What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

চলুন জানি কিছু অজানা অপারেটিং সিস্টেম সম্বন্ধে। Linux as an Operating System (1 Viewer)

পুরোটা পড়লাম। অনেক অজানা তথ্য জানলাম।

বেশ ভালো লাগলো মামা। এভাবেই চালিয়ে যান।
 
@dukhopakhi মামা একটি প্রশ্ন করেছেন Linux , Windows দারা চালিত কম্পিউটারে চলবে কি না?

আগেই বলেছি লিনাক্স যে কোন ধরনের কম্পিউটারে চলতে সক্ষম, কিন্তু প্রথমেই বলি Linux কিন্তু
কোন Software না, এটি নিজেই স্বয়ং সম্পূর্ণ Operating System, সকল দিকেই Windows এর সমকক্ষ

ও অনেক ক্ষেত্রে Windows থেকে বহু গুনে উন্নত।

যারা Windows OS ব্যবহার করে আসছেন তারা সবাই জানেন
১- প্রথমে একটি কম্পিউটারে Windows Install করতে হয়।
২. তারপর দ্বিতীয় কাজ Display Driver, Audio Driver, Lan Card Driver, and WiFi Driver এগুল ইন্সটল করতে হয়, নয়ত উইন্ডোজ অচল।
৩. তারপর আসে পছন্দের সফটওয়্যার ইন্সটল করা যেমন Firefox, Google Chrome, VLC Player, Adobe Reader, Microsoft Word, Excel ও আরও অনেক।
৪. তারপর দেখতে হয় কিছু ভুলে গেলাম কিনা যা আমার প্রতিদিন প্রয়োজন পরবে।
৫. ভুললে চলবে কেন, এবার একটা করা দেখে Anti Virus ইন্সটল করা, নাহলে কিছুদিনেই উইন্ডোজ শেষ, আবার নতুন করে ইন্সটল করা।
একটি কম্পিউটারকে চলার উপযোগী করতে ১.৫ থেকে ২ ঘণ্টা সময় লাগে। ( আমি জানি কারন এটি আমাকে নিত্যদিন করতে হয় কারন এটি আমার পেশা)

এবার আসি লিনাক্স, যেকোনো সাধারন লিনাক্স ১৫ মিনিটে একটি কম্পিউটার কে ব্যবহার উপযোগী করতে পারে, কারন।
একটি Linux Installation এ আপনি পাবেন, অপারেটিং সিস্টেম এর সাথে Preloaded পাবেন Firefox Browser, Libre Office Full Pacage,
Music Player, VLC Media Player, PDF Reader, Image Viewer, Gimp image editor, ও বিশেষ করে সব ধরনের Driver Preloaded,
অর্থাৎ লিনাক্স ইন্সটল করুন আর ব্যবহার করা সুরু করুন, আর যদি আপনার আরও কিছু সফটওয়্যারের প্রয়োজন হয় চিন্তা নেই, সুধু
ইন্টারনেট এর সাথে যুক্ত হন ও Packge Manager/ Web Store থেকে কয়েকটি ক্লিক করে ইন্সটল করে নিন।



বর্তমান সময়ে Windows 10 DVD 4.5 GB সাইজ হল এর Installation Media,
ইন্সটল করার পর এটি হার্ড ডিস্কে প্রায় ২০ GB যায়গা নেয়, আর সমস্ত প্রয়োজনীয় সফটওয়্যার লোড করার পর তা প্রায় ৩০ GB গিয়ে পৌছায়।
উইন্ডোজ ১০ ঠিক ঠাক চলার জন্য প্রায় 4GB RAM আবশ্যক, প্রসেসর চাই সময় উপযোগী।


একটি সাধারন Linux ISO ফাইল ১.৩ থেকে ২.০ GB অবধি হতে পারে, যেখানে আপনার OS, Driver, Office Suite and Software Included.
ইন্সটল হবার পর ৫ GB মত যায়গা নেয়। নতুন ভারসন গুলি ২GB RAM ব্যবহার করার পরামর্ষ দেয় কিন্তু ৫১২MB RAM এ চলার মত লিনাক্স
আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এটি Intel/ AMD এমনকি ARM বেস CPU তে অনায়াসেই চলতে পারে। আপনি যে কোন ধরনের , যেকোনো
সময়ের পিসি, ল্যাপটপ, ডেস্ক টপ কম্পিউটারে লিনাক্স চালাতেই পারেন, বিশেষ কোন প্রতিবন্ধকতা এখানে নেই।

