What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (2 Viewers)

চাঁদ তারা সূর্য নও তুমি
শিল্পীঃ সাফিন আহমেদ

চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না।


তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।


তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি।


তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।


জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা,
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা।


তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।
I like this lyric........
 
গানগুলোর একটা ইনডেস্ক দিলে খুজে পেতে সুবিধা হতো।
 
মা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ এখনো দুচোখে বন্যা
সুরকারঃ প্রিন্স মাহমুদ

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠা” কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা।
ওরে তারা রাতের তারা মা“কে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।

মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
One of the legendary songs. <3
 
আজ জন্মদিন তোমার
ব্যান্ডঃ মাইলস
কন্ঠঃ শাফিন আহমেদ

সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দাগ থেকে যায়

আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়


আজ জন্মদিন তোমার
one of my favourite one

আমার পথ চলা
শিল্পীঃ লিংকন

অ্যালবামঃ অন্যসময়

আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন

ভেবে……..
আমি আজ নেই তবুও
কতসুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে

এইটা কয়েকটা লাইন আমার আজীবন পছন্দের
 
এপিটাফ
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ ঠিক আছে বন্ধু

যেদিন বন্ধু চলে যাব,
চলে যাব বহুদূরে….
ক্ষমা করে দিও আমায়,
ক্ষমা করে দিও।
মনে রেখ কেবল একজন ছিল
ভালবাসতো শুধুই তোমাদের
মনে রেখ কেবল………. তোমাদের।

চোরা সুরের টানে রে বন্ধু
মনে যদি উঠে গান,
গানে গানে রেখো মনে
ভুলে যেও অভিমান (2)
মনে রেখো কেবল……….তোমাদের (2)

ভরা নদীর বাঁকে রে বন্ধু
ঢেওয়ে ঢেওয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে
কেঁদে উঠে মন প্রাণ (2)
মনে রেখো কেবল………. তোমাদের (2)


যেদিন বন্ধু…………………..
Ei ganta amar khub prio

শ্রাবনের মেঘগুলি
শিল্পীঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ ডিফারেন্ট টাচ
বছরঃ ২০০৬

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
One of my favourite songs

বায়োস্কোপ
শিল্পীঃ বাপ্পা মজুমদার, সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ বায়োস্কোপ

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।

ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারে না।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।
Sonjib choudury ekta genious chilo
 
গুরু
শিল্পীঃ জেমস

অ্যালবামঃ যন্ত্রণা

গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া

এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ
পোকামাকড় খাইয়া গেলো সুন্দর ঐ দেহ
তোমার কাছে চাইরে পানা
কইরোনা কইরোনা মানা
ঐ গুরু কান্দিয়া, ঐ গুরু কান্দিয়া

ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া

আমার রুহু আমার মাঝে নাইতো এখন গুরু
করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু
রোদটি এমন হাসবে কবে
সাজানো আজ শেষ কি হবে
মুক্তির স্বাদ নিয়া, মুক্তির স্বাদ নিয়া
ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া
Best chuto belar gan 😍

বরষা
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি
সুরকারঃ তুষার
বছরঃ ২০০৬

বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা

অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা

নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় তোমায় অনব ভালবাসি

দিপীকা সায়রে অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষায় অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় তোমায় অনব ভালবাসি

বরষা মানেনা

ঝরছে জলধারা……
Ei gan ta ami protidin e shuni 👌

আমার পথ চলা
শিল্পীঃ লিংকন

অ্যালবামঃ অন্যসময়

আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন

ভেবে……..
Valobasha mishe ache ei gan e
 

Users who are viewing this thread

Back
Top