What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কুকুর তো আর জানে না ! (1 Viewer)

arn43

Co-Admin
Staff member
Co-Admin
Joined
Mar 2, 2018
Threads
1,615
Messages
121,990
Credits
324,673
DVD
Whiskey
SanDisk Sansa
SanDisk Sansa
Computer
Glasses sunglasses
কুকুর তো আর জানে না !


সেদিন ডাঃ জিসানের চেম্বারে অন্যান্য দিনের চাইতে ভীড় খুব কম ছিলো। এমনিতে সে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখে। সেদিন রোগীর চাপ কম থাকাতে সাতটা থেকেই ল্যাপটপ অন করে নির্জন মেলা ব্রাউজ করছিলো। আড্ডার ঘর তার প্রিয় সেকশন। ঐদিন আড্ডা দেয়ার সময় বেশ কিছু পুরাতন বন্ধু আড্ডা ঘরে এক্টিভ থাকায় তাদের সাথে ডাক্তার খুব চুটিয়ে আড্ডা মেরে যাচ্ছিলো। কোন ফাঁকে রাত দশটা বেজে গেছে সে নিজেই বলতে পারবে না। হঠাত ঘড়ির দিকে তাকিয়ে হুঁশ হলো...মনে মনে ভাবলো, আরে এখনই যদি বেরিয়ে না পড়ি তবে তো মিসেস বাড়িতে ঢুকতেই দিবে না। বান্ধবীদের সাথে আড্ডা মারছি বলে পুরাতন সেই খোঁচা আবারো মারতে শুরু করবে। ভাবতে ভাবতেই ল্যাপটপ গুছিয়ে বাসায় যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ল্যাপটপ ব্যাগে ভরে সব কিছু চেক করে বেরোতে যাবে ঠিক তখনি দৌড়ে এক রোগী ঢুকলো তার রুমে...
হাঁপাতে হাঁপাতে সেই রুগী বললো,
রোগীঃ ডাক্তার সাব, আমারে কুকুরে কামড়াইছে।
এমনিতেই বেরোতে দেরী হয়ে গেছে। তার উপর এভাবে হঠাত করে চেম্বারে রোগী ঢুকে পড়াতে জিসান খুবই বিরক্ত হয়ে বললো,
ডাঃ জিসানঃ আপনি কি জানেন না, আমার রোগী দেখার সময় বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ? এখন তো দশটার উপরে বাজতে চললো...
এটুকু শুনেই রোগী বলে উঠলো,
রোগীঃ স্যার, আমি জানি আপনি রাত আটটার পরে রোগী দেখেন না।
কিন্তু আমি জানলে কি হবে, কুকুর তো আর জানে না !!
 
Witty reply to the doctor

এই ডাক্তারের রসবোধ যে কতোটা প্রখর সে আপনি একবার সাক্ষাৎ করলেই বুঝবেন...
চমৎকার রিপ্লাইয়ের জন্য অনেক ধন্যবাদ, মামা !
 
Moja pailamna..karon doctor er kaj rugi dekha

দারুন জোক্স। মজা পেলাম

একজন মজা পেলেন না, আবার আরেকজন মজা পেলেন !
এতেই প্রমান হয়, মজা পাবার মতো মানসিকতা সবার সমান নয়।
যারা মজা নিতে জানে, তারা ঘটনার ভিতরে প্রবেশ করে। ঘটনার উপরে বা সার্ফেসে থেকে মজা নেয়াটা বেশ কঠিনই বলতে হবে।
রিপ্লাই করে যার যার অভিমত প্রকাশ করার জন্য দুজনকেই অনেক ধন্যবাদ !
 
