এসএসসি পরীক্ষা চলছে। জীববিজ্ঞান। পেছনের বেঞ্চ থেকে সহপাঠীর ডাক— —ওই, ১-এর গ লিখছিস? —হুঁ, লিখছি। —এটিপি ভাঙার পর কী হয় রে? —প্রথমে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর ৩ কার্বনবিশিষ্ট ২ অণু… —ওয়েট ওয়েট! ফসফোগ্লিসারিন? —না, গ্লিসারিক। —গ্লিসারিল? -না, না, গ্লিসারিক! গ্লিসারিক! ক! ক-তে কাদের মোল্লা! কাদের মোল্লার ক!