What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সন্দকফু - পৃথিবীর সর্বোচ্চ চারটি শৃঙ্গ যেখান থেকে দেখতে পাবেন। (1 Viewer)

দারুণ তথ্য বহুল অনেক কিছু জানা ছিল না অনেক কিছুই যেনে নিলাম ধন্যবাদ
 
IMG_20230521_185232.jpeg
নয়নাভিরাম সৌন্দর্য

কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশ থেকে দেখা যায় কিন্তু পুরো দেখতে পেলে ভালো লাগতো।

জীবনে যেতে পারবো বা দেখতে পারবো বলে মনে হয় না।
 
খুবই তথ্য বহুল একটা পোস্ট।
অনেক কিছু জানতে পারলাম।
থ্রেড ভিজিট এবং আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

ekhono nepal jai ni but good informetion gele kaje lagbe
ভালো করে পড়েন ভাই। এটা নেপাল নয়, ভারতের পশ্চিমবঙ্গে। মানেভঞ্জন থাকে এই ট্রেক শুরু। এটি দার্জিলিংয়ের খুব খাচ্ছে।

নয়নাভিরাম সৌন্দর্য

কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশ থেকে দেখা যায় কিন্তু পুরো দেখতে পেলে ভালো লাগতো।

জীবনে যেতে পারবো বা দেখতে পারবো বলে মনে হয় না।
ভাই একটু বলবেন বাংলাদেশের কোন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়?
 
Last edited by a moderator:
স্বপ্নের সান্দাকফু, এখন পর্য্ত ৩ বার গিয়েছি। কিন্তু কখনো কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই প্রথমে দার্জিলিং এর পশ্চিমের এই পাহাড়ী গ্রামগুলোর কথা মাথায় আসে। এগুলোর নিবেদন মনে হয় কোন দিনও আমার কাছে কমবেনা।

ভাই একটু বলবেন বাংলাদেশের কোন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়?
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া, বাংলাবান্ধা থেকে অক্টোবর-নভেম্বর মাসে কুয়াশা না থাকলে প্রায়ই সুন্দরভাবে দেখা যায়। ওয়েদার ভালো থাকলে মাঝে মাঝে পাশের জেলা ঠাকুরগাও, দিনাজপুর ও নিলফামারীর বিভিন্ন জায়গা থেকেও দেখা যায়।
 
সুন্দর করে তোলা অসাধারণ একটি ছবি

নতুন যারা বেড়াতে যাবে তাদের জন্য খুবই সহায়ক একটি পোষ্ট
 
উঁচু পাহাড়ের মধ্যে বাংলাদেশের ২য় সবচেয়ে উঁচু পাহাড় তাজিন ডং এ যাউয়া হয়েছে।
 

Users who are viewing this thread

Back
Top