What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

ট্রেনে দুজন লােক মুখােমখি বসে আছেন। একজন আর এক জনকে —
প্রথম ভদ্রলােক — আচ্ছা মশাই বলুন তাে এল বি ডবলিউ মানে কি?
দ্বিতীয় ভদ্রলােক — এতাে সবাই জানে। আবার বলার কি আছে।
প্রথম ভদ্রলােক — বলুন না দেখি এর মানে কি?
দ্বিতীয় ভদ্রলােক — কেন, লেগ বিফোর উইকেট।
প্রথম ভদ্রলােক — ওতাে পুরানাে কথা। নতুন মানেটা বলুন দিকি।
দ্বিতীয় ভদ্রলােক — ল্যাজ বিফোর ওয়াইফ।
 
যােগেশ — হারে তাের বউ তাে সিঁথিতে সিঁদুর দেয় না কিছু বলতে পারিস না। সমাজ বলে তাে একটা কথা আছে?
মহিম — আমার স্ত্রী কিন্তু দারুণ যুক্তি দিয়েছে। বলেছে সধবার একাদশী করলেও পুণ্য নেই , না করলেও পাপ নেই। অতএব, সধবা স্ত্রীর মাথায়। সিঁদুর দিলেও সে সধবা, না দিলেও সে সধবা।
 
শিক্ষক — তাের ইতিহাস ছাড়া কি আর পড়া নেই?
ছাত্র — স্যার, ওটা আমার খুব প্রিয় বিষয়।
শিক্ষক — তাই?
ছাত্র — আসলে ইতিহাসে কত রাজা, কত সৈন্য, কত ঘােড়া, কত ধনসম্প দেখতে পাই। আর রাত্রে স্বপ্নে আমি সেখানেই চলে যাই। ভােরে মায়ের ডাকে যথারীতি বিছানায়।
 
ইনসপেক্টর — ইংরাজীতে বল তােমার বাবার নাম কি?
ছাত্র — মাই ফাদারস নেম ইজ অরেঞ্জ রেড গভর্নমেন্ট।
ইনসপেক্টর — বাংলায় বল।
ছাত্র — লেবুলাল সরকার।
 
ভােম্বলবাবুর বৃদ্ধ বয়সে বিয়ে করার ইচ্ছে। কাগজে বিজ্ঞাপন দিলেন— পাত্রী চাই-এর কলমে—“সুন্দরী গৃহকর্মনিপুণা, সঙ্গীতজ্ঞা, শিক্ষিতা পাত্রী কাম্য। কোনও দাবী নাই।” ভােম্বলবাবুর বয়সটাও উল্লেখ করলেন। কিন্তু চিঠি এলাে না।
এবার একটু বেকিয়ে দিলেন—পাত্রী চাই। পাত্রীকে স্মার্ট হতে হবে। ঘন ঘন বিউটি পার্লারে যাতায়াত চলবে। সারাদিন বাইরে কাটালেও আপত্তি নেই। ডিভাের্সি হলেও চলবে। ঘন ঘন ডিভাের্স করার ক্ষমতা যাদের আছে তাদের দাবী অগ্রগণ্যা।
ভােম্বলবাবু কয়েকদিন বাদে দেখলেন, একতাড়া চিঠি এসে হাজির।
 
রঞ্জনের সােনার আংটি চোরে চুরি করাতে আফশােষ। মন খারাপ। একজন বললাে, সােনার দাম কম হতেও চুরি? রঞ্জন বললাে, আসলে আংটির সঙ্গে পাথরও ছিল দামী।
শ্রোতা — আসলে চোরের হৃদয়েই রয়েছে বড় পাথর।
 
খরিদ্দার — ও দাদা, পেটের গন্ডগােলের ওষুধ আছে?
মুদি — না।
খরিদ্দার — উপায়?
মুদি — মাথার গন্ডগােলের ওষুধ আছে, পাশের দোকানে।
 
অভিতাভ — হারে সুশান্ত, তাের মিলির তাে বিয়ে হয়ে গেল।
সুশান্ত — জানি।
অভিতাভ — কার সঙ্গে?
সুশান্ত — যাকে দিয়ে চিঠি পাঠাতাম, তার সঙ্গেই।
 

Users who are viewing this thread

Back
Top