এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছেঃ শিক্ষকঃ বলতো বাবা, Horse বাংলা কি? ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn বাংলা কি? ছাত্রঃ গুরা। শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কি??? ছাত্রঃ গুরা। শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি গুরা নাকি??? ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা ।
কলেজের প্রথম দিন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলছেন ডিন: ছেলেরা মেয়েদের হোস্টেলে এবং মেয়েরা ছেলেদের হোস্টেলে ঢুকতে পারবে না। যদি প্রথমবারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ২০ ডলার জরিমানা করা হবে। যদি দ্বিতীয়বারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ৬০ ডলার জরিমানা করা হবে। আর কেউ তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করলে তাকে ১৮০ ডলার জরিমানা করা হবে। এমন সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ছাত্র জিজ্ঞেস করল, পুরো বছরের জন্য গেট পাস নিতে কত লাগবে?
বাংলা দ্বিতীয় পত্রের গরম ম্যাডাম মিথিকে বললেন: ‘বঙ্গানুবাদ করো—It has been raining cats and dogs. মিথির জবাব: ‘বিলাই কুকুর দৌড়াচ্ছে, কারণ বৃষ্টি পড়বে।’
স্যার ম্যাথু আর্নল্ডের জীবনী পড়াচ্ছিলেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, আর্নল্ডের পুরো নাম জানো কে কে? হাত উঠল একটি। ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ছাত্রটি হাত তোলায় স্যার বললেন, গুড। পুরো নাম বলো শুনি। ছাত্রটি নির্দ্বিধায় বলল, আর্নল্ড শোয়ার্জনেগার।
শিক্ষক: বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন? ছটকু: কোনো টাকাই দেবেন না, স্যার। শিক্ষক: গাধা! এখনো এই অঙ্কই জানো না? ছটকু: আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না, স্যার!