What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বন্দিনী (Completed) (3 Viewers)

Rainbow007

Moderator
Staff member
Moderator
Joined
Mar 5, 2018
Threads
254
Messages
10,514
Credits
341,235
Fuel Pump
Watermelon
Camera
Tokyo Tower
Doughnut
Birthday Cake
বন্দিনী...


কিছু কথা- এই গল্পটা আমার কাছে খুবই প্রিয়। তার কারণও অনেক। প্রথমত এটা আমার লেখা প্রথম গল্প, যেটা কোনো ওয়েবসাইট (বা ফোরামে) প্রকাশ পেয়েছিল। দ্বিতীয়ত গল্পটা লিখে আমি যা আনন্দ পেয়েছিলাম, তা আমি এখনও অন্য কোনো গল্প লিখে পাইনি। গল্পটা প্রথম ছেড়েছিলাম CensorShip-এ। গল্পটা অনেকেই পড়েছিলেন। গল্পটা এই ফোরামে কেবল একটি কারণেই ছাড়ছি, যাঁরা আগে এই গল্পটি পড়েননি, তাঁরা অবশ্যই পড়ুন। এবং মন্তব্য করে জানান, কেমন লাগল। গল্পটা হুবুহু তুলে দিচ্ছি, কোনোরকম সম্পাদনা ছাড়াই। প্রথম গল্পে প্রচুর ভুলভ্রান্তি ছিল। (এখনও বাকী গল্পেও আছে।) সেগুলো বাদ দিয়ে গল্পটা কেমন লাগল জানান। - নীলকণ্ঠ
 
Last edited:
প্রথম পর্ব-
গোধুলিবেলায় প্রতিদিন পশ্চিমদিকের বারান্দায় দাঁড়ানো একপ্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে নীলিমার।সূর্যাস্তের সময় হাল্কা কমলা রঙের আকাশটা ওকে প্রতিদিন হাতছানি দিয়ে ডাকে। ডুবন্ত সূর্যেরশেষ মায়াবী রঙটা গায়ে মাখতে অন্যান্য দিনের মতো আজও ঠিক সময়েই বারান্দাতে হাজির হয়ে গেছিল ও। চোখের সামনের দৃশ্যটা প্রতিদিন একই থাকলেও ওর চোখে নতুনভাবে ধরা দেয়। সূর্যাস্তআর তারপর সি-বিচে বেড়াতে আসা হাজারো মানুষের ঢল দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে যায় অনেকদিন খেয়ালই থাকেনা এর। আসলে সমুদ্র ওর খুব ভাল লাগে। তাই ওর ভাল লাগার কারণেইদামী হওয়া সত্ত্বেও সুমিত এই ফ্ল্যাটটা কিনেছিল।
সুমিতের সঙ্গে নীলিমার বিয়েটা দেখাশোনা করেই হয়েছিল।প্রায় মাস আষ্টেক হতে চলল ও আর সুমিত মুম্বাইয়ের এই বিলাসবহুল ফ্ল্যাটে শিফ্ট করেছে। সুমিত একটি বড় মাল্টি ন্যাশানাল কোম্পানীতেউঁচু পদে কাজ করে। ছোটবেলা থেকেই মুম্বাইয়ে বড় হওয়া, পড়াশোনা, চাকরী। বিয়েটা কিন্তু বঙ্গললনাকেই করেছে। সুমিতের মায়েরও সেই রকমই ইচ্ছা ছিল। ক্যান্সারে আক্রান্ত সুমিতের মায়েরএকমাত্র ইচ্ছা ছিল সুন্দর দেখে একটি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবেন। অবশেষে আত্মীয়স্বজনের সাহায্যে সুদূর পশ্চিমবঙ্গে নীলিমার সন্ধানপ্রাপ্তি এবং শুভ পরিণয়। সুমিতও এই বিয়েতে রাজী হয়েযাওয়ায় ব্যাপারটা খুব সহজেই মিটে গেছিল। বিয়ের দু'মাসের মাথায় সুমিতের মা মারা যান মুম্বাইয়েরই একটি নার্সিংহোমে। এরপর শ্রাদ্ধশান্তি মিটে যাবার পর সুমিত ওদের পুরানো বাড়ি ছেড়ে দিয়েনীলিমাকে নিয়ে এই ফ্ল্যাটে থাকতে শুরু করে। বাবা অনেকদিন আগেই মারা গেছিল। মাও মারা যাওয়ায় পুরানো ফ্ল্যাটটি বেচে দিয়ে নতুন ফ্ল্যাট কেনে সুমিত।
