What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (3 Viewers)

শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ পাগলা রাজা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আযাদ রহমান
পরিচালকঃ আজহারুল ইসলাম
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, নুতন ও অলিভিয়া
মুক্তির সালঃ ১৯৭৭


বনে বনে যতো ফুল আছে, মাথায় মাথায় যতো চুল আছে...


g4yxzdb.jpg
 
শিল্পীঃ সুবীর নন্দী
ছায়াছবিঃ বন্ধু
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ দিলিপ বিশ্বাস
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক,ববিতা ও উজ্জল
মুক্তির সালঃ ১৯৭৮

বন্ধু তোর বরাত নিয়া আমি যাবো...

e0J5FSi.jpg


হে বন্ধু তোর বরাত নিয়া আমি যাব

বন্ধু তোর বরাত নিয়া আমি যাব
নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া
নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া
খুশিতে নেচে নেচে গান শোনাব
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব।
[হলদি দিয়া মেন্দি দিয়া,
গোসল করাইবো,
সেই গোসলের শেষে নতুন,
কাপড় পরাইব]-২
কাপড় পরাইয়া আতর লাগাইবো
আতর লাগাইয়া শানাই বাজাইবো
শানাইয়ের সুরে সুরে পাগল করে দেব
হে বন্ধু তোর বরাত নিয়া আমি যাব
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব।
[আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া,
হাসি মুখে মা রবে দুয়ারে দাড়াইয়া]-২
দুয়ারে দাড়াইয়া দোয়া দেবে
মায়ের দোয়াতে দুঃখ যাবে
সুখে দুঃখে দুই জনে এক সাথে রব
হে বন্ধু তোর বরাত নিয়া আমি যাব
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব
নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া
নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া
খুশিতে নেচে নেচে গান শোনাব
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব

বন্ধু তোর বরাত নিয়া আমি যাব।
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ কসাই
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ আমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশেঃ আলমগীর, ববিতা
মুক্তির সালঃ ১৯৮০


বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না...

8bJhLk9.jpg


বন্ধু তিনদিন.. বন্ধু তিনদিন...

ও বন্ধু তিনদিন.. তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
আইতে যাইতে বারো আনা উশুল হইলো না
বন্ধু তিনদিন... বন্ধু তিনদিন
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

বুধ-বারে শুভযাত্রা, বিশুদ্-বারে মানা
শুক্কুর-বারে প্রেম-পিরিতি হয়না ষোল আনা....
শনিবারে গিয়াও তোর্ দেখা পাইলাম না
বন্ধু তিনদিন বন্ধু তিনদিন
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

তোর্ কাছে যাবার বেলায়, ঠোট রাঙাই পানে
একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে...
কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না
বন্ধু তিনদিন... বন্ধু তিনদিন...
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

ঝড়-বৃষ্টি মাথায় লইয়া, গেলাম রাতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায়, লোহার একখান তালা...
চাবি লইয়া নিঠুর কালা, তুই'তো আইলিনা
বন্ধু তিনদিন... বন্ধু তিনদিন...
বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা...
আইতে যাইতে বারো আনা উশুল হইলো না
বন্ধু তিনদিন... বন্ধু তিনদিন...
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন... বন্ধু তিনদিন...
 
শিল্পীঃ সুবীর নন্দী
ছায়াছবিঃ মাটির মানুষ
গীতিকারঃ রফিক উজ্জামান
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ মোস্তফা মেহমুদ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা, আলমগীর, রোজিনা
মুক্তির সালঃ ১৯৭৯

বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গন্য হলাম...

