What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (3 Viewers)

শিল্পীঃ শ্যামল মিত্র
ছায়াছবিঃ সূর্য্য কন্যা
গীতিকারঃ ফজল শাহাবুদ্দীন
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ আলমগীর কবির
শ্রেষ্ঠাংশেঃ বুলবুল আহমেদ ও জয়শ্রী
মুক্তির সালঃ ১৯৭৫

চেনা চেনা লাগে, তবুও অচেনা...

yc5qXKE.jpg


চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাসো যদি কাছে এসো না
চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাস যদি কাছে এসো না
আ আ আ…
আ আ আ…

এলো মেলো পথ চলা
মনে মনে কথা বলা
এলো মেলো পথ চলা
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপন ঝরা
আকাশ ভরা স্বপন ঝরা
আকুল করা বেদনা
ভালোবাসো যদি কাছে এসো না
চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাসো যদি কাছে এসো না

তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা বেশে যেখানে এসে
অজানা বেশে যেখানে এসে
আধারে মেশে জোছনা
ভালোবাসো যদি কাছে এসো না
চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাসো যদি কাছে এসো না
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়ছবিঃ রাজ কন্যা
গীতিকারঃ এম.এ.মালেক
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ এফ কবির চৌধুরী
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, রোজিনা
মুক্তির সালঃ ১৯৭৮


চন্দ্র তারায় মিছেই খুঁজেছি তোমায়...

uQ0NZxF.jpg


চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখেরই তারায়।


ও হো হো ও আ হা—
ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে,
সেই হাওয়াতে হৃদ্যয় আমার রাঙা পেগম মেলেছে।
ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে,
সেই হাওয়াতে হৃদয় আমার রাঙা পেগম মেলেছে।


মনের মানুষ চেয়েছি আজ আমি এই নিরালায়,
খেলব প্রেমের লুকোচুরি এসো দুজনায়।


চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখের ই তারায়।


ও হো হো লা লা লা—-
কত আশা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে,
বাহুডোরে বেধে নেবো এসো আজ তোমারে।
কত আসা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে,
বাহুডোরে বেধে নেবো এসো আজ তোমারে।


ফুলের ফাগুন তুমি আমার মনের ও বাগিচায়,
খুশবু হয়ে রবো মিসে প্রেমের ও মায়ায়।


চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
হো তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
 
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ আশীর্বাদ
গীতিকারঃ সৈয়দ শামসুল হক
সুরকারঃ আলম খান
পরিচালকঃ তমিজুদ্দীন রিজভী
শ্রেষ্ঠাংশেঃ জাফর ইকবাল, অঞ্জু ঘোষ
মুক্তির সালঃ ১৯৭৬

চাঁদের সাথে আমি দিবো না তোমার তুলনা...

4AXtyQw.jpg


চাঁদের সাথে আমি দেবো না, তোমার তুলনা

নদীর সাথে আমি দেবো না, তোমার তুলনা

তুমি চাঁদ হতে যদি, দুরেই রয়ে যেতে

তুমি নদী হতে যদি, দুরেই চলে যেতে

এ কথা যেনো ভুলো না,
তুমি যে তোমারি তুলনা।

ও... চাঁদের সাথে আমি দেবো না

তোমার তুলনা

নদীর সাথে আমি দেবো না, তোমার তুলনা


ফুলের সাথে আমি দেবো না, তোমার তুলনা

অলির সাথে আমি দেবো না, তোমার তুলনা

তুমি ফুল হতে যদি, ঝরেই পরে যেতে

তুমি অলি হতে যদি, দুরেই উড়ে যেতে

এ কথা যেন ভুলো না,
তুমি যে তোমারি তুলনা

ও.. . নদীর সাথে আমি দেবো না, তোমার তুলনা

চাঁদের সাথে আমি দেবো না, তোমার তুলনা


কবির সাথে আমি দেব না, তোমার তুলনা,,,,

ছবির সাথে আমি দেব না, তোমার তুলনা,,,

তুমি কবি হতে যদি, সবার হয়ে যেতে

তুমি ছবি হতে যদি, তবেই মুছে যেতে

এ কথা যেন ভুলো না,
তুমি যে তোমারি তুলনা

ও... চাঁদের সাথে আমি দেবো না
তোমার তুলনা

নদীর সাথে আমি দেবো না, তোমার তুলনা

তুমি চাঁদ হতে যদি, দুরেই রয়ে যেতে

তুমি নদী হতে যদি, দুরেই চলে যেতে

এ কথা যেনো ভুলো না,

তুমি যে তোমারি তুলনা
 
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ লড়াকু
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান
পরিচালকঃ শহিদুল ইসলাম খোকন
শ্রেষ্ঠাংশেঃ রুবেল, পাপড়ি, সোহেল রানা ও জুলিয়া
মুক্তির সালঃ ১৯৮৮

বুকে আছে মন, মনে আছে আশা...

KqEDes4.jpg


বুকে আছে মন

মনে আছে আশা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা
বুকে আছে মন
মনে আছে আশা
আশা থেকে হয় বুঝি ভালবাসা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা

আ... আহা. হা. হা
আহা.. হা.হা.. আহা. হা. হা

আমাদের প্রেম যেন যাদুরও কাঠি
একাকার করে দিল জীবন দুটি

আমাদের প্রেম যেন যাদুরও কাঠি
একাকার করে দিল জীবন দুটি
কিছু বলা না বলা চোখের ভাষা
ভালোবাসা
বুকে আছে মন
মনে আছে আশা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা
হে... আ.হা.হা..

আ..হা.হা.হা.হা. আহা.হা.হা

পৃথিবীর যত সুখ স্বপ্ন আছে
সবই যেন পাই ওগো তোমার কাছে

পৃথিবীর যত সুখ স্বপ্ন আছে
সবই যেন পাই ওগো তোমার কাছে
অভিসারে বারে বারে কাছে আসা
ভালোবাসা
বুকে আছে মন
মনে আছে আশা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা
বুকে আছে মন
মনে আছে আশা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা
আশা থেকে হয় বুঝি ভালোবাসা

আশা থেকে হয় বুঝি ভালোবাসা
 
গানের সাথে লিরিক্স শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
 
গানের সাথে লিরিক্স শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

থ্রেড ভিজিট আর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, মামা।
 

Users who are viewing this thread

Back
Top