প্রথম দেখাতেই ফ্ল্যাটটা পছন্দ হয়ে গেছিল নীলিমার। তার প্রথম ও প্রধান কারণ ওই সমুদ্র।সারাদিন সমুদ্রের ঢেউ দেখতে পাবে এটা ভেবেই আনন্দে সুমিতের গলা জড়িয়ে ধরে চুমু খেয়েছিল ও। আসলেযার কাছে সমুদ্র বলতে দীঘা, আরবসাগর যে তার মনে আনন্দের ঢেউ তুলবে এ তো বলাই বাহুল্য। অন্যান্য দিনের মতোই সমুদ্রের নিস্তরঙ্গ ঢেউ দেখতে ব্যস্ত নীলিমার মনটাকে বাস্তবে এনে ফেলল হাতেধরা মোবাইলটার তুচ্ছ ম্যাসাজ টোন। চোখ মোবাইলের পর্দায় এনে ফেলতেই নজরে এল One Message Received বার্তা। অনিচ্ছা সত্ত্বেও ম্যাসাজটি খুলতে যেতেই হোঁচট খেল ও। কোনও Private Number থেকে ম্যাসাজ আসাটা ওর কাছে নতুনত্ব বইকী। আলগা কৌতুহলে ম্যাসাজটা পড়ল। প্রথমবারে পড়ার পরেও বিশ্বাস না হওয়ায় দ্বিতীয়বার আবার পড়ল ম্যাসাজটা। অবাক চোখে নীলিমাদেখল তার মোবাইলের নীলচে স্ক্রিনে ফুটে উঠেছে বার্তাটি। "You're looking hot in this blue saree. I like it."
 
দ্বিতীয় পর্ব-
[HIDE]দ্বিতীয়বার পড়েও নীলিমা যেন বিশ্বাস করতে পারছিল না যে ম্যাসাজটা ওকেই উদ্দেশ্য করে লেখা এবং পাঠানো য়েছে। অন্য কাউকে পাঠাতে গিয়ে হয়তো ওর কাছে চলে এসেছে। কিন্তু পরক্ষণেই নীলিমার নজরে এল ওর নিজেরই পরনের নীল তাঁতের শাড়িটার উপর। একটা বিষয় বোঝা গেল যে ম্যাসাজটা তাকেই পাঠানো হয়েছে এবং তাও তাকেই উদ্দেশ্য করে। নীলিমা একটা জিনিস বুঝতে পারল না কে তাকে এই ম্যাসাজটা পাঠালো। তার থেকেও বড় কথা সে জানল কি করে যে নীলিমা নীল রঙের শাড়ি পরে আছে? তবে কি বার্তাপ্রাপক তাকে দেখতে পাচ্ছে? কথাটা মনে আসতেই নীলিমা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে ভাল করে তাকালো। ও দেখতে চাইছিল সেই বিশেষ একজনকে যে হয়তো আড়াল থেকে তার দিকে লক্ষ্য রাখছে।[/HIDE][HIDE][/hide]​
[HIDE]
অনেকক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থেকেও বিশেষ কিছুই নজরে এলোনা নীলিমার। সামনে পথচারীদের ব্যস্ততা আর গাড়ির ভীড় ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়ল না ওর। ঠিক তখনই আবার রিনরিনে কণ্ঠস্বরে মোবাইলটা নতুন বার্তাপ্রাপ্তির ঘোষণা করল। ম্যাসাজটি পড়তে ইচ্ছা করছিল না নীলিমার। তবুও মনকে শান্ত করে ডিসপ্লে বাটনটিতে চাপ দিল নীলিমা। “You can’t see me, but I can. Because, I’m “Meghnaad.” I can hide from anybody from whom I want. Just like now, I’m hiding from you.” দ্বিতীয় বার্তাটি পড়ে এবার ভয় পেয়ে গেল নীলিমা। বার্তাপ্রাপক তাকে বেশ ভাল করেই দেখতে পাচ্ছে। এবং সে যে তাকেই খুঁজছে এও তার নজর এড়ায়নি। সেটা তার বার্তা থেকেই পরিষ্কার। আর এই জিনিসটাই আরোও ভাবিয়ে তুলল নীলিমাকে। কে এই মেঘনাদ যে আড়াল থেকে তার দিকে নজর রেখেছে এবং তাকে এইসব ম্যাসাজ পাঠাচ্ছে সেটা পরিষ্কার নয়। আর ও যে ফোন করে ব্যাপারটার ফয়সালা করবে সেটাও এক কথায় অসম্ভব। কারণ ম্যাসাজগুলো এসেছে কোনও এক Private Number থেকে।
ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে নীলিমা এতটাই মগ্ন হয়ে গেছিল যে, দিনের শেষ আলোটাও আকাশ থেকে মুছে গিয়ে সন্ধ্যার কালো ছায়া ওকে ঘিরে ধরেছে, সেটি ওর নজরেই পড়ল না। অন্যান্যদিন এতক্ষণ বারান্দায় বসে না নীলিমা। সাধারণত সন্ধ্যা নামতে শুরু করলেই ও উঠে পড়ে। সারাদিনের পর এটাই ওর ব্যস্ততার সময়। সুমিত অফিস থেকে ফেরার আগেই নীলিমা ওর জন্য খাবার তৈরী করে। অফিস থেকে ফিরেই খালি, “খেতে দাও, খিদে পেয়েছে” করে। অনেকটা বাচ্চারা স্কুল থেকে ফিরলে যেমন করে। আসলে সুমিতের মধ্যে যে শিশুর সারল্য এখনও বর্তমান, সেটা বিয়ের পর থেকেই লক্ষ্য করে এসেছে নীলিমা। রবিবারে তো সারাবাড়ি নিজেই মাতিয়ে রাখে। বাইরে খেতে যাওয়া থেকে শুরু করে, নীলিমাকে সিনেমা দেখানো, মাসে একবার লং ড্রাইভে নিয়ে যাওয়া, কোনও কিছুতেই না নেই সুমিতের। বউকে যে সে সময় দেয়না, একথা সুমিতের পরম শত্রুও বলবে না। অফুরন্ত প্রাণশক্তি আর হুল্লোড়বাজ। কখনও কখনও সুমিতের ছেলেমানুষিগুলো দেখতে দেখতে নীলিমা ভাবে এই মানুষটাকে পেয়ে ও জীবনে খুব সুখী। সুমিতের কথা ভাবতে ভাবতে নীলিমার মুখে এক চিলতে হাসি খেলে গেল। হঠাৎ কাঁধের উপর কারোর হাতের স্পর্শ টের পেয়ে চমকে উঠে পিছনদিকে ফিরে তাকাল নীলিমা।
[/HIDE]
 
[HIDE]তৃতীয় পর্ব-[/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
"একী? অন্ধকারে ভূতের মত বসে আছো কেন?" হঠাৎ করে কাঁধে হাত পড়াতে নীলিমা চমকে উঠলেও, সন্ধ্যার আবছা অন্ধকারে সুমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সামলে নিল। তাড়াতাড়িবলল, "ওমা, তুমি কখন এলে!"
- "অনেকক্ষণ। পার্কিং থেকে তোমাকে দেখতে পেয়ে হাত নাড়লাম, তুমি গ্রাহ্য করলে না। এদিকে ডোরবেল বাজাতে বাজাতে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু তুমি দরজা খুললে না।"
অপ্রস্তুত হয়ে নীলিমা বলল, "স্যরি, স্যরি। একদম শুনতে পাইনি। কিন্তু তুমি ভিতরে এলে কী করে? "সুমিত মুচকি হেসে বলল, "ব্যাগে রাখা ডুপ্লিকেট চাবিটা কাজে লেগে গেল।" অল্পক্ষণ চুপ থেকেসুমিত জিজ্ঞাসা করল, "কিন্তু তুমি বললে নাতো যে এত মনোযোগ দিয়ে কী এমন দেখছিলে মোবাইলে?" নীলিমা বলল, "তেমন কিছু না। আজকে খেয়ালই করতে পারিনি যে কখন সন্ধ্যে হয়ে গেছে।নাহলে অন্যান্যদিন এতক্ষণ বসে থাকিনা আমি।"
সুমিত বুঝতে পারল তার কথায় নীলিমা দুঃখ পেয়েছে। ও পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য মজার সুরে বলল, "OK honey, you stay here. আমি তো যাচ্ছি কিচেনে। মুঝে বহুত ভূখ লাগী হ্যায়।আপকো কুছ চাহিয়ে তো বোলিয়েগা ম্যাডাম।" নীলিমা সঙ্গে সঙ্গে বলল, "অ্যাই খবরদার বলছি কিচেনে একদম ঢুকবে না। সেদিন ডিমভাজার নাম করে ঢুকেছিলে। গোটা কিচেনটা এত অপরিষ্কারকরছিলে যে,সব ঠিকঠাক করতে ঘাম ছুটে গিয়েছিল আমার। চলো আমি খাবার তৈরী করে দিচ্ছি। তুমি যাও ততক্ষণে ফ্রেশ হয়ে নাও।" নীলিমার কথা শুনে সুমিত এমনভাবে বাও করে, "যো হুকুমমেরী রাণী" বলল যে নীলিমা না হেসে থাকতে পারল না। সুমিতও হেসে অফিসের ব্যাগ উঠিয়ে ভিতরে চলে গেল। নীলিমা অস্ফুটে "পাগল একটা" বলে সুমিতকে অনুসরণ করল। সুমিতের কারণে"মেঘনাদ"-র চিন্তা নীলিমার মন থেকে ততক্ষণে শতহস্তদূরে।
