নিবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সোহান। পুরস্কার হাতে পাওয়ার পর তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করল সোহান, ‘প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস এবং কপি-পেস্ট কে…।’
শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, রোকনের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না? এপাশ থেকে: হু! শিক্ষক: আপনি কে বলছেন? এপাশ থেকে: আমার আব্বু বলছি।
শিক্ষক: মন্টি, এমন একটা প্রাণীর নাম বলো, যার আদ্যক্ষর ‘হ’। মন্টি:হাতি। শিক্ষক: গুড! এবার এমন একটা প্রাণীর নাম বলো তো, যার আদ্যক্ষর ‘অ’। মন্টি: অনেকগুলো হাতি!
বিজ্ঞান শিক্ষকের জন্য সুপরামর্শ: ক্লাসের দুষ্টু ছেলেটা পুরো ক্লাস বকবক করে? তার জ্বালাতনে আপনি শান্তিমতো ক্লাস নিতে পারেন না? তাকে বলুন, ‘আমি জানি, তুমি মনে করো আমি যা বলছি তুমি সেটা বুঝতে পারছ। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, আমি যা বলছি, তা যে তুমি বুঝতে পারছ না, সেটা তুমি আদৌ বোঝ কি না!’ ব্যস! আপনার কথার মর্মোদ্ধার করতে তার বাকি ক্লাসটা লেগে যাবে!