What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (2 Viewers)

ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ

ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়।।
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে।।

কুউহু কুউহু কুউহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।।

তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে।।

কুউহু কুউহু কুউহু গায়

কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
 
যেতে যেতে একলা পথে
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার
ঝড়কে পেলেম সাথি॥
আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে—

কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥
 
জাহাজী
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ জাহাজী
সুরকারঃ জিয়া
গীতিকারঃ জিয়া

চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা
ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা
ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে, অনেক উঠেও থেমে,
শেষ ছাদটায় দেখি নীল,
এরই মাঝে নক্সা , সাদা আলোর সাদা শঙ্কচিল ।
জাহাজীর কাছে ভীষণ সত্য সেই,
পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই ।

পথের ধারে দাড়িয়ে আছে, শুকনো দালান
দোকানের নাম, তারপর, আমাদের ভুবনে স্বাগতম ।
ঝরে বৃষ্টি কারো ভুবনে, তবু নিয়ন সাইনে স্বাগতম ।
আ মা দে র , তারপর ; ভু ব নে ,
তারপর ; স্বা গ ত ম ।
বুঝতে কিছু সময় লাগে সেই,
স্বাগতমটাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে ।

আমার শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান,
মাথা উচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান ।
আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গাচোরা নিঃশ্বাস,
ব্রাদার চার্লসের চুইংগাম, আমার রক্ত আমার ঘাম,
আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া,
আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙর, ছেড়া মন,
ছেড়া নোঙর…………………………..

জাহাজীর আর বোঝার বাকী নেই

পথটাই যাওয়া , এর আর কোন ফিরে আসা নেই ।
 
ট্রেন (স্বপ্নচূড়া – ৩)
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম
সুরকারঃ শাফিন/জিয়া
গীতিকারঃ বাবু (ঢা.বি.)

কিছুটা জেনে, কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্ল্যাটফরম ছুয়ে ক্লান্ত দেহে
অভিমানী পদচিহ্ন রাখে
অভিমানী এক ট্রেনে
করিডর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদূরের আনন্দনগর ……
ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয়মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার

ভেবে নেয়া শহরের ফেলে আসা পথ
 
সকাতরে ঐ কাঁদিছে সকলে
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।

সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।

ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।

কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–

তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।
 
কিছু বলব বলে এসেছিলেম
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ

কিছু বলব বলে এসেছিলেম,
রইনু চেয়ে না বলে।।
দেখিলাম, খোলা বাতায়নে মালা গাঁথ আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।।
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,

বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।।
 
তুমি কি কেবলই ছবি
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মত সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।।
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই– আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে–
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি–

নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।।
 
মুঠোফোন
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম
সুরকারঃ জিয়া
গীতিকারঃ জিয়া

ব্যস্ত দিনের শেষে
তোমার প্রিয় মুখ।
তোমার ভাবনা
শব্দময় যখন,
আশ্রয় আমার রাজ্যের ব্যস্ততা।
নিয়ন আলোয় স্বাগতম, মুঠোফোন।
একে একে সব,
তোমার কলরব,
তোমার কন্ঠ শব্দময় যখন,
ভাবনার রাস্তায় সবুজ সিগনাল জ্বেলে
সংকেত।

আশ্বাস চাই অজস্র সংলাপ যখন তখন,
ভালোবাসায় আজ শব্দের নিঃশ্বাসে বেঁচে থাকা মুঠোফোন।
wap service খুঁজে মুঠোফোনে চলে যাক,
ভালবাসার উপহার।
মুঠোফোনে শুনে যাই রিমঝিম রিমঝিম
কন্ঠ তোমার।

একে একে সব,
তোমার কলরব,
তোমার কন্ঠ শব্দময় যখন,
ভাবনার রাজপথে সবুজ সিগনাল জ্বেলে সংকেত।

যদিও দীর্ঘদিন
আবার নতুন করে
তোমার মুঠোফোন
অবিরাম অবসরে,
ভাবনা আমার ছুটছে তোমার আশে পাশে,
পৌঁছে দেবে অক্লান্ত মুঠোফোন।।

 
প্রান্তর
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম
সুরকারঃ তুষার
গীতিকারঃ তুহীন/জিয়া

ছেলেবেলায় ……
ফেলে আসা দীর্ঘশ্বাস
অকারণে কথা বলা
আমার পথচলা

সেই কবেকার হারিয়ে যাওয়া
ঘুড়ি সূতোয় ছন্দমাখা
ছেলেবেলা

দেখি ……
এ খোলা প্রান্তরে
স্বপ্ন আমারই ভেসে যায়
দু’চোখে ……

স্বপ্ন দেখার একদিন
স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায়
গল্প বলার কোনদিন
পুরনো সংলাপে অনেক অজানায়

ছেলেবেলায় ……
ফেলে আসা পথ ধরে
অকারণে কথা বলা
অকারণে পথ চলা

সেই কবেকার দুপুরবেলা
চুপিচুপি ঘুম পালানো

ছেলেবেলা।
 
শাওন গগনে ঘোর ঘনঘটা
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ

শাওন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে।

কুঞ্জপথে, সখি, কৈ সে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।

দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম, বরখত নীরদপুঞ্জ।

শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।

উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।

গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।।
 

Users who are viewing this thread

Back
Top