কিচেনে কাজ করতে করতে হঠাৎই মেঘনাদের কথা মনে পড়ে গেল নীলিমার। মনে পড়ার সাথে সাথেই পুরানো অস্বস্তিটাও ফিরে এল। লোকটা কে, কীই বা তার উদ্দেশ্য সেটাই বুঝে উঠতে পারছিল নানীলিমা। মনের দোনামোনা ভাবটাকেও কাটিয়ে উঠতে পারছিল না ও। দ্বিধাবিভক্ত মনের একভাগ ওকে বলছিল সুমিতকে সব খুলে বলতে। কিন্তু দ্বিতীয়ভাগটা এত তাড়াতাড়ি কিছু না করে, চুপথাকারই পক্ষপাতী। নীলিমাও দ্বিতীয়ভাগের সাথে সহমত হল। সুমিতকে বললে ও হয়তো হেসেই উড়িয়ে দেবে ব্যাপারটা। আর তাছাড়া মাত্র দুটো মামুলি ম্যাসাজকে অতি গুরুত্ব দিয়ে দেওয়াটা তারনিজের কাছেও বাড়াবাড়িই বলেই মনে হল। অবশেষে এখনই সুমিতকে এ ব্যাপারে কিছু না জানানোরই সিদ্ধান্ত নিল নীলিমা। হঠাৎ করে পেটের উপর কারোর হাতের স্পর্শ আর কাঁধের উপর ঠোঁটেরস্পর্শ টের পেয়ে চমকে উঠল নীলিমা। কেউ যেন ওকে পিছন থেকে জাপটে ধরেছে।
[/HIDE]
 
[HIDE]চতুর্থ পর্ব-[/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
চমকে উঠে পিছন ফিরে সুমিতের দুষ্টুমি টের পেল নীলিমা।নিজেকে সুমিতের বাহুপাশ থেকে ছাড়াবার চেষ্টা করল নীলিমা, কিন্তু পারলো না। সুমিত নীলিমাকে আরোও শক্ত করে জড়িয়ে ধরল। সাথেসাথে নীলিমা কাঁধে আর চওড়া পিঠে চুমু খেল। নীলিমা ছটফটিয়ে উঠে বলল, "উফ্ কী করছো বলো তো? দেখছো কাজ করছি।" সুমিত পিছন থেকে উত্তর দিল, "তোমাকে কে বলল বলো তো যে, কাজ করতে করতে এসব করা যায়না?" নীলিমা বলল, "আমি পারি না। এখন এসব সম্ভব নয়। অনেক কাজ বাকী আছে। রাতে হবে।" সুমিত মুচকি হেসে বলল, "প্রমিস?" নীলিমা বলল, "প্রমিস। এখনযাও।" সুমিত নীলিমার গালে একটি চুমু খেয়ে ড্রয়িংরুমে এসে টিভি খুলে বসল। সামনে টিভি চললেও সুমিতের নজর ছিল কর্মরতা নীলিমার দিকে। ড্রয়িংরুমে বসে থাকলেও অদূরে থাকা নীলিমাকে দেখাটা সুমিতের কাছে বিশেষ কষ্টসাধ্য ছিলনা। নীলিমাকে প্রথম দেখাতেই ভাল লেগে গিয়েছিল সুমিতের। ও জন্ম থেকে মুম্বাইয়ে বড় হয়েছে। পশ্চিমবঙ্গে ওর যাতায়াত ছিল কালেভদ্রে। তাই প্রথমবার মা যখন নীলিমার কথা ওকে বলে তখন সুমিত বেশ কিছুটা দ্বিধাগ্রস্থ ছিল। কারণ সুমিত জানত যেকোন মেয়েরই পক্ষে বিয়ের পর পশ্চিমবঙ্গ থেকে মুম্বাইয়ে চলে আসাটা সত্যিই কষ্টকর।
তাই প্রথমে একটু দোনামনা করে, অবশেষে মায়ের কথা ভেবে ও রাজী হয়ে যায়। পরে ওর মনের ভয়কে সত্যি প্রমাণ করে নীলিমার বাবা এই বিয়েতে মত দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্থ ছিলেন। কিন্তু সুমিত আর নিজের বাবাকে অবাক করে দিয়ে নীলিমা এক কথাতে মুম্বাইয়ে আসার ব্যাপারে রাজী হয়ে যায়। নীলিমার সম্মতি পেতেই সুমিতের মায়ের মুখে চওড়া হাসি খেলে যায়। নীলিমার মত একটি সুশিক্ষিতা এবং সুন্দরী মেয়েকে নিজের পুত্রবধূ করার আনন্দ ফুটে উঠেছিল ওনার মুখে। নীলিমা রাজী হওয়াতে সুমিতও কম আনন্দিত হয়নি। প্রথম দেখাতেই নীলিমাকে পছন্দ হয়ে গিয়েছিল ওর। নীলিমা সত্যিই সুন্দরী। গায়ের রঙ ফর্সার দিকে। মাঝারী উচ্চতা। বড় বড় আয়ত চোখ, টিকালো নাক, পাতলা ঠোঁট, সুউচ্চ বুক, পাতলা কোমর, কোমর পর্যন্ত ঢেউ খেলানো কালো চুল।
