What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বাংলা কৌতুক (3 Viewers)

গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন।

তার এক বন্ধু জিজ্ঞাস করেন - কি ব্যাপার? সব ভালো তো!

মাতব্বর - আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!
 
আর দুইদিন পরেই নির্বাচন। এসময় জাঁদরেল এক নেতা হেলিকপ্টারে করে গেলেন নিজ নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে। অজপাড়াগাঁয়ে হেলিকপ্টার থেকে নামার পর যথারীতি তাকে ঘেরাও করে দাঁড়ালো এলাকাবাসী। ব্যাপক ভীড় লেগে গেল। নেতা এমনটাই চেয়েছিলেন। তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে বললেন

- তোমাদের কী কী সমস্যা আছে বল আমাকে? এখনি সব সমাধান করে দেব।
- আমাদের প্রধান সমস্যা দুটি, হুজুর।
- আমি তো সেগুলো সমাধান করার জন্যেই ঢাকা উড়ে এসেছি। প্রথম সমস্যা বল!
- গ্রামে একজনও ডাক্তার নেই। হাতে-পায়ে ধরেও সদর থেকে কাউকে আনা যায় না, হুজুর।
- বল কী! এক্ষুণি দেখছি...
একথা বলেই নেতা পকেট থেকে ফোন বের করে নম্বর টিপলেন। এরপর কানে লাগিয়ে কারো সাথে কথা বলা শুরু করলেন। অপরপক্ষের কথা শোনা না গেলেও নেতার কিছু কথা পরিষ্কার শোনা গেল। যেমন তিনি একবার রেগে গিয়ে বলেছেন- ‘না না, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। অন্তত ভোটের দিন বিকাল থেকেই এই গ্রামে ডাক্তার চাই-ই চাই!’

ফোনে কথা শেষ করে নেতা মুখ ভরা হাসি নিয়ে ফের জনতার দিকে মনোযোগ দিলেন
- ডাক্তার সমস্যার সমাধান তো হয়ে গেল। এবার দ্বিতীয় সমস্যা বল।
- আমাদের গ্রামে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই, হুজুর... তিন তলা উঁচু গাছে উঠেও ফ্রিকোয়েন্সি মিলে না...🤣
 
এক পায়ে সাদা আর এক পায়ে নীল জুতো পায়ে স্কুলে এল মন্টু। ক্লাসটিচার তা দেখে বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলেন
- বের হ ক্লাস থেকে! তাড়াতাড়ি বাড়ি গিয়ে জুতো বদলে আয়!
- তাতে কোনো লাভ হবে না, স্যার। সেখানেও এরকমই দুটো জুতো রাখা আছে!
 
নেতাদের পোশাক সব সময় সাদা থাকে কেন, বাবা?
মন্টুর বাপ: যাতে করে দল বদল করতে গিয়ে কাপড় বদলাতে না হয় কখনো!

(২)
স্ত্রী: বিয়ের আগে কত জায়গায় বেড়াতে নিয়ে যেতে, কত কিছু উপহার দিতে তুমি। কিন্তু এখন ভুলেই গেছ মনে হয়!

স্বামী: নির্বাচনের পর কাউকে ভোটের প্রচার চালাতে দেখেছো?
 
ছেলে : আমি তোমাকে খুব ভালবাসি

মেয়ে : ধুর!

ছেলে : এক মুহূর্ত’ও বাঁচতে পারবনা তোমাকে ছাড়া।

মেয়ে : ধুর!

ছেলে : মরতেও পারি তোমার জন্য।

মেয়ে : ধুর!

ছেলে : একটা সুন্দর সোনার আংটি কিনেছি তোমার জন্য।

মেয়ে : সত্যি?

ছেলে : ধুর!
 
মা — বাবু তুই তারাতারি বাসাই আই তোর বউ পেরালাইস্ড হয়ে যাচ্ছে

ছেলে —কেন মা কি হয়েছে?

মা– মুখ, হাত, ঘাড়, বেকিয়ে যাচ্ছে??

ছেলে– ও না মা ও আসলে সেলফি তুলছে
 
সমুদ্রের মাঝে আপেল গাছ!
শিক্ষক: মনে কর, সমুদ্রের মাঝখানে ১টি আপেল গাছ আছে। সেখান থেকে আপেল ছিঁড়ে আনবে কিভাবে?
ছাত্র: স্যার, পাখি হয়ে উড়ে যাব। তারপর ছিঁড়ে নিয়ে চলে আসব।
শিক্ষক: জলজ্যান্ত ১টা মানুষকে পাখি কে বানাবে শুনি?
ছাত্র: স্যার! সমুদ্রের মাঝখানে আপেল চাষ কে করবে শুনি?
 
এক বাচ্চার বাবাকে নারীর ফোন
এক নারী একদিন লাভলু সাহেবকে ফোন করলেন-
নারী: হ্যালো, আপনি কি লাভলু সাহেব?
লাভলু: জ্বি।
নারী: আপনার সাথে আমার একটু দেখা করা দরকার।
লাভলু: কেন?
নারী: কারণ আপনি আমার এক বাচ্চার বাবা।
লাভলু: কী বলছেন? আচ্ছা, আপনি কি মাধুরী, চৈতী, আভা, মিলি না-কি জবা?
নারী: না না, আমি আপনার ছেলের স্কুলের শিক্ষিকা!
 
এক কমিউনিটি সেন্টারে ১০০ জনের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল প্রায় ২০০ লোক। তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনাদের মধ্যে বরপক্ষ কারা?’ এ কথা শুনে ৩০-৪০ জন দাঁড়ালো।

এরপর তিনি জিজ্ঞেস করলেন, ‘কন্যাপক্ষ কারা?’ এটা শোনার পর আরও ৪০-৫০ জন দাঁড়িয়ে গেল। এবার তিনি হাসিমুখে তাদের বললেন, ‘দয়াকরে আপনারা বের হয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান।’
 
সূর্য দিনে আলো দেয় কেন?
শ্রেণিকক্ষে বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষক-
শিক্ষক: বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
ছাত্র: চাঁদ, স্যার।
শিক্ষক: কেন?
ছাত্র: চাঁদ আমাদের রাতে আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু সূর্য দিনে আলো দেয়; যখন আমাদের প্রয়োজন নেই।
 

Users who are viewing this thread

Back
Top