What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দ্বীন প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা (3 Viewers)

কোরআনের ব্যাখ্যা হল হাদিস। হাদিস কোনো গল্প এর বই নয় যেখানে সাহাবীদের জীবনের গল্প লেখা থাকবে।

এটি আপনি ঠিক বলেছেন। হাদিস হলো ক্বোরআনের ব্যাখ্যা। আর যে কারনেই হাদিস মানা মানেই হলো ক্বোরআন মানা। আর নবী (সাঃ) এই কথাটিই বিদায় হজ্বের ভাষনে বলে দিয়ে গেছেন।
সহাবীদের জীবনী পড়ে জীবন গড়া কোনো খারাপ কিছু নয়। তবে খেয়াল রাখতে হবে সে সব জিবনীতে যেনো এমন কোনো কিছুর উদ্ভব না ঘটে যা সাহাবাদের জীবনে ঘটে নাই।
 
প্রত্যেক সাহাবীদের আলাদা আলাদা মর্তবা আছে । যেমন হযরত আলী রাঃ আনহুকে শেরে খোদা বলা হত এ আবু বক্কর রাযিয়াল্লাহু আনহু কে আমিনুল মোমেনিন বলা হতো। এসব মর্তবা স্বয়ং আল্লাহ প্রদত্ত কোনো মানুষের দিয়ে টাইটেল নয়।

আপনার এই কথাটিও সম্পূর্ণ ভুল। উপ্রোক্ত দুটি টাইটেল আল্লাহ প্রদত্ত নয়। এই মর্মে আপনি কোনো দলিল উপস্থাপন করতে পারবেন না। তাই, ভবিষ্যতে এমন কোনো উক্তি করা ঠিক হবে না যেটির পক্ষে কোনো সঠিক দলিল নেই।
 
আপনার এই কথাটিও সম্পূর্ণ ভুল। উপ্রোক্ত দুটি টাইটেল আল্লাহ প্রদত্ত নয়। এই মর্মে আপনি কোনো দলিল উপস্থাপন করতে পারবেন না। তাই, ভবিষ্যতে এমন কোনো উক্তি করা ঠিক হবে না যেটির পক্ষে কোনো সঠিক দলিল নেই।
জনাব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম আবু হুরায়রা বিড়ালের পিতা ছিল না। একদিন নবী সাঃ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে
কিছু বিড়ালকে আদর করতে দেখি উনার নাম দেন আবু হুরাইরা বা বিড়ালের পিতা।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং তিনি শুধু আল্লাহর জন্য যুদ্ধ করতেন ।এজন্যই ওনাকে শেরে খোদা বা আল্লাহর বাঘ বলা হয়। এসব title কে দিল কিভাবে পেল সেটা ইম্পর্টেন্ট নয় important হচ্ছে তারা নিজ যোগ্যতায় এসব টাইটেল অর্জন করেছেন। সাহাবীদের যোগ্যতা নিয়ে আপনার মনে কি কোন সন্দেহ আছে? তারা ছিলেন আল্লাহ নবীর জন্য নিবেদিত প্রাণ আর এসব টাইটেল তারা আল্লাহ ও তাঁর নবীর জন্য কাজ করে পেয়েছেন। কোনো ব্যক্তিগত কাজ করে তারা এসব title পাননি ।
এসব ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করে কেন সময় নষ্ট করছেন আপনি?
 
আর আপনি দু'চারটে হাদিস বই পড়ে গর্ব করছেন।

আপনার কোথাও ভুল হচ্ছে, মামা। আমি গর্ব করিনি। আমি আপনার মতো কোনো আলেমও নই। যারা হাদিস শাস্ত্রে পন্ডিত হতে চান, তারা নিশ্চয় আপনার দেয়া পদ্ধতি অনুসরণ করেই পান্ডিত্য অর্জন করবেন এটাই স্বাভাবিক। আমি দুঃখিত,মামা আপনার বুঝতে কোথাও ভুল হয়েছে...
 
