What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সন্দকফু - পৃথিবীর সর্বোচ্চ চারটি শৃঙ্গ যেখান থেকে দেখতে পাবেন। (3 Viewers)

নেপাল যাওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু জানা হল
 
ঘুমন্ত বুদ্ধ এবং প্যানোরামিক এক্সট্রাভাগানজা এই ট্রেক কে একটা অন্য মাত্রা দিয়েছে। ল্যান্ডস্কেপে যা প্রাধান্য পেয়েছে তা হল ঘুমন্ত বুদ্ধ নামে পরিচিত মহৎ কাঞ্চনজঙ্ঘা ক্লাস্টার, ঘুমন্ত ব্যক্তির সাথে এর অদ্ভুত সাদৃশ্যের কারণে। মাউন্ট কুম্ভকর্ণ মাথা গঠন করে, যখন কাঞ্চনজঙ্ঘা চূড়া, কাব্রু ক্লাস্টার, রাথং এবং কোকতাং উপরের ধড় গঠন করে। নীচের দিকে দেখা অন্য কিছু শিখরগুলির মধ্যে রয়েছে পান্দিম এবং গোয়েচা।
আপনি তুমলিং থেকে স্লিপিং বুদ্ধের আপনার প্রথম অবরোধহীন দৃশ্য পাবেন। আপনি সকালে উঠে দেখবেন ঘুমন্ত বুদ্ধ তার সমস্ত মহিমায়, নরম ভোরের লাল আকাশে সিক্ত, ধীরে ধীরে সাদা তুলতুলে মেঘের আবরণ থেকে বেরিয়ে আসছে! এ এক অপার্থিব আনন্দ যা ভাষায় বর্ননা অসম্ভব।
প্রথমে, আপনি বুঝতে পারবেন না যে আপনি যা দেখছেন তা একটি পর্বত, কিন্তু তারপর আপনি প্রথমে নাক, সম্ভবত পাশের পেট এবং তারপর পুরো সিলুয়েটটি দেখতে পাবেন যা শত শত আন্তঃসংলগ্ন পর্বত শৃঙ্গের মতো মনে হচ্ছে।
Thanks a lot. very informative. do you have any info w.r.t. places for spending nights on the way ? or one has to carry own tents.
 
স্বপ্নের সান্দাকফু, এখন পর্য্ত ৩ বার গিয়েছি। কিন্তু কখনো কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই প্রথমে দার্জিলিং এর পশ্চিমের এই পাহাড়ী গ্রামগুলোর কথা মাথায় আসে। এগুলোর নিবেদন মনে হয় কোন দিনও আমার কাছে কমবেনা।


বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া, বাংলাবান্ধা থেকে অক্টোবর-নভেম্বর মাসে কুয়াশা না থাকলে প্রায়ই সুন্দরভাবে দেখা যায়। ওয়েদার ভালো থাকলে মাঝে মাঝে পাশের জেলা ঠাকুরগাও, দিনাজপুর ও নিলফামারীর বিভিন্ন জায়গা থেকেও দেখা যায়।
আমিও তিনবার গেসি। আরো যাওয়ার ইচ্ছা আছে। এবার গেলে নেপালের মাইপক্রি দিয়া যামু।
 
কি চমৎকার দৃশ্য , একই সাথে চমৎকার লেখনী
অনেক ধন্যবাদ।
Thanks a lot. very informative. do you have any info w.r.t. places for spending nights on the way ? or one has to carry own tents.
Everywhere there is homestays. Need not carry tent.
Ish kotto Sundor Ei prithibi
ধন্যবাদ।
আহ ছবিতেই যদি এত সুন্দর দেখায়
একবার ঘুরে আসেন, ফিরতে ইচ্ছা করবে না।
 
ইচ্ছে রইল সান্দাকফু যাওয়ার। আপাতত লেখাটা পড়ে সন্তুষ্টি অর্জন করলাম।
 
আমি একবারও যাইনি,যাবার উদ্যোগ নিয়েছিলাম যেই, করোনা এসে সব ভেস্তে দিল।
 

Users who are viewing this thread

Back
Top