What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

অস্ট্রেলিয়া সফরে অজিত আগরকর ব্যাটে কিছুই সুবিধে করতে পারছেন না। সিডনি টেস্টে তিনি তখন ব্যাট করতে নামছেন হঠাৎ প্যাভিলিয়নের ফোন বেজে উঠল। ফোনটা অজিতেরই পরিচিত কারুর। ফোন ধরে কোচ কপিল বললেন 'ওকে তো এখন পাবেন না, ও এইমাত্র ব্যাট করতে নামল।
ফোনের ওপ্রান্ত থেকে জবাব এল, ঠিক আছে, তাহলে আমি বরং একটু ধরে থাকি।​
 
একটা ট্যাক্সি করে টেক্সাসের এক দাম্ভিক মার্কিন একবার লন্ডন শহরের দর্শনীয় স্থান দেখতে বেরােলেন।
এই বাড়িটি কী?
এটা টাওয়ার অফ লন্ডন স্যার।
এরকম একটা বাড়ি তৈরি করতে আমাদের দেশে বড়াে জোর দু সপ্তাহ লাগে।
কিছুক্ষণ, বাদে আবার।
এটা কোন বাড়ির পাশ দিয়ে এখন যাচ্ছি?
বাকিংহাম প্যালেস স্যার। এখানেই রানি থাকেন।
তাই? তুমি কী জানাে টেক্সাসে আমরা এই ধরনের বাড়ি বানাই এক সপ্তাহে? আরও কিছুক্ষণ বাদে। এবারে গাড়িটা ওয়েস্ট মিনিস্টার অ্যাব-এর পাশে।
এই যে শােনাে, এটা কী বলােতাে?
এবারে ড্রাইভারের চটজলদি উত্তর,
জানি না স্যার। আজ সকালেও তাে এটাকে এখানে দেখিনি।​
 
হলিউডি সিনেমার তখন খুব মন্দা বাজার। ভালাে ছবি হচ্ছে না বললেই চলে। সে সময়ের একটা হলে শাে চলছে। হঠাৎ সামনের সারিতে বসা এক ভদ্রলোক পিছন ঘুরে এক মহিলাকে বললেন, ম্যাডাম আমার টুপির জন্য কী আপনার অসুবিধা হচ্ছে? হলে বলুন আমি বরং টুপিটা খুলে রাখি।
ভদ্র মহিলা বললেন, না না কোনাে দরকার নেই। সিনেমাটার চেয়ে আপনার টুপিটাই বরং বেশি আকর্ষণীয়।​
 
এই শতকের কোনাে একটা সময়। হিলারি ক্লিনটন এখন স্বর্গে। তাঁর স্বামী প্রেসিডেন্ট বিল যদিও বেঁচে। একদিন হিলারি সেন্ট পিটারের সঙ্গে স্বর্গ পরিদর্শনে বের হলেন। হিলারি লক্ষ করলেন, একটা দেওয়ালের গায়ে সার সার কতগুলাে ঘড়ি আটকানাে আছে, যার একটার সঙ্গে আর-একটার সময়ের
কোনাে মিল নেই। এ কেমন অদ্ভুত ব্যাপার! হিলারি পিটারকে জিজ্ঞেস করলেন, 'ঘড়িগুলাে অমন কেন, স্বর্গের ঘড়ি বলে কথা, অথচ এ কী তামাশা?
উত্তরে পিটার বললেন, পৃথিবীর সব বিখ্যাত মানুষ পিছু স্বর্গে একটা করে ঘাড়ি আছে। একমাত্র মিথ্যে কথা বললে তবেই তাঁর ঘড়ি চলে। প্রতি মিথ্যেতে এক সেকেন্ড করে ঘড়ির কাঁটা নড়ে। পিটার এবার হিলারিকে দুটো বিশেষ ঘড়ি দেখালেনএকটি মাদার টেরেজার, অন্যটা আব্রাহাম লিংকনের।
টেরেজার ঘড়ি একটুও নড়েনি অর্থাৎ তিনি কদাচ মিথ্যে বলেননি। আর লিংকনেরটা নড়েছে মাত্র দুবার। এরপর স্বভাবতই হিলারি বিলের ঘড়িটি দেখার জন্য উদগ্রীব। বলেই ফেললেন সে কথা পিটারকে। উত্তরে পিটার বললেন, ওটা তাে এখানে নেই। হিলারি বললেন, তাে কোথায় ?' সঙ্কুচিত
পিটার জবাব দিলেন, 'ম্যাডাম, প্রভু যীশুর অফিসে বিল ক্লিনটনের ঘড়ির কাঁটাগুলােকে সিলিং ফ্যান হিসাবে ব্যবহার করা হয়।​
 
বিধান রায়ের মন্ত্রীসভার প্রত্যেক মন্ত্রীকে নিজস্ব গাড়ি দেওয়া হল। সঙ্গে এও বলা হল, যেন মন্ত্রীরা কেউ তাদের গাড়ির ভার পুরােপুরি ড্রাইভারদের
উপর ছেড়ে না দেন। এমনকী ছােটোখাটো পার্টস চেঞ্জ করাতেও তারা যেন নজর রাখেন। তাে, এক মন্ত্রীর কথা বলি। সেই মন্ত্রী দুপুরবেলা বাড়িতে খানিক বিশ্রামের পর কাজে বের হবেন, এমন সময় হঠাৎ শুনলেন বাইরে দাড়ানাে তার গাড়ি থেকে কীসের যেন শব্দ হল। আওয়াজ শুনে মন্ত্রীমশাই
তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, কী হল?
কীসের শব্দ পেলাম যেন! ড্রাইভার বলল, ও কিছু না স্যার। গিয়ার চেঞ্জ করছিলাম। মন্ত্রী তাই শুনে মহা ক্ষেপে গেলেন, বললেন, তােমায় বলেছি না আমায় না জিজ্ঞেস করে কোনাে কিছু চেঞ্জ করবে না।​
 
বেশ কয়েকটি মজার কৌতুক দিয়েছেন এ ধারা অব্যাহত থাকুক
 
thank you so much. please keep supporting me and all others of this forum
আপনার এবং এই ফোরাম এর সাথে থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব
 
শ্রদ্ধেয় Minni আপনার লেখার বিরতি এতো দীর্ঘ কেন জানাবেন
 

Users who are viewing this thread

Back
Top