আর হ্যাঁ, ওপরে অনেকগুলি লিনাক্স এর কথা বললাম, সেগুলি ছারাও অনেক লিনাক্স এখানে বলি নি। তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন?
তার জন্য আপনার পিসির Hardware এক নজরে দেখে নিন আর দেখুন কোন ধরনের Style আপনার পছন্দ, ব্যাস, বাকি সব ধরনের কাজ সব
লিনাক্স এ প্রায় এক। সুতরাং কোন চিন্তা নেই।

যেমন আপনার পিসি যদি আধুনিক কালের হয় আপনি যে কোন লিনাক্স ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনার পিসি ৬-৭ বছর পুরান
হয়ে থাকে তবে MX Linux, AntX, এই ধরনের লিনাক্স ব্যবহার করতে পারেন, যদি আরও পুরান হয় তবে Puppy Linux বা Tiny Core লিনাক্স
ব্যবহার করতে পারেন।

যদি আপনি চান পুরাতন Windows এর সাথে মিল রেখেই কাজ করবেন তবে Manjaro বা Linux Mint ব্যবহার করতে পারেন, যদি আপনার
Apple Mac OS পছন্দ হয় আপনি নির্দ্বিধায় Elementary OS ব্যবহার করুন। POP OS খুবি সহজ সরল লিনাক্স। আপনি যদি চান সবাইকে

চমকে দেবেন তাহলে Zorin OS/ Arch OS ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ আপনার পছন্দ ও স্বাধীনতা বিদ্যমান।
 
খুবি দুক্ষিত মামা, সবচে মজার কথা বলতেই ভুলে গেছি।
আসলে লিনাক্স কি বা কেমন সেটি আপনার কম্পিউটারে ইন্সটল না করে তার সম্পূর্ণ মজা আপনি নিতেই পারেন।
যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার যে উইন্ডোজ চলছে তার কোন পরিবর্তন না করে বা আপনার বহুমূল্য

ডাটা কোন ক্ষতি না করে একবার আপনি একটু ছেখে দেখতেই পারেন, বা একটু মজা নিতেই পারেন।

কিকরে নেবেন চলুন দেখি।

আপনাদের একটু যথা সাধারনের মধ্যেও নতুন কিছু দেখার জন্য আমার পছন্দের একটি লিনাক্স আপনারা একবার দেখতে পারেন

কি কি লাগবে?

১. Linux ISO. আমার পছন্দ এখানে Manjaro Xfce. Download Here.
২. একটি USB Drive 4GB বা তার বেসি। ( Format হয়ে যাবে, তাই কোন প্রয়োজনীয় ডাটা রাখবেন না)
৩. RUFUS for Windows software ( Only 3Mb aprox)
8. যে কোন পিসি ল্যাপটপ। ( সুধু মাত্র Boot from USB Support থাকতে হবে)


প্রথমে লিনাক্স ISo ডাউনলোড করে কম্পিউটারে সেভ করে নিন। তারপর ডাউনলোড করুন RUFUS.
এবার আপনার পেন ড্রাইভ আপনার পিসি তে কানেক্ট করুন।
Rufus App টি ওপেন করুন।
Rufus.png



Rufusc41b0804a4377d28.png


১ নম্বরে লিস্ট এ ক্লিক করে আপনার USB ড্রাইভ অ্যাড করুন।
২. এবার ২ নম্বরে Select button ক্লিক করুন, একটি Explorer উইন্ডোজ খুলবে, এখানে আপনি ব্রউস করে
ISO যেটি ডাউনলোড করেছেন সেটি সিলেক্ট করে নিন।
৩. এখানে ছবিতে যা আছে তাই সেটিং রাখবেন, Partition Scheme রাখবেন MBR কখনই GPT নয়।
দেখবেন দিতিও অপশনটি নিজেই BIOS or UEFi হয়ে যাবে।
৪. এটি আপনার বেক্তিগত পছন্দ, এটি USB ড্রাইভ এর নাম, নাও পরিবর্তন করতে পারেন।

৫. সব কিছু একবার চেক করে এবার Start e Click করুন। ৫-১০ মিনিট সময় লাগতে পারে, একটু অপেক্ষা করুন।
Status Ready হলে Close করে এবার software টি বন্ধ করে দিন।


আপনার Linux USB ready to RUN.
 
@dukhopakhi মামা একটি প্রশ্ন করেছেন Linux , Windows দারা চালিত কম্পিউটারে চলবে কি না?

