What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রিভু by avi5774(অসমাপ্ত গল্প) (1 Viewer)

Ochena_Manush

Master Member
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
320
Messages
21,335
Credits
450,762
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
গরম জলের শাওয়ারে গা ভেজাতে ভেজাতে মনে হয় পয়সা থাকলে কত সুখ, বোতাম টিপলেই সব সুখ হাজির। শুধু টেপার অপেক্ষা। ক্লান্ত শরীর আর মন চাইছে একটা টানা ঘুম। গরম জলের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে ও ভাবছে এটাই কি ওর লক্ষ্য ছিলো। ও কি পারবে। কোথাও কি ওর নিজের পরাজয়ও লেখা থাকছেনা?

মিসেস গুপ্ত এই একটু আগে বেরিয়ে গেলো। রাতে থেকে যেতে চেয়েছিলো কিন্তু রিভু রাজি হয়নি, একা থাকতে চায় ও। তুলতুলে নরম যত্নে লালিত শরীরটা ভোগ করে ক্লান্ত হয়ে পর্নের ভাষায় gorgeous MILF মিসেস গুপ্তর ওপর থেকে নেমে পাশে শুয়েছিলো রিভু । মিসেস গুপ্তর দায়িত্ব ছিলো ওকে এন্টারটেন করা। ওকে খুশি করার জন্যে কন্ডোম ব্যবহার করার ওপরও জোর দেয়নি। যখন দরকার তখনই রিভুর সঙ্গ দিতে প্রস্তুত উনি। বদলে টাকাপয়সা না, চায় বিদেশে পাকাপাকি থাকার ব্যবস্থাপনা। রিভুকে ব্যবস্থা করে দিতে হবে। কিছুর বিনিময়ে কিছু তো চায় সবাই। এটাই তো চলে আসছে এই পার্থিব পৃথিবীতে।
অনাবাসি শিল্পপতি রিভু, এই বঙ্গে কৃষিক্ষেত্রে আধুনিকিকরনের জন্যে বিনিয়োগ করতে চায়। হাড্ডিসার অর্থনিতির এই রাজ্যের শাসকরা লুফে নিয়েছে সেই প্রস্তাব। কথা দিয়েছে সমস্ত সুযোগ সুবিধে দেওয়া হবে এই বিনিয়োগ কে। কৃষি ও সেচমন্ত্রির বিশেষ অতিথি হয়ে ও এবার বাংলায় এসেছে। এটা সরকারি সফর নয়। তাই মেডিয়ার খপ্পর থেকে মুক্তি। এর আগের বার শিল্পসন্মেলনে ওকে দিয়ে ঘোষনা করানো হয়েছিলো যে বাংলায় ও বিনিয়োগ করবে। এতে শাসক দলের শিল্পবিমুখ ভাবমুর্তির কিছুটা মেরামত হয়েছে।
কালকে আবার মন্ত্রির সাথে বৈঠক। রাতের দিকেই সব বৈঠকগুলো হয়। একান্ত ব্যক্তিগত সেই বৈঠকে, রিভুর মনোরঞ্জনের কোন ত্রুটি রাখেনা মন্ত্রিমশাই। সেই মনোরঞ্জনের দরুনই মিসেস গুপ্তর সাথে আলাপ। মন্ত্রি বলে রেখেছেন, রিভুকে কোন অভিযোগ করার সুযোগ দেবেন না। তাই অখিল বঙ্গ মহিলা স্বাধিকার সমিতির চেয়ারপার্সন মিসেস গুপ্তর আবির্ভাব। ওর একটা ভাষন ইউটিউবে দেখেছিলো বলে রিভুই ওর কথা তুলেছিলো অন্তরঙ্গ আলাপচারিতায়। মন্ত্রিমশাই ওকে বিমুখ করেন নি।
