What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (2 Viewers)

চোর ধরা পড়েছে। বাবা ছেলেকে জিজ্ঞেস করল, ‘কিরে, বাইরে এত হইচই হচ্ছে কেন। পুলিশে দিয়ে দিলেই পারে।’ ছেলে: বাবা, একটা না তো দুজন চোর ধরা পড়েছে। কিন্তু তারা যে মাসতুতো ভাই তা কোনো অবস্থাতেই স্বীকার করছে না, তাই ধরে মারছে। স্বীকার করলেই পুলিশে দিয়ে দেবে।
 
এক গাঁয়ের এক চোর একটা সাইকেল চুরি করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। এক টাউট লোক এসে সাইকেলটা দরদাম করল কিছুক্ষণ। তারপর ‘দেখি তোমার সাইকেলটা কেমন চলে’ বলে সাইকেলে চড়ে প্যাডেল মেরে একেবারে হাওয়া। শুকনো মুখে বাড়ি ফিরছিল চোর। গাঁয়ের যারা তাকে সাইকেল বিক্রি করতে নিয়েযেতে দেখেছিল তারা জানতে চাইল, কি, সাইকেল বিক্রি করে কত লাভ হলো? চোর বলল, লাভ হয়নি; যে দরে কিনেছিলাম সেই দরেই বেচেছি।
 
ঢাকা টু ময়মনসিংহের বাসে একবার ডাকাত পড়ল! ডাকাত দল পুরো বাস তাদের নিয়ন্ত্রণে নিল! এবার শুরু হবে লুটপাট! ডাকাতের সর্দার ইয়া লম্বা একটা ছোরা বের করে ঘোরাতে ঘোরাতে সবাইকে উচ্চ কণ্ঠে বলছে, ‘দিয়া হালাইন গো, যা আছে সব দিয়া হালাইন!!’ সবাই যার যা আছে বের করে দিতে শুরু করল! এক লোক তাঁর টাকা-পয়সা সব দিতে দিতে ‘দিয়া হালাইন’ কথাটা শুনে আর হাসি ধরে রাখতে পারছিলেন না! হেসেই ফেললেন! তখন ডাকাতের সর্দার তাঁর হাসি দেখে চোখ গরম করে বলে উঠল, ‘দিয়া আবার হাসুইন? এক্কেরে কাইট্টা হালবাম!’
 
রাস্তায় দ্রুত গাড়ি চালানোর কারণে এক তরুণকে পুলিশ অফিসার আটক করেছেন। লোকটার শুধু একটাই কথা, ‘আগে আমার কথা তো শুনুন।’ কিন্তু পুলিশ অফিসারও নাছোড়বান্দা। ‘না, কোনো কথাই শুনব না। জেলের বড় কর্তা না আসা পর্যন্ত তোমাকে কিছুতেই ছাড়া যাবে না।’ ঘণ্টাখানেক পর পুলিশ অফিসার ওই তরুণকে বললেন, ‘তুমি আসলে ভাগ্যবান। আজকে আমাদের বড় স্যারের মেয়ের বিয়ে। তাই আজ তিনি যখন অফিসে আসবেন, তখন তাঁর মেজাজ খুবই ঠান্ডা থাকবে।’ এতক্ষণে কথা বলার সুযোগ পেয়েই তরুণ হাউমাউ করে বলে উঠল, ‘বড় কর্তা এলে আপনার খবর আছে। আমিই তাঁর মেয়ের হবু বর! বিয়েতে যাচ্ছিলাম।’
 
: তোমার ব্যাংক ডাকাতির অভিজ্ঞতা আছে মানছি। কিন্তু তুমি যে ব্যাংকগুলির নাম বললে তার মধ্যে সাউথ লিবার্টি ব্যংকের নাম নেই কেন? : ওই ব্যাংকেই যে আমার ডাকাতির মাল জমা আছে।
 
ভোরবেলায় রাস্তায় গাড়ি থামিয়ে এক পুলিশ অফিসার সে গাড়ির চালককে জানাল যে, সে দিনের প্রথম সিটবেন্ট পরিধানরত গাড়ি চালক হিসেবে ‘নিরাপত্তা দিবস’ উপলক্ষে দশ হাজার টাকা পুরস্কার পেতে যাচ্ছে। পুলিশ অফিসার সাধারণ কৌতুহলে জানতে চাইল- : তুমি এই টাকা দিয়ে কী করবে? চালক চোখ বুজে বলল- : এই টাকা দিয়ে ড্রাইভিং টেস্ট দিয়ে আমি সত্যিকারের একটা লাইসেন্স নেব।
 
পুলিশকে বানর বলেছে বলে এক ব্যক্তির চার মাসের জেল হয়ে গেল। রায় হবার পর সে বিচারকের কাছে জানতে চাইল সে যদি পুলিশকে বানর না বলে বানরকে পুলিশ বলে তাহলেও কি তার শাস্তি হবে কিনা। বানররা নালিশ করতে পারে না, কাজেই বিচারক জানালেন যে, না, তার কোনো শাস্তি হবে না। এটা শুনেই সে ব্যক্তি পাশে দাঁড়ানো সকল পুলিশের দিকে তাকিয়ে বলতে লাগল- ‘বানর!বানর !!!’
 
ডাকাতির পর তদন্ত করতে এসেছে পুলিশ। তারা পাশের বাড়ির লোকদের কাছে জানতে চাইল তারা সেদিন রাতে ওদিক থেকে আসা কোনো সন্দেহজনক শব্দ পেয়েছিল কিনা। ও বাড়ির মালিক জানাল- ‘খেয়াল করি নি, আসলে ও পাশ থেকে এত জোরে ধুপধাপ আওয়াজ আসছিল আর কুকুরটা এত বিকট আওয়াজ করছিল যে কিছুই শোন যচ্ছিল না।’
 
: শুনলাম তুই নাকি ৫০০০ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে এখন মাত্র ৪৯৯ টাকা বেতনের চাকরি করছিস? : ঠিকই শুনেছিস আমি কি তোদের মতো গর্দভ নাকি? জানিস না ৫০০ টাকার নকল নোট বেরিয়েছে বাজারে, ঐ টাকা যার কাছে পাওয়া যাবে পুলিশ তাকেই গ্রেফতার করবে।
 
দুজন ধর্মযাজক প্রচন্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে দেখে একজন পুলিশ অফিসার তাদের থামিয়ে এত জোরে মোটরবাইক চালানোর বিপদ ব্যাখ্যা করল। তার কথা শুনে একজন ফাদার বললেন-‘অসুবিধা নেই বৎস, আমাদের সাথে ঈশ্বর আছেন!’ একথা শুনে অফিসার তার ব্যাগ থেকে কেস করার কাগজপত্র বের করতে করতে বলল-‘দুঃখিত ফাদার তাহলে আমাকে আপনার বিরুদ্ধে কেইস করতেই হচ্ছে, কারণ এক বাইকে তিনজন চড়ার অনুমতি নেই।
 

Users who are viewing this thread

Back
Top