্মান নন।
  • হিটলারের পরিবার বংশগত ভাবে কৃষক ছিল যাদের ইংরেজিতে বলা হয় Small Holder। এ ধাচের কৃষকদের খুব অল্প পরিমান জমি থাকে যেখানে তারা তাদের সারা বছরের ফসল ফলান। অস্ট্রিয়ার উত্তর-পশ্চিম পার্শ্বের ওয়াদভিয়েরটেলে (Waldviertel) তার পূর্বপুরুষেরা বাস করত যা অস্ট্রিয়ার খুব গরিব ও নিম্নশ্রেণির এলাকা।
  • জন্মগতভাবে জার্মান না হলেও হিটলার জার্মানির প্রতি প্রবল আনুগত্য প্রদর্শণ করে খুব অল্প বয়সেই এবং ঘৃণা করতে শুরু করে অস্ট্রিয়াকে, যা তার আসল জন্মভূমি। হিটলারের জন্ম যেই ছোট্ট শহরে তার পাশেই ছিল জার্মানি আর অস্ট্রিয়ার সীমান্ত।
  • হিটলারের আসল নাম হওয়ার কথা ছিল Adolf Schicklgruber কারণ তার বাবার নাম ছিল Alois Schicklgruber. কিন্তু তার বাবা তার জন্মের ১৩ বছর আগে তার নাম পরিবর্তন করে নামের শেষে হিটলার টাইটেল গ্রহণ করেন। নামের শেষ অংশের এই পরিবর্তনটি তিনি করেন ১৮৭৬ সালে। এডলফ হিটলার পরবর্তীতে তার বাবার সম্পর্কে অনেক তথ্য প্রদান করেন এবং বলেন যে, নামের পরিবর্তন করে হিটলার টাইটেলের সংযোজন করায় তিনি তার বাবার কাছে আজন্ম কৃতজ্ঞ।
  • এডলফ হিটলারের বাবা ছিলেন তার দাদার অবৈধ সন্তান, যাকে তার দাদা জন্ম দেন ৪২ বছর বয়সে। ইতিহাসবিদ্গণের মতে হিটলারের দাদার নাম ছিল জোহান জর্জ হিডলার (Johann Georg Hiedler) যাকে তার দাদি বিয়ে করেন তার বাবা জন্মানোর ৫ বছর পর।
  • হিটলারের বাবা এলোইস (Alois) তিনটি বিয়ে করেন। প্রথমে যাকে তিনি বিয়ে করেন, সে ছিল তার চেয়ে বয়সে অনেক বড়। পরবর্তীতে তিনি এমন ২ জন নারীকে বিয়ে করেন যারা তার মেয়ের বয়সি। এডলফ হিটলারের জন্ম হয় Alois Hitler ও Klara Polzl এর ঘরে। তার বাবা সম্পর্কে ছিল সেকেন্ড কাজিন তাই আইনগতভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন নি।
  • ১৯০৩ সালে হিটলারের বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। ১৯০৭ সালে তার বয়স যখন ১৮ বছর, তখন তার মা মারা যান ব্রেস্ট ক্যান্সারে।
ydPfChh.jpg


Source: Die Zeit

  • ইতিহাসবিদেরা বলেন, এডলফ হিটলারের বাবা ছিলেন খিটখিটে, সম্পর্কহীন ও কঠোর স্বভাবের। স্বামী হিসেবে তিনি ছিলেন উদ্ধত ও স্বৈরাচারী স্বভাবের। এই কারণগুলির জন্য হিটলারের মা বিয়ের অনেক বছর পরেও তার স্বামীকে "আংকেল" বলে ডাকত বলে জনশ্রুতি আছে।
  • বাবার মৃত্যু হিটলারকে তেমন একটা স্পর্ষ করতে পারে নি। কিন্তু, মায়ের মৃত্যুতে তার ভিত নড়ে গিয়েছিল সম্পূর্ণভাবে। ড: ব্লচ নামে একজন ইহুদি ডাক্তার হিটলারের মায়ের সেবা করতেন। তার মায়ের মৃত্যু দেখে তিনি হিটলারের যে শোক ও বিমর্ষতা দেখেছিলেন তা তিনি তার সুদীর্ঘ ৫০ বছরের কর্মজীবনে অন্য কোনো তরুণকে
    করতে দেখেন নি বলে জানিয়েছেন। হিটলারের জীবনের একেবারে শেষ সময়গুলোতেও তার পকেটে সবসময় থাকত মায়ের একটি ফটোগ্রাফ।
  • হিটলারের ৩ বড় ভাই-বোন মারা যায় একেবারে শৈশবেই। তাদের নাম ছিল ওট্টো, ইডা ও গুস্তাভ। হিটলারের ছোট ২ ভাই-বোনও ছিল। হিটলারের বয়স যখন ১১ তখন তার ছোট ভাই এডমান্ড মারা যায়। ভাইবোনদের মাঝে একমাত্র পলা-ই হিটলারের মত পূর্ণবয়স্ক হয়ে মারা যান।
  • হিটলার সবসময় চাইতেন একজন চিত্রশিল্পী হতে কিন্তু তার বাবা চাইতেন সে কাজ করুক সরকারি কর্মকর্তা হিসেবে। অস্ট্রিয়ার ভিয়েনায় ১৯০৭ ও ১৯০৮ সালে একাডেমি অফ ফাইন আর্টসে পরপর দু বছর ভর্তির চেষ্টা করেও ভর্তি হতে পারেন নি এডলফ হিটলার।
  • কৈশোরে হিটলার ঘৃনা করতেন তার স্কুলকে। শুধুমাত্র ড: পোশকেই পছন্দ করতেন হিটলার যিনি ইতিহাস পড়াতেন সেই স্কুলে। হিটলার স্বীকার করেছিল, তার প্রবল জার্মান আনুগত্য কাজ করেছিল ড: পোশের কাছে জার্মানির ইতিহাস ও জার্মান সৈন্যদের বীরত্বের কাহিনী শুনে।
  • হিটলারের বাবা-মা ছিল ক্যাথলিক। কিন্তু জোসেফ গোবেলস এর মতে, হিটলার প্রবলভাবে বিশ্বাস করতেন যে, খ্রিস্টধর্ম দূর্বল ও নম্র। এ ধর্মের চেয়ে মুসলিম ও জাপানিজদের ধর্ম অনেক শক্তিশালী ও কঠোর বলে মানতেন এডলফ হিটলার।
  • হিটলারের উচ্চতা ছিল ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন ১৫৫ পাউন্ড। কিন্তু তার এই ওজন সঠিক ছিল না বলেন অনেকেই কারণ তিনি মেডিকেল চেকাপের সময় কখনো কাপড় খুলতেন না।
  • খুব অল্প সময়ের জন্য হিটলারকে ছন্নছাড়া, ঘরহারা জীবন কাটাতে হয়েছিল যখন তার মা মারা যান এবং তিনি দ্বিতীয়বার চেষ্টা করে ভর্তি হতে পারেন না একাডেমি অফ ফাইন আর্টস-এ।
 

Users who are viewing this thread

Back
Top