নীলিমার গানের গলা ভাল, একথা ওর এক আত্মীয়া বলেছিল। সবার অনুরোধে ও একটা গানও গেয়েছিল। সুমিতের ভালো লেগেছিল। বিয়ের তারিখ ঠিক হয়েছিল মাস দুয়েক পর। সুমিত আর ওর মা ফিরে এসেছিল মুম্বাইতে। সুমিতের সঙ্গে এসেছিল মিষ্টি একটি মেয়ের ছবি। কাজপাগল সুমিতকে একটু একটু করে বদলে দিচ্ছিল একজন। রাত পর্যন্ত জাগা, অফিসে অকারণে ওভারটাইম বন্ধ হচ্ছিল। শাই নেচারের কারণে সুমিতের বন্ধুর সংখ্যা চিরদিনই কম। নিজের হাসিখুশী মেজাজটা কেবলমাত্র নিজের কাছেই সীমাবদ্ধ রাখাটা ছিল ওর অভ্যাস। সেই অভ্যাসে দাঁড়ি টানছিল একজন। সদাব্যস্ত, নিজের প্রতি চূড়ান্ত অমনোযোগী সুমিত পিছু হটছিল। তার জায়গা নিচ্ছিল নতুন এক প্রাণোচ্ছল সুমিত। পুরানো অভ্যাসের জায়গায় গড়ে উঠছিল নতুন অভ্যাস। রাত পর্যন্ত কাজের বদলে শুরু হয়েছিল ফোনে কথা বলা। সুমিতের এই পরিবর্তন মায়ের চোখকে ফাঁকি দিতে পারেনি। মায়ের মন খুশীতে ভরে উঠেছিল। আনন্দ জায়গা করে নিয়েছিল সুমিতের মনে। আসন্ন নতুন জীবনের আনন্দ।
কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাত। সুমিতের মায়ের শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করে। নার্সিংহোমে ভর্তি করা হয় ওনাকে। ডাক্তাররা হাল ছেড়ে দেন। হাতে মাত্র একটা মাস। সুমিত রাজী ছিলনা। কিন্তু নাছোড়বান্দা মায়ের কথা রাখতে সুমিত বিয়ে করে। বিয়ের পরদিনেই নীলিমাকে সম্পূর্ণ অচেনা পরিবেশে নিয়ে চলে আসে সুমিত। মাও নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এসে এখন মৃত্যুপথগামী। সেই সময় নীলিমাকে নতুন করে চিনতে শুরু করল সুমিত। নিজের হাতে সংসারের সমস্ত দায়িত্ব। সব কিছু ভুলে মায়ের সেবা। সবেতেই নতুন নীলিমা ধরা দিচ্ছিল সুমিতের কাছে। অবশেষে মায়ের মৃত্যু। কাঁদতে থাকা সুমিতের কাঁধে প্রথম হাতের স্পর্শ নীলিমারই ছিল। তারপর পুরানো ঘরে থাকাটা সুমিতের কাছে অসহনীয় হয়ে উঠছিল। অবশেষে পুরানো বাড়ি বিক্রি করে দিয়ে এই নতুন ফ্ল্যাটে আগমণ। এখানে আসার পর সুগৃহিনী নীলিমার পরিচয় নতুন করে পেল সুমিত। ফ্ল্যাটটাকে ছবির মতো সুন্দর করে সাজাতে নীলিমার লেগেছিল মাত্র কয়েকটা দিন। মায়ের মৃত্যুর শোক ভুলিয়ে দিচ্ছিল নীলিমার স্নিগ্ধ সান্নিধ্য। আবার আগের মতোই খোলস ছেড়ে বেরিয়ে আসছিল প্রাণোচ্ছল সুমিত।
এদিকে ড্রয়িংরুমে বসে সুমিত যখন পুরানো স্মৃতিতে মগ্ন, তখন অন্যদিকে নীলিমা ব্যস্ত রাতের খাবার প্রস্তুতির কাজে। কাজের মাঝে নীলিমার চোখ গেল নিজের মোবাইলের পর্দায়। নীলিমা দেখতে পেল নতুন বার্তা উপস্থিত হয়ে়ছে তার জন্য। কাঁপা কাঁপা হাতে ম্যাসাজটা খুলতেই মোবাইলের নীলচে পর্দায় ভেসে উঠল নতুন বার্তা, “Looks like your hubby is very horny tonight. Me too.”