IQ2u6fG.jpg


বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে, তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন, ঐ দৃষ্টিতে
না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন, ঐ দৃষ্টিতে
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়
বিরুপমনের ভাবনা হলাম, সে-ও মন্দ নয়
আমি বৈরী হলে ও দোষ কি বলো
সে তোমার জন্য হলাম
শত্রু বলে গন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে, তাতেই আমি ধন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
 

শিল্পীঃ আবিদা সুলতানা
ছায়াছবিঃ সীমানা পেরিয়ে
গীতিকারঃ শিবদাস বন্দোপধ্যায়
সুরকারঃ ভূপেন হাজারিকা
পরিচালকঃ আলমগীর কবির
শ্রেষ্ঠাংশেঃ বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির
মুক্তির সালঃ ১৯৭৭
বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা...



gVPPkSR.jpg


বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙিন চাদর
সেই চাদরের ভাজে ভাজে
নিশ্বাসেরই ছোঁয়া
আছে ভালোবাসা আদর

কামনার গোলাপ রাঙা
সুন্দরি এই রাত্রিতে
নিরব মনের ভরসা
আনে শ্রাবন ভাদর
সেই বরষার ঝরো ঝরো
নিশ্বাসেরই ছোঁয়া
আর ভালোবাসা আদর

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙিন চাদর

দুরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর
সেই সাগরের স্রোতে আছে
নিশ্বাসেরই ছোঁয়া
আর ভালোবাসা আদর

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা

একটি রঙিন চাদর
 
শিল্পীঃ আঞ্জুমন আরা বেগম
ছায়াছবিঃ মনিহার
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ মোস্তফা মেহমুদ
শ্রেষ্ঠাংশেঃ শাবানা, আলমগীর
মুক্তির সালঃ ১৯৭৬

বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পাড়...

TjoOAFS.jpg


বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।​
আরে ও ও ও বেলা যায় বয়ে যায় রে যায়–
আরে ও ও ও বেলা যায় বয়ে যায় রে যায়,
খেতে আর খামারে কে চিনে আমারে,
একা একা রবো কোন ভরসায়।​
খেতে আর খামারে কে চিনে আমারে,
একা একা রবো কোন ভরসায়।​
কোথায় আছি কেমন আছি খবর নিলো না,
চিঠি দিলাম পত্র দিলাম মামা এলো না।
কোথায় আছি কেমন আছি খবর নিলো না,
চিঠি দিলাম পত্র দিলাম মামা এলো না।​
অভাগিনির ভাগ্য আহা কত চমৎকার–
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।​
আরে ও ও ও আমার নাই কেহ নাই রে নাই–
আরে ও ও ও আমার নাই কেহ নাই রে নাই,
এখানে সেখানে কি যানি কোন খানে,
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই।​
এখানে সেখানে কি যানি কোন খানে,
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই।​
কপাল দোষে ছোট্ট কালে মরে গেলো মা,
গর্বে থাকতে মরলো পিতা চোখে দেখলাম না।
কপাল দোষে ছোট্ট কালে মরে গেলো মা,
গর্বে থাকতে মরলো পিতা চোখে দেখলাম না।​
এই দুঃখের কথা আমি বলবো কত আর–
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।​
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।​
 
শিল্পীঃ এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ ভাই বন্ধু
গীতিকারঃ গাজী মাজহারুল ইসলাম
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ দারাশিকো
শ্রেষ্ঠাংশেঃ ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, সুনেত্রা, তামারা
মুক্তির সালঃ ১৯৯০


ভেঙ্গেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ অজানা...


LjJuicU.jpg


ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা

উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
হঠাৎ এসে যদি বৈশাখি ঝড়
ভেঙে দেয় গানের আসর
ও কভু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
হঠাৎ এসে যদি বৈশাখি ঝড়
ভেঙে দেয় গানের আসর
ও কভু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
হে...আ....
তবে কি হৃদয়ের লেনা দেনা
কেউ তা মনে রাখে না
তবে কি হৃদয়ের লেনা দেনা
কেউ তা মনে রাখে না
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
ও নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
ও নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
হে...আ....
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না
ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
নিড়েরই ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানে না
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ যোগাযোগ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ মইনুল হোসেন
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শবনম, জাফর ইকবাল, চম্পা
মুক্তির সালঃ ১৯৮৮
ভালোবাসা ছিলো, এখনো আছে...


huWmpK1.jpg
 

Users who are viewing this thread

Back
Top