What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (1 Viewer)

আপনি চালিয়ে যান,আর আগের গানগুলোতেই আবেগ পাওয়া যায়।
এগুলো আসলে বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি জাগায়
থ্রেড ভিজিট আর মন্তব্যের জন্য দুজনকেই অনেক ধন্যবাদ !
আসলেই পুরাতন গানে মন দুলে উঠে বারবার। যেটা নতুন গানের বেলায় খুব একটা হয় না !!
 
শিল্পীঃ আব্দুল জাব্বার
ছায়াছবিঃ আলিঙ্গন
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ সুভাস দত্ত
শ্রেষ্ঠাংশেঃ সুভাস দত্ত, মন্দিরা, শর্মিলী, আনোয়ার হোসেন
মুক্তির সালঃ ১৯৬৯

ঘুরে এলাম কত দেখে এলাম...



heqZqyI.jpg




ঘুরে এলাম কত দেখে এলাম,
অশান্ত মনে আমি ছুটে গেলাম!
আমার গায়ের মত কভু দেখিনি
আহা সে যে আমার জন্মভূমি (!!)


দুর আকাশে পান্থ পাখি নৗড় ছেড়ে চলে যায়!
অস্ত বেলায় আবার ফিরে আপন ঠিকানায়,
তেমনি কোথাও ঘর ছাড়া মন, রইতে পারিনি!
সে যে আমার জন্মভূমি (!!)

ও নদীরে আঁকা বাঁকা পন্থরে বাইয়া কতই দ্যাশে যাও,
কইবানিরে পারো বন্ধু দেখছ নাকি,
কোথাও তুমি এমন সোনার গাঁও!


ও নদীরে দেখছ না কি এমন সোনার গাঁও!
এই যে মাটি এই বনানী কতো আপন মনে হয়,
এই পৃথিবীর আর কিছুইতো মায়ের মতো নয়!
জন্মভূমি মাগো তোমায় বইতে পারিনি,
তুমি আদরের জন্মভূমি (!!)
 
Those are the golden days
স্বর্ণযুগের সেই গানগুলো যেনো হারিয়ে না যায় সেজন্যই এই ক্ষুদত প্রয়াস...
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মামা।
 
খুবই সুন্দর একটি গান

one of the best song
কোন গানটির কথা বললেন, মামা ?
বাকি গানগুলোও দেখুন !
ধন্যবাদ !
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও শাম্মী আখতার
ছায়াছবিঃ নাগ নাগিনী
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ মনসুর আহমেদ
পরিচালকঃ ইবনে মিজান
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা
মুক্তির সালঃ ১৯৭৯

ও সাথী আমার, পাশে আছি তোমার...


V5XJIsA.jpg
 
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও সালমা জাহান
ছায়াছবিঃ আনন্দ অশ্রু
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
পরিচালকঃ সিবলী সাদিক
শ্রেষ্ঠাংশেঃ সালমান শাহ ও সাবনূর
মুক্তির সালঃ ১৯৯৭

তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সূখের দোলা...



T0FKJ5t.jpg



তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা ।
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচা এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা।
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
ফাগুন তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা।
 

Users who are viewing this thread

Back
Top