বিমুখ করবেনই বা কেন, কৃষিক্ষেত্রে আধুনিকিকরনের জন্যে এতবড় বিনিয়োগ হাতছারা করেন কি করে নিজের গ্রহনযোগ্যতা প্রমান করার জন্যে এর থেকে বড় সুযোগ হাতে আর আসবেনা। একবার এই বিনিয়োগ প্রকৃয়া চালু হলে সামনের ইলেকশানে মুখ্যমন্ত্রি পদের প্রধান দাবিদার হবে মন্ত্রি মশায়, হাইকমান্ডে নিজের দু একজন ঘনিষ্ঠ নিতিনির্ধারকের কাছে সেই দাবি তো করেই রেখেছেন। সব নির্ভর করছে এই তরুন তুর্কির ওপর।
মন্ত্রিমশায় ভাবছেন এই রকম দেশভক্ত শিল্পপতি থাকলে ওর আর কি চিন্তা। মরা গাঙ্গে জোয়ার আসতে বাধ্য। অনেক তো হেভিওয়েট মন্ত্রি ফেল করে গেলো। সেই নিয়ে লেখালেখিও কম হয়নি। নিষ্কম্মা বিরোধি গুলো তো বিদেশে গিয়ে শিল্পপতিদের আহবান করার খরচের হিসেব পর্যন্ত্য চেয়ে কতবার বিধানসভা মুলতুবি করিয়ে দিয়েছে। সেখানে এই মুরগি তো যেচে পা দিয়েছে। একবার ওর কারখানা শুরু হলে, লক্ষ্মীতো বাধা ধরা, ট্রেড ইউনিয়ন দিয়ে লেবার সাপ্লাই, কাঁচা মাল সাপ্লাই, অনুসারি শিল্প আরো কত কি। ঘরে আসা লক্ষ্মী যাতে মুখ ঘুরিয়ে না নেয় তার জন্যে নিজের জীবন দিতেও প্রস্তুত মন্ত্রি মশাই। এই কদিনেই ওর সাথে রিতব্রতর (রিভু) ব্যক্তিগত সম্পর্কের দরুন পার্টি মিটিঙে ওর খুব রমরমা। আরে বাবা তোরা কি বুঝবি, এসব করতে কম কাঠখর পোড়াতে হয় নাকি। বই পরে সব মন্ত্রি হয়ে গেছিস, আর আমি ঘষে ঘষে এতদুর এসেছি। ইয়ং ছেলের কি চাই সেটা বুঝতে গেলে নিজেরও মন সবুজ থাকতে হবে। তা না করে খালি মেডিয়ার সামনে বেচারাকে টেনে নিয়ে যাওয়া। কত মাল খসাবে সেই কথা দাও। আর বৈঠক ডেকে পার্টি কত মহান, নেতারা কত মহান সেই নিয়ে গালগল্প শোনাও। আরে বাবা মানুষের মন বুঝতে হয়। নাহলে নিজের গাঁটের কড়ি খরচ করি নাকি। ফাইভ স্টার হোটেলে রাখা মেয়েছেলে দিয়ে মাথা ঘুরিয়ে দেওয়া। এসব কথা পার্টিতে জানলেই তো হইহই পরে যাবে। শালারা আতেলের দল। এমন হাবভাব করে যেন নিজেদের কোনদিন দাঁড়ায়নি।
সকালবেলাটা নিজেকে ফ্রী রাখছে রিভু। নিজেই একটা গাড়ি ডেকে নেয়। মন্ত্রির ভরসা করেনা। যেভাবে পিছে পরে আছে, তাতে নিজের জন্যে সময় পাওয়াটা দুষ্কর হয়ে উঠছে। এরা মুখ দেখেও বোঝেনা যে ও এতটা বারাবারি পছন্দ করছেনা। আরে বাবা ইনভেস্ট করার আগে সব দেখা না। শিল্প কি মাটির তলায় হবে। এখনো পর্যন্ত জমিরই হদিশ নেই।
এ শহর রিভুর চেনা শহর। তাই ট্রাভেল এজেন্সিতে বলেছে যে ও নিজেই চালাতে চায়। রাস্তাঘাট ও নিজের হাতের তালুর মতন চেনে।
Hidden content
You need to reply to this thread or react to this post in order to see this content.
 

Users who are viewing this thread

Back
Top