What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made বাংলার জমিদার বাড়ি সমগ্র (1 Viewer)

০৬ : বালিয়াপাড়া জমিদার বাড়ি - ২

0ikogkSh.jpg


GPS coordinates : 23°46'11.7"N 90°35'14.5"E
ছবি তোলার স্থান : বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৪/১০/২০১৬ইং
 
০০৭ : জ্যোতি বসুর পৈত্রিক বাড়ি

TkZsIfyh.jpg


GPS coordinates : 23°42'03.3"N 90°38'20.4"E
ছবি তোলার স্থান : জ্যোতি বসুর বাড়ি, বারদী, নারায়ণগঞ্জ
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং

পথের হদিস : ঢাকা > বারদী > জ্যোতি বসুর বাড়ি

ভারতের প্রখ্যাত বাম রাজনীতিক ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯১৪ সালের ০৮ জুলাই কোলকাতায় জন্মগ্রহন করেন। তাঁর পিতা ডাঃ নিসিকান্ত বসু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের অধিবাসী ছিলেন। ঢাকা থেকে প্রায় ২০ কি: মি: দূরে এই বারদী ইউনিয়নের চৌধুরী পাড়ায় জ্যোতি বসুর এই পৈতৃক বাড়ি রয়েছে। ১৯৯৯ সালে বাংলাদেশ সফরের সময় জ্যোতি বসু তাঁর এই পৈতৃক বাড়িটি পাঠাগারে রূপান্তরিত করার ইচ্ছা ব্যক্ত করেন।
 
০০৮ : শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি

oGqIZ6th.jpg

GPS coordinates : 23°55'11.3"N 89°13'11.9"E
ছবি তোলার স্থান : কুঠিবাড়ি, শিলাইদহ, কুষ্টিয়া।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ইং

শিলাইদহ নামটি আধুনিক, আগে এ স্থানটি খোরশেদপুর নামে পরিচিত ছিল। উনিশ শতকের মাঝামাঝি সময়ে জোঁড়াসাঁকোর ঠাকুর পরিবার এই গ্রামটি কিনে নেন। ১৮০৭ সালে রামলোচন ঠাকুরের উইলসূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন ১৮৮৯ সালের নভেম্বর মাসে।

জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙ্গনে পুরানো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরানো কুঠিবাড়িটি ভেঙ্গে ফেলা হয় এবং পুরানো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। ১৮৯১ থেকে ১৯০১ সালের মধ্যে একদশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন।

তাঁর অবস্থানকালে নানা উপলক্ষে এখানে এসেছেন স্যার জগদীশচন্দ্র বসু (আচার্য), দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, লোকেন্দ্রনাথ পালিত প্রমুখ তৎকালীন বঙ্গের খ্যাতনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। এই কুঠিবাড়ি ও পদ্মা বোটে বসে রচিত হয় রবীন্দ্রসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালী, কথা ও কাহিনী, ক্ষণিকা, নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মাপর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান। এখানে বসেই কবি ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাঁকে ১৯১৩ সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়।

সূত্র : বাংলাপিডিয়া
 
০০৯ : লোহাগড়া জমিদার বাড়ি

J6Ymoe2h.jpg

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ‘লোহাগড়া’ গ্রামের কিংবদন্তীর সাক্ষী হিসেবে এখনো দন্ডায়মান লোহাগড়া মঠ। পরম প্রতাপশালী জমিদার পরিবারের দু’ভাই ‘লোহা’ ও গহড়’ এতোই প্রভাবশালী ছিলো যে, এরা যখন যা ইচ্ছা তা-ই করতেন এবং তা প্রতিফলিত করে আনন্দ অনুভব করতেন। এই দুই ভাইয়ের নামানুসারে গ্রামের নাম রাখা হয় ‘লোহাগড়’।

প্রায় ২০০ বছরের পুরানো লোহাগড়ের জমিদার বাড়ি অত্যাচারী জমিদারদের অত্যাচারের নীরব সাক্ষী হিসেবে কালের গর্ভে বিলিন হওয়ার পথে জরাজির্ন অবস্থায় দাঁড়িয়ে আছে।
সূত্র - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন



ছবি তোলার স্থান : লোহাগড়া, চাঁদপুর, বাংলাদেশ।
GPS coordinates : 23°11'12.6"N 90°43'42.1"E
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং
 
০১০ : গোলকচন্দ্র সাহা বাড়ি

J6Ymoe2h.jpg


এ বাড়ি সম্পর্কে কোনো তথ্য আমার জানা নাই।

ছবি তোলার স্থান : বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 24°12'45.5"N 90°56'47.9"E
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং
 
০১১ : রামচন্দ্র সাহা বাড়ি

Azyj7mih.jpg

রামচন্দ্র সাহার তৈরি করা এই চমৎকার বাড়িটি কিনে নিয়েছে বর্তমানের একজন ধনকুবের। তার পুত্রদের জন্য নতুন করে রিইনোভেট করা হচ্ছে। এই বাড়িটি সম্পর্কে কোনো তথ্য আমার জানা নেই। তবে রামচন্দ্র সাহার ও তার স্ত্রী প্রতিমা সুন্দরীর একটি জোড়া মঠ (স্মৃতি মন্দির) রয়েছে সরারচরেই।


ছবি তোলার স্থান : সরারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 24°12'41.7"N 90°54'02.0"E
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং
 

Users who are viewing this thread

Back
Top