What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (3 Viewers)

এক মেয়ে চাকরি করবে বলে একটি অফিসে গেলো-
ম্যানেজার : আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।
মেয়ে : আচ্ছা, আমি কাল আবার আসবো।

পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-
ম্যানেজার : একি আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!
মেয়ে : আজ ওজনটা আরেকবার মাপুন না!
ম্যানেজার : ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।
মেয়ে : জ্বি, দাঁড়ালাম।
ম্যানেজার : একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!
মেয়ে : ইয়ে মানে স্যার, আজ আমি মেকাপ করিনি তো তাই!
 
যে কারণে বড়লোকের বাড়িতে যাই না
প্রশ্ন: কী দেব বলেন—ফলের জুস, চা, কফি, সফট ড্রিংকস নাকি অন্য কিছু?
উত্তর: চা।
প্রশ্ন: সাধারণ, নাকি হারবাল? গ্রিন টি, নাকি আইস টি?
উত্তর: সাধারণ চা।
প্রশ্ন: লাল চা, নাকি দুধ চা?
উত্তর: দুধ চা।
প্রশ্ন: গরুর দুধ, ছাগলের দুধ, নাকি উটের দুধের?
উত্তর: গরুর দুধের।
প্রশ্ন: ঠান্ডা, নাকি গরম?
উত্তর: গরম।
প্রশ্ন: ফুলক্রিম, লো ফ্যাট, নাকি ফ্যাট ফ্রি?
উত্তর: উমমমম…তারচেয়ে বরং লাল চা-ই দিন।
প্রশ্ন: চিনি, নাকি মধু দেব?
উত্তর: চিনি দিন দয়া করে।
প্রশ্ন: ক্যান সুগার, নাকি বিট সুগার?
উত্তর: ক্যান সুগারই দিন।
প্রশ্ন: সাদা, বাদামি, নাকি হলুদ চিনি?
উত্তর: থাক ভাই, চা লাগবে না! আপনি আমাকে এক গেলাস পানি দিন!
প্রশ্ন: মিনারেল, নাকি নরমাল?
উত্তর: মিনারেল।
প্রশ্ন: ফ্লেভারড, নাকি নন ফ্লেভারড?
উত্তর: ভাই রে, অত কিছু বুঝি না! আপনি আমাকে নদীর পানিই দিন!
 
কনেপক্ষ: শুনলাম ছেলে না-কি নেশাপানি করে খুব?
ছেলের বাবা: তা একটু আধটু করে। আমার ছেলে স্বভাবে-আচরণে কিন্তু খুবই ভালো। মিথ্যা বলবো না আপনাদের। ও আজকাল একটু বেশিই খায়। প্রতিদিন তিন-চার পেগ। তবে রাতের বেলায়...
মেয়ের বাবা: এই বিয়ে পাক্কা। ছেলে পছন্দ হয়েছে আমাদের। বোঝা যাচ্ছে, কামাই-রোজগার বেশ ভালোই ছেলের...
 
স্ত্রী: তোমাকে একটা কথা জানাতে চাই।
স্বামী: বলো।
স্ত্রী: তুমি আবার রাগ করো না যেন।
স্বামী: বলো না, কী এমন কথা!
স্ত্রী: তোমার এক বন্ধু আমার খুব প্রশংসা করে। বলে, ‘ভাবি, আপনি যা সুন্দরী না’।
স্বামী: বুঝেছি, ও তো পিয়াল।
স্ত্রী: তুমি চিনলে কীভাবে?
স্বামী: ও তো ভাঙ্গারি ব্যবসায়ী! পুরোনো-বাতিল সব জিনিসই ওর কাছে ভালো!
 
চিকিৎসক: আপনার স্বামীর দরকার টানা বিশ্রাম আর শান্তিপূর্ণ পরিবেশ। তাহলেই তিনি আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
রোগীর স্ত্রী: ডাক্তার সাহেব কোনো ওষুধ দিলেন না!
চিকিৎসক: এই নেন, কয়েক পাতা ঘুমের ওষুধ দিলাম!
রোগীর স্ত্রী: কখন কটা করে খাওয়াতে হবে ওকে?
চিকিৎসক: ওষুধগুলো আপনার জন্য!
 
শিক্ষক: পিন্টু বলো তো পোস্ট মাস্টার কাকে বলে?
পিন্টু: স্যার, আগের দিনে এলাকার পোস্ট অফিসের প্রধানকে পোস্ট মাস্টার বলা হতো।
শিক্ষক: আর এখন কী বলা হয়?
পিন্টু: এখন ফেসবুক-টুইটারে যারা পোস্ট দিতে ওস্তাদ, তাদের পোস্ট মাস্টার বলা হয়...
 
সেন্টু তার ঘনিষ্ঠ বন্ধুর বোনকে বিয়ে করেছিল। কিছুদিন পর সেই বন্ধুও প্রেম করে বিয়ে করতে গেল। বিষয়টি সেন্টুর স্ত্রীকে খুব কষ্টে ফেলে দিলো।
স্ত্রী: শুনছো! তোমার বন্ধু মানে আমার বড় ভাই তো এক পাগলীকে বিয়ে করতে যাচ্ছে!
সেন্টু: করুক।
স্ত্রী: শুনলাম মেয়েটা ঝগড়াটে, তর্ক না করে থাকতে পারে না!
সেন্টু: খারাপ কী, যেমন কর্ম তেমন ফল!
স্ত্রী: তোমার বন্ধু একটা পাগলী আর ঝগড়াটে মেয়েকে বিয়ে করতে যাচ্ছে জেনেও তুমি কিছু বলবে না!
সেন্টু: তোমার ভাই আমাকে থামিয়েছিল?
 
স্ত্রী: বলো তো আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: অনেক সুন্দর লাগছে!
স্ত্রী: এভাবে না, ঠিক কতটুকু সুন্দর লাগছে বলো...
স্বামী: বিউটিফুল, একদম যেন পরী! এত বেশি ভালো দেখাচ্ছে যে, মন চাইতেছে আরেকটা নিয়া আসি!
 
স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-সদকা করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়...
 
গ্রাম থেকে আসা সহজ-সরল লালু মিয়া ওষুধের দোকানে সেলসম্যানের চাকরি নিলো। তার কাছে এলো মহল্লার উঠতি রংবাজ। একটি কাশির সিরাপ কেনার পর লালুকে বলছে-
রংবাজ: এবার চিনি দাও।
লালু: এখানে চিনি পাওয়া যায় না, স্যার।
রংবাজ: আমারে বোকা পাইছস? আমি শিক্ষিত মানুষ। প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা আছে ‘সুগার ফ্রি’! দে, ফ্রি চিনি দে এখনই...
 

Users who are viewing this thread

Back
Top