খোকন: জানেন স্যার, গতকাল আমার দাদিকে আপনার কথা বলছিলাম। স্যার: তাই নাকি? তা তোমার দাদি কী বললেন? খোকন: দাদি খুব আফসোস করলেন। বললেন, ‘আহা, আমার যদি এমন একজন শিক্ষক থাকত!’ স্যার: বাহ্! এ বয়সেও তোমার দাদির পড়ালেখায় এত আগ্রহ! খোকন: না স্যার, তা না। দাদির অনেক দিন ভালো ঘুম হয় না কি না…
বিজ্ঞান ক্লাস চলছে। শিক্ষক: পল্টু, দাঁড়াও। বলো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন? পল্টু: সে বহুকাল আগের কথা। বিশাল এক জাহাজভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড়ে জাহাজটা ডুবে গেল…
শিক্ষক: মন্টি! তোমাকে না বলেছি, তোমার হাতের লেখা খারাপ। তাই তোমার বাড়ির কাজের লেখাটা ১০ বার লিখবে। তুমি চারবার লিখেছ কেন? মন্টি: স্যার, আমি অঙ্কেও খারাপ!
শিক্ষক: (রাগতস্বরে) রনি! এই নিয়ে এ সপ্তাহে পঞ্চমবার তোমাকে আমার শাস্তি দিতে হচ্ছে। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? রনি: জ্বি স্যার। শিক্ষক: কী? রনি: ভাগ্যিস, সপ্তাহে শুক্র আর শনি, এই দুদিন বন্ধ থাকে!
শিক্ষক: পিন্টু, ধরো, সকালবেলা তোমার মা তোমাকে ৫ টাকা দিলেন। বিকেলে তোমার বাবা তোমাকে আরও ৫ টাকা দিলেন। তাহলে দিন শেষে তোমার কাছে কী থাকবে? পিন্টু: স্যার ১০টা চকলেট!