What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (3 Viewers)

gan manuser manusotta khuje ber kore

pura ton gan..chiro joubona....
ঠিক তাই, মামা।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ !
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ তাসের ঘর
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ ফারুক, রোজিনা

এখন আমার কঠিন সময় জানি না...


Kd2nFrI.jpg
 
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাই আল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ জন্ম থেকে জ্বলছি
গীতিকারঃ আমজাদ হোসেন
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ আমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশেঃ বুলবুল আহমেদ, ববিতা

মুক্তির সালঃ ১৯৮১


T85ystA.jpg


একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো...

একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত


যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত


যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত
 
শিল্পীঃ মুহাম্মদ আলী সিদ্দিকী
ছায়াছবিঃ মানুষের মন
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ মোস্তফা মেহমুদ
শ্রেষ্টাংশেঃ রাজ্জাক, ববিতা

মুক্তির সালঃ ১৯৭২


এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা...

TXOlRyv.jpg


এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
হরেক রকম সওদা নিয়ে ঘুরি সারাবেলা, ফেরিওয়ালা।


আয়না আছে চিরুনী আছে নেবে যদি এসো কাছে।
আয়না আছে চিরুনী আছেআছে কাঁচের চুড়ি
স্লো পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি
আরো আছে চুলের ফিতা রঙ্গিন মতির মালা, ফেরিওয়ালা।।

চার চাকাতে ভাগ্য বেধে বুঝে নিলাম ভাই
সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই।
ভাই বন্ধু সবাই শোন মিছে এতো ভাবছ কেন
ভাই বন্ধু সবাই শোন শোন খোকা খুকি


সস্তা দামে কিনবে যদি এসো গরীব দুখী
সবার মখে হাসি দেখে ভুলবো মনের জ্বালা,ফেরিওয়ালা।।
 
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ নরম গরম
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ এফ কবির চৌধুরী
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, অঞ্জু ও জাভেদ

মুক্তির সালঃ ১৯৮৩


AbQyL7d.jpg


এই নিশি রাইতে, তোমার ঘরে যাইতে...


এই নিশি রাইতে

তোমার ঘরে যাইতে
মনযে উথাল-পাথাল করে
এই নিশি রাইতে
আরো কাছে পাইতে
মনযে উথাল-পাথাল করে বন্ধুয়া
মন যে উথাল-পাথাল করে

দোলা দিলো বাউরি বাতাস
সঙ্গে জোয়ার বয়
সখা তোমার বাঁশীর সুরে
মন ঘরে না রয়

এই না বুকে শোয়াইয়া
চোখে চোখে তাকাইয়া
মনটা যে চায় আমার
কত কথা কইতে

বয়স কালে পাড়ার মানুষ
কত কথাই কয়
সুজন বিনা মধুর জীবন
সুখের কি আর হয়

চুলে আঙুল বুলাইয়া
আদর সোহাগ করিয়া
পারি যেন তোমার বুকে
সারা জনম রইতে
এই নিশি রাইতে
তোমার ঘরে যাইতে
মনযে উথাল-পাথাল করে

এই নিশি রাইতে
আরো কাছে পাইতে
মনযে উথাল-পাথাল করে বন্ধুয়া

মন যে উথাল-পাথাল করে
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, সামিনা ইয়াসমিন
ছায়াছবিঃ ওস্তাদ সাগরেদ
গীতিকারঃ দেওয়ান নজরুল ইসলাম
সুরকারঃ আলম খান
পরিচালকঃ দেওয়ান নজরুল
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, সোহেল রানা, আলমগীর, শাবান, সুচরিতা
মুক্তির সালঃ ১৯৮১


13J85uf.jpg



এই হাতে লেখা আছে, কপালে বউ আছে...


এই হাতে লেখা আছে
কপালে বউ আছে, শোন
বরকে দেখে ঘোমটা টানো ।।


মানি না হাতের লেখা
ও কপাল শুধু ফাঁকা ।।
হবো না কারো বউ রানী
আরে কেটে পড় রাজা জনি

ওই কাজী লিখবে কাবিন নামা
বলো কত দেবো মোহরানা
আমার নাইতো আপন চাচা মামা
এই চাচাই হবে উকিল বাবা
আর বস্তি বাসী’রা সাক্ষী রবে
নিয়ে যাব কলমা পড়ে

মানি না হাতের লেখা
ও কপাল শুধু ফাঁকা ।।
হবো না কারো বউ রানী
আরে কেটে পড় রাজা জনি

ঐ ব্যাংকের কেরানী টাকা গোনে
আমি বসবো বিয়া তারি সনে
আমার স্বামী হবে ট্রাফিক নামে
যার হাতে মন্ত্রীর গাড়ী থামে
যেমন তেমন ঘরে আমরা যাবনা
যাবনারে চোরের ঘরে ।

এই হাতে লেখা আছে
কপালে বউ আছে, শোন
বরকে দেখে ঘোমটা টানো ।

তোর ঘরের কেরানী হবো আমি
আমি মেনে নিলাম তুই স্বামী
ডানে বামে চলবি আমার কথায়
ঘোমটা তুলে দে না আমার মাথায়
ওরে মারহাবা মারহাবা সানাই বাজাও


জোড়া বর জোড়া কন্যারে ।।
জোড়া বর জোড়া কন্যারে ।।
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ হিম্মত ওয়ালা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ অশোক ঘোষ
শ্রেষ্ঠাংশেঃ মাহমুদ কলি, শাবানা, অঞ্জনা
মুক্তির সালঃ ১৯৮৪


এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁধে রাখবে...
 

Users who are viewing this thread

Back
Top