কাশি প্র্যাকটিস


ক'দিন ধরেই পাখির কাশি হয়েছে। হতচ্ছড়া এই কাশি যেনো পাখিকে কোনো নিস্তারই দিচ্ছে না। যতোই কাশে কাশির দমক যেনো ততো বেড়ে যায়। গলার কাছে আটকে থাকা কফ চেস্টা করেও বের করতে পারে না। আর তারই প্রভাবে একের পর এক কাশি এসে হানা দ্যায়। কফটা যেনো সুপার গ্লু দিয়ে গলার সাথে আটকে দিয়েছে কেউ। আর কাশির সেকি শব্দ ! যেনো ফাটা ঢোল পিটাচ্ছে সেই সাথে কাসর...
অবস্থা বেগতিক দেখে পাখি ডাঃ জিসানের চেম্বারে এসে হাজির হলো। বেশ সময় নিয়ে কাশির ফাঁকে ফাঁকে জিসানকে ব্যাপারটা বুঝানোর চেস্টা করলো পাখি। কিন্তু কাশির দমকে বুঝাতে গিয়ে অবস্থা তার আরো সঙ্গীন হয়ে গেলো।
অবশেষে জিসান হাত তুলে পাখিকে থামিয়ে দিয়ে বললো,
ডাঃ জিসানঃ আর না বললেও চলবে। আমি বুঝতে পারছি আপনার কি সমস্যা হচ্ছে। আর কাশির যা শব্দ এতে করে বাকিটুকু বুঝতে আমার কোনো সমস্যা হচ্ছে না। ওষুধ লিখে দিচ্ছে, আজকে খেয়ে কালকে আবার এসে দেখিয়ে যাবেন।
এই বলে প্যাডে ওষুধের নাম লিখে পাখিকে ধরিয়ে দিলো।
পরদিন যথারীতি পাখি জিসানের চেম্বারে এসে হাজির... আজকে কাশির আওয়াজটা গতোকালকের থেকে বেশ ভালো। আওয়াজ শুনেই ডাঃ জিসান বললো,
ডাঃ জিসানঃ মনে হয় ওষুধটা কাজ করেছে। আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠেকছে।
পাখিঃ কাশির আওয়াজটা ভালো তো ঠেকবেই। কাল সারা রাত জেগে কাশির আওয়াজটা প্র্যাকটিস করেছি যে...
 
এটা চরম হইসে। ওষুধ আর লাগবো না।
 
এটা চরম হইসে। ওষুধ আর লাগবো না।

পাখি বলে কথা !
সে প্র্যাকটিস করে অনেক কিছুই সারিয়ে নিতে পারে...
রিপ্লাইয়ের জন্য অনেক ধন্যবাদ, মামা।
 
একটু অপেক্ষা করুন...


সেদিন ডাঃ জিসান চেম্বারে একা একা বসে সময় কাটাচ্ছিলো। রুগীর চাপ কম থাকায় পুরনো ম্যাগাজিন পড়ে সময় পার করছিলো। ডিউটি আরো আধা ঘন্টা আছে। এর আগে রুগী না থাকলেও সে চলে যেতে পারে না। এটা হাসপাতালের রুলস। তাছাড়া জিসান নিজেও ডিউটি আওয়ারে ব্যক্তিগত অন্য কাজ করতে পছন্দ করে না। সেজন্যই এই অলস সময়টা এভাবে পার করার প্রয়াস।
এই সময় জিসানের সিনিয়র ডাঃ মাসুদ ফোন করলেন। মিনিট বিশেকের জন্য তিনি ডাঃ জিসানকে তার চেম্বারে ডেকে পাঠালেন। বিশেষ কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যই জরুরীভাবে এই তলব। ফোন রেখে উঠতে যাবে ঠিক তখনি এক রোগীর আগমন।...
অগত্যা চেয়ারে বসে ডাঃ জিসান রোগিকে জিজ্ঞেস করলো,
জিসানঃ আপনার কি হয়েছে ?
রোগীঃ ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। আমি মনে হয় ১০ মিনিটের মাঝে মারা যাবো।
জিসান রোগীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো,
জিসানঃ একটু অপেক্ষা করুন, আমি বিশ মিনিটের মাঝে ফিরে আসছি...
 

Users who are viewing this thread

Back
Top