What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (1 Viewer)

একবার এক সর্দার ১০ টাকার লটারি কিনে ৪০ লাখ টাকা প্রথম পুরস্কার জিতলেন। সরকারি কর কেটে রাখার পর কর্তৃপক্ষ ৩৫ লাখ টাকা সরকারকে দিলেন। সর্দার তো রেগে আগুন, ‘মশকরা পেয়েছেন? আমার পাওনা ৪০ লাখের পুরোটা দিয়ে দেন, তা না হলে আমার লটারি কেনার ১০ টাকা এখনই ফেরত দেন।’
 
এক সর্দার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব শুনে মেয়েটি বলল, ‘দেখো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে তোমার চেয়ে এক বছরের বড়।’ সর্দার তখন খুশিতে আটখানা হয়ে বললেন, ‘ওটা কোনো সমস্যাই না। আমি তোমাকে তাহলে এক বছর পরই বিয়ে করব।’
 
সর্দার বিলেত থেকে দেশে এসে তাঁর বউকে জিজ্ঞেস করলেন, ‘আমাকে দেখে কি বিদেশি লাগছে?’ স্ত্রীঃ কই, না তো! সর্দারঃ ভালো করে দেখে বলো। স্ত্রীঃ বললাম তো তোমাকে কোনোভাবেই বিদেশি লাগছে না। সর্দার এবার বউয়ের ওপর খেপে গিয়ে বললেন, ‘তুমি কি বলতে চাইছ, বিলেতের সব মেয়েই বোকা? তারা সবাই আমাকে দেখে বলল, আমি দেখতে বিদেশির মতো, শুধু তোমার কাছেই আমাকে বিদেশি লাগছে না!’
 
সর্দার একবার নেপোলিয়নের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে নেপোলিয়ন বললেন, ‘আমার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই।’ সর্দারের জবাব, ‘এখন আর আফসোস করে কী লাভ? ডিকশনারি কেনার সময় ভালো করে দেখে নেওয়া উচিত ছিল।’
 
এক বর্ষণমুখর দিনে পরীক্ষায় সবাইকে ক্রিকেটের ওপর একটা রচনা লিখতে বলা হলো। কয়েক মিনিটের মধ্যে এক সর্দার তাঁর খাতা জমা দিয়ে দিলেন। তাঁর রচনা লেখা শেষ। খাতার ওপর লেখা, ‘বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হলো।’
 
এক লোক এক সর্দারকে ড্রাইভারের চাকরি দিয়ে বললেন, ‘তোমার স্টার্টিং সেলারি হচ্ছে দুই হাজার টাকা। এতে চলবে তো?’ সর্দারঃ আপনি অনেক মহান। স্টার্টিং সেলারি একদম ঠিক আছে। কিন্তু ড্রাইভিং সেলারিটা কত সেটা তো বললেন না।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর শুনে এক বৃদ্ধ শিখ মেজর জিজ্ঞেস করলেন,‘কে কার বিরুদ্ধে লরছে? ‘ইংরেজ- ফরাসী জর্মনির বিরুদ্ধে।’ সরদার্জি আফসোস করে বললেন, ‘ফরাসী হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে আর জর্মানি হারলেও বুরী বাৎ, কারণ জ্ঞান-বিজ্ঞান কলকৌশল মারা যাবে।’ কিন্তু ইংরেজের হারা সম্বন্ধে সর্দাজী চুপ। ‘ আর যদি ইংরেজ হারে?’ সর্দারজি দাড়িতে হাত বুলাতে বুলাতে বললেন, ‘ তবে দুনিয়া থেকে বেঈমানি লোপ পেয়ে যাবে।’
 
সরদার রেলগাড়ীর নিচে আত্মহত্যা করার জন্য গেল কিছু মুরগী আর মদ সাথে নিয়ে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করছে, ট্রেন আসছে না। কাছে এক লোক জিজ্ঞেস করল “কিরে মিয়া, এইসব বাড়ির থে ক্যান নিয়া আইছ?” সরদার উত্তর দিল “এই যে ট্রেন দেরীতে আসছে, যদি খিদায় মইরা যাই।”
 
সরদার তার অন্তঃসত্ত্বা স্ত্রীর উদ্দেশ্যে এসএমএস পাঠাল। দুই সেকেন্ডের মধ্যে একটা রিপোর্ট পেল আর নাচতে শুরু করল। রিপোর্টে লেখা “Delivered”।
 
সরদার ডাক্তারের কাছে গেছে। সরদার: আমি প্রতি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে ইঁদুরের ফুটবল খেলা দেখি। ডাক্তার: এই ঔষধটা নিন। ঠিক হয়ে যাবে। সরদার: কালকে নিতে পারি? আজ আবার ফাইনাল খেলা কিনা!
 

Users who are viewing this thread

Back
Top