What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (3 Viewers)

বাসর রাতের পরদিন সকালে নতুন বউ যখন জামাইকে দেখে-
বউঃ ধুর, এটা এখন কেমন যেন লাগতেছে৷ এর আগে অন্য আরেকটা ছেলে যেটা দেখছিলাম ঐটাই মেবি ভালো ছিলো।
 
যখন ক্রাশ বলে, এই রিলেশন কখনোই টিকবে না।
আমিঃ আপা একবার ট্রাই করেই দেখেন৷ লাইফটাইম গ্যারান্টি। রিলেশনের কিছু হলে জুতা আপনার গাল আমার।
 
যখন প্রেমিকার বাবা চৌধুরী সাহেব ৫ লাখ টাকায় মেয়ের ভালোবাসা কিনে নেয়-
প্রেমিক- আমার খরচ এর চাইতে বেশি হইছে। আপনাকে একেবারে লসে দিয়ে দিলাম।
 
যখন জমজ বোনের একটা ফর্সা একটা শ্যামলা। আর বিসিএস ক্যাডার ছেলে শ্যামলাটাকে দেখে অপছন্দ করে-
মেয়ের মাঃ সাইজ পছন্দ করেন, কালার আছে!
 
বুয়েটের ভাইয়া মেয়ে চিকণ বলে যখন মেয়েকে রিজেক্ট করে দেয়-
মেয়েঃ ট্রাই করে দেখেন, এটা ফ্রি সাইজ। ভেতরে স্পেস আছে, হয়ে যাবে।
 
প্রেমিকা : জান তুমি সাঁতার কাটতে পারো?
প্রেমিক : না, পারি না।
প্রেমিকা : ছি ছি ছি, একটা কুকুরও তো সাঁতার পারে!
প্রেমিক : জান তুমি সাঁতার পারো?
প্রেমিকা : হ্যাঁ পারি।
প্রেমিক : তাহলে তোমার আর কুকুরের মধ্যে তো কোনো পার্থক্য নাই।
 
নোয়াখালী বিমানবন্দরে একদিন!
🙃

......

নোয়াখালী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে পাইলটদের ভবিষ্যৎ কথোপকথন!
পাইলট- জি ৫০৭: আমরা অবতরণের জন্য অনুমতি চাচ্ছি!
নোয়াখাইল্যা এটিসি: ওমাগো! আন্নেরা চলি আইছেন নি ক্যান? এক্কানা খাঁড়ান! রানওয়ে হরিষ্কার করি লই!
(এরই ‌কেরামত, বিমান চলি আইছে....বাতেনের মারে যাই ক চাই হেতির গরুডারে বাইত লই যাইতো, হেতি গরু রানওয়েতে বান্দি কুনায় গেছে? বেয়াক্কল মাইয়া হোলা)

পাইলট- ডি ৪২০: আমরা অবতরণ করতে চাচ্ছি!
নোয়াখাইল্যা এটিসি: মামুর বাড়ির আবদার নি ক্যান? আগে জি-৫০৭ নাইমব ইয়ার হরেদি তোরা "৪২০" নাইমবি! জি আগে আঁইছে! তোরা ওগ্যা চক্কর মারি আয়!

পাইলট- ‌জি ৫০৭ : রানওয়ে কী ক্লিয়ার হয়েছে?
নোয়াখাইল্যা এটিসি: টেনশন লইয়েন ন, বাতেনের মা গরু লই গেলেই আন্নেরা নাইমতে হাইরবেন!
(স্যার বাতেনের মা গরু লই চলি গেছে! হেতাগো নাইমতে কন)

নোয়াখাইল্যা এটিসি: এরই আন্নেরা এক এক করি চলি আসেন! কোন কাবযাব করিয়েন ন! রানওয়ে হরিষ্কার করি দিছি! হয়লা জি ৫০৭ নাইমবো!...তারহর ডি ৪২০

