What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (1 Viewer)

চেনা জগৎ- ভাইব
শিল্পীঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগত
বছরঃ ১৯৯৪

আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া

চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া

অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে

চিরচেনা যে আমার এই জগত
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া

অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়
Vibe অল্প সময়ে জায়গা করে নেওয়া ব্যান্ড

অবাক ভালবাসা
শিল্পীঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালবাসা
বছরঃ ১৯৯৪

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..

অবাক ভালোবাসায়……..।।
November rain of bangla music

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শিল্পীঃ উইনিং
সুরকারঃ চন্দন
গীতিকারঃ চন্দন

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে

যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে ।।

অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে

যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে ।।

জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে
Another masterpice long live winnibg band

অধরা
শিল্পীঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগত
বছরঃ ১৯৯৪

আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ
এ পথ ঘুরে ও পথে আমার অস্ত্বিত্যের ছধ্যবেশ।
আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ
এ পথ ঘুরে ও পথে আমার অস্ত্বিত্যের ছধ্যবেশ।

বয়ে চলা নদীর মতো ই আমার… আবেশ।

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রঙ্ঘধনু বাকে ঘেরা এক সাঁঝে।
আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্যেষনে…

আমি দিশেহারা এক পথিক, পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই
সৃষ্টির প্রশান্তি কেন হাতছানি দিয়ে ডাকে আমায়।
বিস্তৃত নীলনদ আর দিগন্তের রক্তিম আভা
এলোমেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবা

পাহাড় গড়িয়ে নেমে আসা নীড়ের মতো।

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রঙ্ঘধনু বাকে ঘেরা এক সাঁঝে।
আমার প্রার্থনা…

বর্ণীল স্বপ্নের আকাশ আজ যেন মেঘে ঢাকা অপেক্ষার রোদে
ক্ষণিকের ভেঙ্গে পড়া শেষে আবার ছুটির সেই স্বপ্নের খোঁজে।

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রঙ্ঘধনু বাকে ঘেরা এক সাঁঝে।
আমার প্রার্থনা…


অধরা সেই সুখের অন্যেষনে…
Yera will be 2007. Vibe realeae their single album on 2007
 
Classic song lyrics shb 😍

Vibe অল্প সময়ে জায়গা করে নেওয়া ব্যান্ড


November rain of bangla music


Another masterpice long live winnibg band


Yera will be 2007. Vibe realeae their single album on 2007
Odhora still favorite one ☝️

অধরা
শিল্পীঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগত
বছরঃ ১৯৯৪

আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ
এ পথ ঘুরে ও পথে আমার অস্ত্বিত্যের ছধ্যবেশ।
আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ
এ পথ ঘুরে ও পথে আমার অস্ত্বিত্যের ছধ্যবেশ।

বয়ে চলা নদীর মতো ই আমার… আবেশ।

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রঙ্ঘধনু বাকে ঘেরা এক সাঁঝে।
আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্যেষনে…

আমি দিশেহারা এক পথিক, পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই
সৃষ্টির প্রশান্তি কেন হাতছানি দিয়ে ডাকে আমায়।
বিস্তৃত নীলনদ আর দিগন্তের রক্তিম আভা
এলোমেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবা

পাহাড় গড়িয়ে নেমে আসা নীড়ের মতো।

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রঙ্ঘধনু বাকে ঘেরা এক সাঁঝে।
আমার প্রার্থনা…

বর্ণীল স্বপ্নের আকাশ আজ যেন মেঘে ঢাকা অপেক্ষার রোদে
ক্ষণিকের ভেঙ্গে পড়া শেষে আবার ছুটির সেই স্বপ্নের খোঁজে।

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রঙ্ঘধনু বাকে ঘেরা এক সাঁঝে।
আমার প্রার্থনা…


অধরা সেই সুখের অন্যেষনে…
Vibe er ei gan ta still 1 ta nostalgia
 

Users who are viewing this thread

Back
Top