What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (1 Viewer)

পুরানো সেই দিনের কথা
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–

আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।।
 
শুধু তোমার বাণী নয় গো
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥

সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা—
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥

হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে—
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,

একলা পথের চলা আমার করব রমণীয়॥
 
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
শিল্পীঃ পার্থ বড়ুয়া
অ্যালবামঃ পার্থ বড়ুয়া, সোলস

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…

দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস
আঁধার ঝড়াবে আমার
প্রিয় সর্বনাশ ।।
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম
হাজার বর্ষা রাত…

জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান আমায়
কান্না সাত সুর ।।
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম

আমি হাজার বর্ষা রাত…
 
গাড়ি চলে না চলে না
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ হৃদয়পুর

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।

আব্দল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার

করতেছে তাই ভাবনা।।
 
তুমিহীনা
শিল্পীঃ সিমিন
অ্যালবামঃ বন্য

তুমিহীনা দুপুরে নগরীর গতিময়তায়
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাঁটার ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়(২)
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও(২)

রোদজ্বালা এ দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী মনে আজ মৌনতার আয়োজন
আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নের সবই পূর্ণতা
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও

বিকেলের এ প্রহর কাটেনা অপেক্ষায়
এ সময় থেমেছে তোমারই এ শূণ্যতায়

তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে
আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে
তুমি যদি না-ই আসো অপেক্ষা শেষ হবেনা
তুমি যদি না-ই আসো কখনো ভোর হবেনা
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বলো তুমি এমন কেন একবার দেখে যাও

যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
 
লাল শাড়ি
শিল্পীঃ অরবিট
বছরঃ ১৯৮৮

ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি রে
যায় ছুটে মিলনের সারে – লাল শাড়ি রে
ঐ লাল শাড়ি রে

রিনি ঝিনি মল বাজে পায়
চোখের ঘুম্ হারায় রে
না জানি কোন গায়ের তরণী
নিশি বিয়ার সাজে যায় রে

ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
যায় ছুটে মিলনের সারে – লাল শাড়ি রে
ঐ লাল শাড়ি রে

শিশির ভেজা ঘাস মাড়িয়ে
যায় নিঝুম আঁধারে
খোঁপার সুবাশ বকুল মালার
গন্ধে মন হারায় রে ।।

ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি রে
যায় ছুটে মিলনের সারে – লাল শাড়ি রে

ঐ লাল শাড়ি রে
 
বাবা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ বহুরূপী


ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকবোনা
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক র্উধ্বে
হঠা” অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার

ওরে বুকে আয়।
eta puro nei mone hochhe
 

Users who are viewing this thread

Back
Top