আগেই বলেছি লিনাক্স যে কোন ধরনের কম্পিউটারে চলতে সক্ষম, কিন্তু প্রথমেই বলি Linux কিন্তু
কোন Software না, এটি নিজেই স্বয়ং সম্পূর্ণ Operating System, সকল দিকেই Windows এর সমকক্ষ

ও অনেক ক্ষেত্রে Windows থেকে বহু গুনে উন্নত।

যারা Windows OS ব্যবহার করে আসছেন তারা সবাই জানেন
১- প্রথমে একটি কম্পিউটারে Windows Install করতে হয়।
২. তারপর দ্বিতীয় কাজ Display Driver, Audio Driver, Lan Card Driver, and WiFi Driver এগুল ইন্সটল করতে হয়, নয়ত উইন্ডোজ অচল।
৩. তারপর আসে পছন্দের সফটওয়্যার ইন্সটল করা যেমন Firefox, Google Chrome, VLC Player, Adobe Reader, Microsoft Word, Excel ও আরও অনেক।
৪. তারপর দেখতে হয় কিছু ভুলে গেলাম কিনা যা আমার প্রতিদিন প্রয়োজন পরবে।
৫. ভুললে চলবে কেন, এবার একটা করা দেখে Anti Virus ইন্সটল করা, নাহলে কিছুদিনেই উইন্ডোজ শেষ, আবার নতুন করে ইন্সটল করা।
একটি কম্পিউটারকে চলার উপযোগী করতে ১.৫ থেকে ২ ঘণ্টা সময় লাগে। ( আমি জানি কারন এটি আমাকে নিত্যদিন করতে হয় কারন এটি আমার পেশা)

এবার আসি লিনাক্স, যেকোনো সাধারন লিনাক্স ১৫ মিনিটে একটি কম্পিউটার কে ব্যবহার উপযোগী করতে পারে, কারন।
একটি Linux Installation এ আপনি পাবেন, অপারেটিং সিস্টেম এর সাথে Preloaded পাবেন Firefox Browser, Libre Office Full Pacage,
Music Player, VLC Media Player, PDF Reader, Image Viewer, Gimp image editor, ও বিশেষ করে সব ধরনের Driver Preloaded,
অর্থাৎ লিনাক্স ইন্সটল করুন আর ব্যবহার করা সুরু করুন, আর যদি আপনার আরও কিছু সফটওয়্যারের প্রয়োজন হয় চিন্তা নেই, সুধু
ইন্টারনেট এর সাথে যুক্ত হন ও Packge Manager/ Web Store থেকে কয়েকটি ক্লিক করে ইন্সটল করে নিন।



বর্তমান সময়ে Windows 10 DVD 4.5 GB সাইজ হল এর Installation Media,
ইন্সটল করার পর এটি হার্ড ডিস্কে প্রায় ২০ GB যায়গা নেয়, আর সমস্ত প্রয়োজনীয় সফটওয়্যার লোড করার পর তা প্রায় ৩০ GB গিয়ে পৌছায়।
উইন্ডোজ ১০ ঠিক ঠাক চলার জন্য প্রায় 4GB RAM আবশ্যক, প্রসেসর চাই সময় উপযোগী।


একটি সাধারন Linux ISO ফাইল ১.৩ থেকে ২.০ GB অবধি হতে পারে, যেখানে আপনার OS, Driver, Office Suite and Software Included.
ইন্সটল হবার পর ৫ GB মত যায়গা নেয়। নতুন ভারসন গুলি ২GB RAM ব্যবহার করার পরামর্ষ দেয় কিন্তু ৫১২MB RAM এ চলার মত লিনাক্স
আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এটি Intel/ AMD এমনকি ARM বেস CPU তে অনায়াসেই চলতে পারে। আপনি যে কোন ধরনের , যেকোনো
সময়ের পিসি, ল্যাপটপ, ডেস্ক টপ কম্পিউটারে লিনাক্স চালাতেই পারেন, বিশেষ কোন প্রতিবন্ধকতা এখানে নেই।

আর হ্যাঁ, ওপরে অনেকগুলি লিনাক্স এর কথা বললাম, সেগুলি ছারাও অনেক লিনাক্স এখানে বলি নি। তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন?
তার জন্য আপনার পিসির Hardware এক নজরে দেখে নিন আর দেখুন কোন ধরনের Style আপনার পছন্দ, ব্যাস, বাকি সব ধরনের কাজ সব
লিনাক্স এ প্রায় এক। সুতরাং কোন চিন্তা নেই।