একটি বাংলা প্রবাদ আছে "অল্প বিদ্যা ভয়ংকর"। তাই আমাদের উচিত হবে না এই ভয়ঙ্কর কাজটি করা।

নিশ্চয়ই, মামা। এটা করা কোনভাবেই আমাদের কারো ঠিক হবে না। তবে আপনি যা জানেন তা জানিয়ে দেয়াও কিন্তু আপনার দায়ীত্বের উপরই পড়ে...
 
জনাব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম আবু হুরায়রা বিড়ালের পিতা ছিল না। একদিন নবী সাঃ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে
কিছু বিড়ালকে আদর করতে দেখি উনার নাম দেন আবু হুরাইরা বা বিড়ালের পিতা।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং তিনি শুধু আল্লাহর জন্য যুদ্ধ করতেন ।এজন্যই ওনাকে শেরে খোদা বা আল্লাহর বাঘ বলা হয়। এসব title কে দিল কিভাবে পেল সেটা ইম্পর্টেন্ট নয় important হচ্ছে তারা নিজ যোগ্যতায় এসব টাইটেল অর্জন করেছেন। সাহাবীদের যোগ্যতা নিয়ে আপনার মনে কি কোন সন্দেহ আছে? তারা ছিলেন আল্লাহ নবীর জন্য নিবেদিত প্রাণ আর এসব টাইটেল তারা আল্লাহ ও তাঁর নবীর জন্য কাজ করে পেয়েছেন। কোনো ব্যক্তিগত কাজ করে তারা এসব title পাননি ।
এসব ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করে কেন সময় নষ্ট করছেন আপনি?

আপনার এবারের কথাটা কিছুটা ঠিক আছে। বিভিন্ন কারনে বিভিন্ন লোক টাইটেল পেতেই পারেন। তাই বলে আলী (রাঃ) এবং আবু বকর (রাঃ) এর টাইটেল আল্লাহ দিয়েছেন আপনার এই কথাটা ভুল ছিলো...
 
আপনার এবারের কথাটা কিছুটা ঠিক আছে। বিভিন্ন কারনে বিভিন্ন লোক টাইটেল পেতেই পারেন। তাই বলে আলী (রাঃ) এবং আবু বকর (রাঃ) এর টাইটেল আল্লাহ দিয়েছেন আপনার এই কথাটা ভুল ছিলো...
জনাব,হযরত আবু বক্কর রাযিআল্লাহু আনহু থেকে হযরত আলী রাযিআল্লাহু আনহু সহ সকল সাহাবীগনের নিজের কাজ বলে কিছু ছিল না। তারা যা করত সবই আল্লাহু এবং তাঁর রাসূলের নির্দেশে করতেন ।এখন যদি উনারা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশের কাজ করতে গিয়ে কোনো title পেয়ে থাকেন তবে সেটা আল্লাহর দেয়া টাইটেল না মানুষের দেয়া টাইটেল এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
 
জনাব,হযরত আবু বক্কর রাযিআল্লাহু আনহু থেকে হযরত আলী রাযিআল্লাহু আনহু সহ সকল সাহাবীগনের নিজের কাজ বলে কিছু ছিল না। তারা যা করত সবই আল্লাহু এবং তাঁর রাসূলের নির্দেশে করতেন ।এখন যদি উনারা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশের কাজ করতে গিয়ে কোনো title পেয়ে থাকেন তবে সেটা আল্লাহর দেয়া টাইটেল না মানুষের দেয়া টাইটেল এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।

চমৎকার যুক্তি...
ধন্যবাদ !
 
Muslim youth is going away from religion

মুসলিম যুব সমাজ ধর্মের পথ থেকে দূরে সরে যাবার পিছনে অনেক কারন আছে।
তার মধ্যে অন্যতম কারন হলো সুশিক্ষার অভাব। একজন মানুষ যখন সে কিছুই বুঝে না তখন থেকেই যদি তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায় তখন সে সহজে বিপথে যাবার কথা নয়। সে কারনেই এখানে সু-শিক্ষার বড় একটা ভুমিকা আছে বলে আমি মনে করি...
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
 

Users who are viewing this thread

Back
Top