[/HIDE]
 
[HIDE]পঞ্চম পর্ব-[/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
“ইয়ে রাত ভিগী ভিগী
ইয়ে মস্ত্ ফিজাঁয়ে
উঠা ধীরে ধীরে বো চাঁদ প্যায়ারা....
কিঁউ আগ্ সি লগা কে গুমশুম হ্যায় চাঁদনী,
সোনে ভী নহী দেতা মৌসম্ কা ইয়ে ইশারা......”
রোজ রাতে গান শুনে শুতে যাওয়া সুমিতের অভ্যাস। বিশেষ করে পুরানো হিন্দী গান। মহম্মদ রফি, হেমন্ত কুমার, কিশোর কুমার, মান্না দে, মুকেশ, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে - অল টাইম ফেভারিটস্। বালিশে ঠেস দিয়ে বিছানায় আধশোয়া হয়ে, চোখ বুজে গান শুনছে সুমিত। ঘরের এককোণে জ্বলতে থাকা নাইট ল্যাম্পের মৃদু আলো ঘরটাকে আরও মায়াবী করে তুলেছে। আজ অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। সুমিত হাতমুখ ধুয়ে এ ঘরে এসেছে প্রায় আধঘন্টা হতে চলল। কিন্তু নীলিমা এখনো আসেনি। কি যে কাজ এত ওর? মনে মনে একটু হলেও বিরক্ত হয় সুমিত। হঠাৎ হাল্কা শব্দে দরজা বন্ধ করার আওয়াজে সুমিত চোখ খুলল। আলতো হাতে দরজাটা বন্ধ করে ঘুরে দাঁড়াল নীলিমা। বিছানার দিকে তাকিয়ে দেখল সুমিত ওর দিকেই চেয়ে আছে। তার মানে সুমিত এখনও ঘুমায়নি। অথচ ও মনেপ্রাণে চাইছিল সুমিত ঘুমিয়ে পড়ুক। কারণ কিছুক্ষণ আগে আসা ম্যাসেজটা ওর ধারণাটাকে ভুল প্রমাণ করে দিয়েছে। ও ভেবেছিল ম্যাসেজগুলো কেউ মজা করে পাঠাচ্ছে। কিন্তু একটু আগেই আসা ম্যাসেজটা ওর ধারণার ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছে। সুমিত খাওয়া শেষ করে এই ঘরে চলে আসার পর নীলিমা খাবার টেবিলেই বসেছিল। তখনই চতুর্থ বার্তাটি ঢুকল তার ফোনে। সন্ধ্যাবেলায় তৃতীয় ম্যাসেজটা আসার পরই নীলিমা ভেবেছিল ফোনটাকে সুইচড্ অফ্ করে দেবে। কিন্তু তারপর তা না করে সাইলেন্ট করে রেখেছিল ফোনটা। ওদিকে সুমিত হাঁকছে, “কই নীলিমা, এসো। তোমার ফেভারিট শো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে।“ নার্ভাসনেসকে নিজের বুকের ভিতর লুকাতে লুকাতে ড্রয়িংরুমে এল নীলিমা।
আজ টিভি দেখার ইচ্ছা নীলিমার একদমই ছিল না। সুমিতেরও না। টিভি দেখার ফাঁকে সুমিতের হাত ইতস্তত ঘুরছিল নীলিমার ব্লাউজের ফাঁকে বেরিয়ে থাকা খোলা পিঠ আর কাঁধে। কিন্তু নীলিমার মাথায় তখন কেবলই “মেঘনাদ”। তাই সুমিতের ঘনিষ্ঠতা কেবলই বিরক্তির উদ্রেক করছে ওর মনে। এই প্রথম। নীলিমার আড়ষ্টতা বুঝতে পেরে সুমিত থেমে গেল। এই অভিজ্ঞতা সুমিতেরও আগে কখনও হয়নি। এর আগে ওর আহ্বানে কখনও না করেনি নীলিমা। তার ঘনিষ্ঠতায় আড়ষ্ট থাকেনি কখনও। বরং উপভোগ করেছে প্রতিটা মুহুর্ত। আরোও আরও সুযোগ করে দিয়েছে সুমিতকে ঘনিষ্ঠ হওয়ার। সামিল হয়েছে ওর প্রতিটি উত্তেজক দুষ্টুমির। কিন্তু এভাবে নীরবে বাধা দেয়নি কখনও। নীলিমার অসম্মতি টের পেয়ে সুমিত নিজেকে বিরত করল। নীলিমাও আশ্বস্ত হল। সবসময় ওর মনে হচ্ছে কেউ যেন সব কিছু লক্ষ্য রাখছে। আড়াল থেকে মেপে নিচ্ছে ওদের প্রতিটা পদক্ষেপ। সুমিত জানেনা। কিন্তু সে নিজে তো জানে। তাই সে নিজেকে ভেসে যাওয়া থেকে বিরত করল। অনেক কষ্টে। কারণ ওদের একান্ত ব্যক্তিগত মুহুর্তগুলো অন্য কারোর ভোগ্য হোক সেটা, নীলিমা কোনমতেই চায় না।