পাইলট- জি ৫০৭ : রানওয়ের কোনদিক দিয়ে নামবো?
নোয়াখাইল্যা এটিসি: জলিলের মার নাইরকল গাছের উফর দি নামেন! সাবধান, নাইরকল গাছে ঢুস মারিয়েন ন! হেতির কচি কচি ডাবগুলা হরি যাইতো হারে! ওগ্যা ডাব হইরলে জলিলের মা অক্করে খাই দিব!
পাইলট- ডি ৪২০: আমরা চক্কর খেয়ে আসছি। কোনদিক দিয়ে নামবো?
নোয়াখাইল্যা এটিসি: আন্নেরা আবার হিছ কিনার দি এক্কানা ঘুরি আইয়েন! অওন "‌৫০৭" নামের এর হ‌রে দি আন্নেরা নাইম‌ব্বেন

(রানওয়েতে ফুচুৎ করে একটা শব্দ হয় )

পাইলট- জি ৫০৭ : একটা দুর্ঘটনা ঘটে গেছে! রানওয়েতে একটা ছাগল ছিলো! বিমানের ধাক্কা লেগে কোরবান হয়ে গেছে!
নোয়াখাইল্যা এটিসি: কোন কাল‌রের বকরি মাইচ্ছেন?
পাইলট- জি ৫০৭ : সাদা কালার!

নোয়াখাইল্যা এটিসি: ওরে হুমন্দির পুত তোরা কইচ্ছত কী? আর বকরি মারি ফালাইছস! ও মনুর মা, হিছাগা লই আও চাই আইজ্জা জাইরগা গুনডি‌রে হিছা দি হিডাই মা‌রিয়া লাইয়ুম

পাইলট- ডি ৪২০: আমরা হিছ কিনার দিয়ে ঘুরে আসছি! এখন কী নামতে পারবো?
নোয়াখাইল্যা এটিসি: আঁর বকরি মরি গেছে! হ্যারলাই রানওয়ে আইজ বন্ধ করি দিছি! তোরা হিরি যা!!আর জীবনেও ইয়ানো আইতি ন....
(স্যার, ‌জি ৫০৭ এর দুই ডেরাইবররে নাইরকল গাছের লগে বান্ধি ফালাইছি! আন্নে হিছা লই জলদি আইয়েন!
 
বসঃ যেদিন
থেকে আমি তোকে চাকরি থেকে
বরখাস্ত করেছি,
সেদিন থেকে প্রতিদিন তুই আমার
বাড়ির
সামনে পায়খানা করিস! কারন কি?
তোকে পুলিশে দেয়া উচিত!
.
.
.
.
.
.
.
বল্টুঃ স্যার, আমি শুধু আপনাকে এতটুকু
মনে করিয়ে দিতে চাই
যে, বরখাস্ত করেছেন
বলে আমি না খেয়ে মরে যাইনি!!!
 
এক তরুণী চাকরিজীবী, রোজ অফিসে বেশ
দেরি করে আসেন। অফিসের বস, এই
ঘটনা জেনে অনেক বার ওই তরুণীকে শাসিয়েছেন। অথচ, আজও সে দু’ঘণ্টা দেরি করে অফিসে এসেছে!

বসঃ আচ্ছা, আজও দেরি হল কেন?

তরুণীঃ কি করব স্যার, রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল!

বসঃ বলে কী! তাহলে তো দ্রুত হেঁটে আরও এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা, দেরি হল কেন?

তরুণীঃ আর বলবেন না, ছেলেটা এত
আস্তে হাঁটে!
 
বিচারক : আপনি বলেছেন- আপনার বন্ধুর সঙ্গে অবৈধ প্রণয় চলছিল বলে বউকে খুন করেছেন। কিন্তু আপনি আপনার বন্ধুকে খুন না করে বউকে খুন করলেন কেন?
আসামি : হুজুর আমার অনেক বন্ধু। সপ্তায় একজন করে বন্ধুকে মারার চেয়ে বউকে মারাই সহজ মনে হল তাই।
 

Users who are viewing this thread

Back
Top