What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (2 Viewers)

শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ মিস লঙ্কা
গীতিকারঃ আহমেদ জামান চৌধুরী
সুরকারঃ এম. আশরাফ
পরিচালকঃ ইকবাল আখতার
শ্রেষ্ঠাংশেঃ ববিতা, ফয়সাল
মুক্তির সালঃ ১৯৮৫


চুরি করেছো আমার মনটা, হায়রে হায় মিস লঙ্কা...

QU2kQ7v.jpg


চুরি করেছো আমার মনটা...
চুরি করেছো আমার মনটা
হায়রে হায় মিস লঙ্কা।

ঝড়ো হাওয়া যেন যৌবনটা...
ঝড়ো হাওয়া যেন যৌবনটা
হায়রে মিস লঙ্কা

চুরি করেছো আমার মনটা
হায়রে হায় মিস লঙ্কা।

মনের খবর হায় ছিলোনা জানা...
তোমার বাড়ি তাই ছিলোনা চেনা

মনের খবর হায় ছিলোনা জানা
ও ও ও
তোমার বাড়ি তাই ছিলোনা চেনা
লগ্ন এলো এতদিন পড়ে
আখি মেলে চেয়ে দেখো না।

অন্তরে আজ বাজে ডঙ্কা...
অন্তরে আজ বাজে ডঙ্কা
হায়রে হায় মিস লঙ্কা।

লাজুক বদন কেন কাঁপছে
কেন জানে মন কি ভাবছে।

লাজুক বদন কেন কাঁপছে
ও ও ও
কে জানে মন কি ভাবছে।

চোখে চোখে কিছু বলো না
মনের সাগরে ঢল নামছে।

মসুম এলে যেন আচমকা.
মসুম এলে যেন আচমকা
হায়রে হায় মিস লঙ্কা।

চুরি করেছো আমার মনটা
হায়রে হায় মিস লঙ্কা।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ দোস্ত দুশমন
গীতিকারঃ দেওয়ান নজরুল
সুরকারঃ আলম খান
পরিচালকঃ দেওয়ান নজরুল
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, শাবানা, সোহেল রানা, সুচরিতা
মুক্তির সালঃ ১৯৭৭

চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে...
HgvkSpC.jpg


চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো
মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো
আমাকে সাথে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালোবাসি

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো
ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো
একা একা এই পথে চলো না
আর কারও নজরে পড়ো না
তাহলে যে মরে যাবো আমি

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
 

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ জনি
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলম খান
পরিচালকঃ দেওয়ান নজরুল
শ্রেষ্ঠাংশেঃ সোহেল রানা, সুচরিতা
মুক্তির সালঃ ১৯৮৩




চোর আমি ডাকু আমি বলনারে...

yLfy5D3.jpg
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ মাসুম
গীতিকারঃ শেখ নজরুল ইসলাম
সুরকারঃ আলাউদ্দীল আলী
পরিচালকঃ শেখ নজরুল ইসলাম
শ্রেষ্ঠাংশেঃ ফারুক, অঞ্জনা
মুক্তির সালঃ ১৯৮১


চোখের পানি কেনো থামে না...

I35tAcu.jpg
 
Last edited:
শিল্পীঃ রুনা লায়লা ও বশির আহমেদ
ছায়াছবিঃ সাজা / দস্যু বনহুর
গানটি মূলতঃ দস্যু বনহুর ছায়াছবির জন্য রেকর্ডিং করা হলেও পরবর্তীতে গানটি ঐ ছবিতে যুক্ত করা হয়নি। দস্যু বনহুর ছায়াছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৭৭ সালে।
গীতিকারঃ ফযল এ খোদা
যদিও সাজা ছবির গানগুলোর গীতিকার ছিলেন আনোয়ার হোসেন নান্টু
সুরকারঃ আযাদ রহমান
সাজা ছবির গানের সুর করেছেন আলম খান
(এখানে একটা তথ্য উল্লেখযোগ্য, বশির আহমেদ তাঁর জীবনে কোনোদিন আলমখানের সুরে কোনো গান করেননি )
পরিচালকঃ খসরু নোমান
শ্রেষ্ঠাংশেঃ সোহেল রানা, রোজিনা, নিপা মোনালিসা
মুক্তির সালঃ ১৯৯০

চোখে চোখে কথা যে বুঝতে পারে...

bOUWrZE.jpg
 
any of these up to standards of manna de song or hindi recent song? bangla song er jei bad image ache shei gula ki eder moddhey ase?
 
শিল্পীঃ উমা খান ও রুলিয়া রহমান
ছায়াছবিঃ গাঁয়ের ছেলে
গীতিকারঃ শাহেদুর রহমান ও মাসুদ করিম
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ আকবর কবির পিন্টু
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, সুচরিতা, আলমগির রোজিনা, প্রবীর মিত্র, জুলিয়া
মুক্তির সালঃ ১৯৮০

চোখে আমার প্রেমের কাজল, কন্ঠে আছে গান...

z9foLHf.jpg
 

Users who are viewing this thread

Back
Top