নীলিমা অস্ফুট স্বরে বলল, “এখন এসব ভাল লাগছে না সুমিত। প্লিজ।“ সুমিত কিছু না বলে সরে বসল। কিছুক্ষণ এক জায়গায় আড়ষ্ট হয়ে বসে থাকার পর নীলিমা উঠে পড়ল। খাওয়ার টেবিলে সুমিত কোন কথা বলল না। নীলিমাও নীরব থাকাই শ্রেয় বলে ঠিক করল। খাওয়া শেষ হতেই সুমিত উঠে হাতমুখ ধুয়ে নীলিমার প্রতি নীরব চাহনি মেলে ঘরে চলে গেল। এই চাহনির অর্থ পরিষ্কার নীলিমার কাছে। সুমিত তাকে কাছে পেতে চাইছে। নীলিমাও তাই চাইছে। কিন্তু অজানা একটা ভয় তাকে যেন সুমিতের ঘনিষ্ঠ হবার সুযোগই দিচ্ছে না। সুমিত চলে যাবার অল্পক্ষণ পরেই ঘর থেকে হাল্কা শব্দে গানের কলি ভেসে আসতে লাগল। নীলিমা কিছুক্ষণ খাবার টেবিলেই বসে রইল। তার মন আবার দ্বিধাবিভক্ত। একভাগ ভয় পাচ্ছে সুমিতের। সে যেন কোনমতেই নীলিমাকে ভুল না বোঝে। অন্যভাগটা অদৃশ্য একজনের ভয়ে ভীত। যে অদৃশ্য মানুষটি নজরদারী চালিয়ে প্রত্যক্ষ করছে নীলিমার ব্যক্তিগত জীবনটাকে। ভাবনায় ছেদ ফেলল বিশ্বাসঘাতক মোবাইলটা। সাইলেন্ট থাকার কারণে নীরবই রইল। কিন্তু বারদুয়েক মোবাইলের জ্বলে ওঠা আলোটা নীলিমাকে বুঝিয়ে দিল সে কী বলতে চাইছে। এবার আর কাঁপা কাঁপা হাতে নয়, বরং অদম্য কৌতুহলেই বার্তাটা পড়ল নীলিমা। “Your loving hubby is lusting for you. Don’t let him down tonight, as well as me.”
[/HIDE]
 
[HIDE]ষষ্ঠ পর্ব-[/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
“কসম্ হ্যায় তুমহে, তুম অগর মুঝসে রূঠে
কসম্ হ্যায় তুমহে, তুম অগর মুঝসে রূঠে
রহে সাঁস যব তক্ ইয়ে বন্ধন না টুটে
তুমহে দিল দিয়া হ্যায়, ইয়ে ওয়াদা কিয়া হ্যায়
সনম ম্যায় তুমহারী রহুঙ্গী সদা...
ইয়ে রাতে, ইয়ে মৌসম্, নদী কা কিনারা, ইয়ে চঞ্চল হাওয়া
কহা দো দিলোঁ নে, কে মিলকর কভি হম্ না হোঙ্গে জুদা.......”
নীলিমা দরজা বন্ধ করে বিছানায় সুমিতের পাশে গিয়ে বসল। আলতো স্বরে জিজ্ঞাসা করল, “রাগ করেছো?” সুমিত কিছু বলল না। নীলিমা বুঝল কৃষ্ণের মানভঞ্জন তাকেই করতে হবে। বলল, “কী, বাবুর রাগ হয়েছে?” সুমিত কিছু না বলে নীলিমাকে নিজের দিকে টানল। নীলিমা টাল সামলাতে না পেরে সুমিতের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল। একরাশ চুল ওর মুখের উপর এসে পড়েছে। সুমিত আলতো করে চুলগুলো নীলিমার মুখ থেকে সরিয়ে দিল। সুমিত তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে দেখে নীলিমা জিজ্ঞাসা করল, “কী দেখছো?
“তোমাকে।”
“কেন, আমাকে আগে কখনও দেখোনি?”