যেমন আপনার পিসি যদি আধুনিক কালের হয় আপনি যে কোন লিনাক্স ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনার পিসি ৬-৭ বছর পুরান
হয়ে থাকে তবে MX Linux, AntX, এই ধরনের লিনাক্স ব্যবহার করতে পারেন, যদি আরও পুরান হয় তবে Puppy Linux বা Tiny Core লিনাক্স
ব্যবহার করতে পারেন।

যদি আপনি চান পুরাতন Windows এর সাথে মিল রেখেই কাজ করবেন তবে Manjaro বা Linux Mint ব্যবহার করতে পারেন, যদি আপনার
Apple Mac OS পছন্দ হয় আপনি নির্দ্বিধায় Elementary OS ব্যবহার করুন। POP OS খুবি সহজ সরল লিনাক্স। আপনি যদি চান সবাইকে

চমকে দেবেন তাহলে Zorin OS/ Arch OS ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ আপনার পছন্দ ও স্বাধীনতা বিদ্যমান।
মামা, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে, এই অপারেটিং সিস্টেমে ধরেন আমি ওয়ার্ড এর কটা ফাইল বানালাম, সেটা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে তাতে ওপেন হবে? এবং এমন আরো যে ফাইলগুলো আমি লিনাক্স এ বানাবো সেগুল
 
সবচে কঠিন হল এবার USB থেকে বুট করা।
যদি আপনি HP Laptop বা Desktop ব্যবহার করেন তাহলে এটি অন্নদের থেকে সোজা

পিসি পুরো Power of করে দিন
পেন ড্রাইভ টি কোন একটি USB port এ লাগিয়ে কম্পিউটার Power On করুন, এবং Key Board এর F9 Button ক্রমাগত Press করুন।
( F9 Button সুধু মাত্র HP desktop laptop এর জন্য Lenovo PC এটি সাধারনত F12 বা ESC key, Asus Motherboard এর জন্য F8, বা
BIOS-UEFI-Setup.png

সবচে ভাল একবার ইন্টারনেট এ দেখে নিন আপনার বিশেষ modelt তির Temporary Boot Sequence ba Startup Key কনটি।)

এবার উইন্ডোজ চালু হবার আগে এখানে একটি Screen আসবে যেখানে আপনাকে আপনার Boot Device Select করতে হবে।


Fixing-Lenovo-ThinkStation-M-2-Boot-Disc-3-BIOS-interrupt-menu.jpg

IMG_2146-640x392.jpg


এখানে Boot Drive/ Device এ আপনি আপনার USB drive Select by Arrow Key and Press Enter

তাহলে আপনি এরকম একটি Screen দেখতে পাবেন
UEFI-manjaro-menu.png


এখানে Boot: Manjaro Select করে Enter Press করুন।

কিছুটা সময় লাগবে , চিন্তা করবেন না , কিছুক্ষণের মদ্ধে আপনি আপনার USB থেকে এটি রান করতে পারবেন,
Desktop চলে আসলে এটি আপনি সাধারন ভাবেই Web Browsing , Word Document Create, Video Audio Play
করার জন্য ব্যবহার করতে পারবেন।
 
মামা, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে, এই অপারেটিং সিস্টেমে ধরেন আমি ওয়ার্ড এর কটা ফাইল বানালাম, সেটা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে তাতে ওপেন হবে? এবং এমন আরো যে ফাইলগুলো আমি লিনাক্স এ বানাবো সেগুল



অবশ্যই মামা, কোন সমসসা নাই, আপনার Windows এ Microsoft Office র তৈরি যে কোন Word, Excel, PowwrPoint File এখানে এমনিতেই খুলবে।
আপনি যদি Linux e তৈরি Word Document File, ওয়িন্দওস এ খুলতে চান , তাহলে আপনার ফাইল টি তৈরি হবার পর সেটিকে "Save" না করে " Save As"
করে আপনি সেখানে Microsoft Comportable .Doc or .Docx ফরম্যাট এ সেভ করতেই পারেন। এবং সেটি যথাযথ ভাবেই Microsoft Office এ খুলবে।


Screenshot.png
 
ubuntu 20.04 kintu khub unstable. Update korle bipod hote pare.


Ubuntu সব সময় তাদের ২ টা ভার্সন রিলিজ করে একটি Ubuntu Rowling Release আর আরেকটি Ubuntu LTS ( long Term Support ).
আপনি যদি Rowling Release ব্যবহার করেন তাহলে এই ধরনের সুসসা প্রায় হতেই পারে, লিন্তু আপনি LTS ভার্সন ব্যবহার করলে এর ওপর
আপনি ৫ বছরের সাপোর্ট ও আপডেট পাবেন।
 

Users who are viewing this thread

Back
Top