“দেখেছি। তবে আজ তোমাকে যেন অন্যরকম লাগছে।”
নীলিমা কিছু বলার আগেই সুমিত ওর নরম ঠোঁটের উপর একটা আঙুল রেখে বলল, “শ্...শ্... চুপ, আর কোন কথা নয়।” তারপর সুমিত নিজের মুখটা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে নীলিমার ঠোঁটের উপর রাখল।
নীলিমা দু’চোখ বন্ধ সুমিতকে নিজের কাজ করতে দিল। সুমিতের ঠোঁটগুলো এখন ওর ঠোঁটের উপর আবদ্ধ। জিভ চাইছে বাধা ঠেলে ভিতরে ঢুকতে। অবশেষে সফল হল সে। সুমিতের ঠোঁটদুটো লেহন করে চলেছে নীলিমার কোমল ঠোঁটদুটোকে। অবাধ্য চুলগুলো শাসন না মেনে বারবার চলে আসছে মুখের উপর। চুম্বন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। জিভদুটো নিজেদের মধ্যে মত্ত। অবশেষে দীর্ঘ চুম্বনের অবসান। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে। নিষ্পলক। সময় নিজের তালে অতিক্রান্ত। ঘড়ির একঘেয়ে টিক....টিক শব্দ বিরক্তিকর। বড়ই নির্মম। মনে করিয়ে দেয় রাত্রির গভীরতা। সুমিতের হাত চাইছে লজ্জার আগলটা সরাতে। বাধা দিচ্ছে নীলিমার সম্ভ্রম। অবশেষে জয়ী হল জেদ। আঁচলের সঙ্গে সঙ্গে সরলো আলগা লজ্জাটাও। তারপর একটা বাধা। অনাবশ্যক ব্লাউজের হুক। তারপর আরেকটা... তারপর আরেকটা। মাটিতে স্থান নিল ব্লাউজটা। শাড়ির ঠিক পাশেই। তারপর সায়া। অবশেষে নিরাভরণা হল প্রেয়সী। সদ্য বিবাহিতা কুমারীর মত লজ্জায় মুখ ঢাকছে সে। অন্যদিকে সুমিতের ব্যস্ত ঠোঁট খুঁজছে তার শরীরের সমস্ত অন্ধ গলিঘুঁজি।
ঘাড়, কাঁধ, গলা ছুঁয়ে এখন সে পর্বতারোহণে ব্যস্ত। বৃন্তদুটি খাড়া। জিভ স্পর্শ করতেই শিউড়ে উঠল সারা শরীর। হালকা শীৎকার। অল্পক্ষণেই বৃন্তদুটি সুমিতের লালা মেখে সাক্ষী রইল অপরিসীম সুখের। আরামের অতিশয্যে শরীর কাঁপছে শুকনো পাতার মত। শরীরের সমস্ত রোমকূপ জেগে উঠেছে। সুমিতের ঠোঁট ততক্ষণে নাভীমূল উপত্যকায় বৃত্তাকারে ঘুরছে। জিভ চেটে নিচ্ছে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম। নীলিমার নখ বসে যাচ্ছে সুমিতের পিঠের চামড়ায়। ব্যথা হার মানছে তীব্র সুখের কাছে। খুঁচিয়ে খুঁচিয়ে নাভীমূল লেহনের পর শান্ত হল জিভ। ঠোঁট কিন্তু এখনও তার কাজ ভোলেনি। উৎরাই বেয়ে খাদের ধারে নিমজ্জমান। খাদের অতল স্পর্শ পেয়ে তবে শান্তি। ততক্ষণে আগুন লেগেছে শরীরে। সেই আগুনের আঁচ ছড়িয়ে পড়ছে শরীরের কোণায় কোণায়। গলিয়ে দিচ্ছে সবকিছু। গলন্ত লাভা বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে সমস্ত উপত্যকা। উত্তপ্ত জিভ চেটে নিচ্ছে সেই নোনতা গরম রস। নীলিমার হাতের মুঠি দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে সুমিতের চুলে। সুমিতের মুখটাকে মিশিয়ে দিতে চাইছে নিজের নির্লোম উপত্যকায়। সুমিতের মুখ তখন গোলাপের পাপড়ি দুটোকে চাটছে, চুষছে, আলতো কামড় বসাচ্ছে তাতে।
অবশেষে জিভ সেই পাপড়ি দুটো ঠেলে ঢুকে গেল উষ্ণ গহ্বরের অন্তরালে। তীব্র বেগে বেরিয়ে আসছে উত্তপ্ত, নোনতা জল। জিভ খাড়া হয়ে ওঠা ভগাঙ্কুর স্পর্শ করতেই কেঁপে উঠল সমস্ত শরীর। ভগাঙ্কুরে আলতো দাঁতের চাপে বিদ্যুৎ খেলে যাচ্ছে গোটা শরীরে। “আহহহহহ......” অসহ্য সুখে বেরিয়ে এল শীৎকার। এক হাতে বিছানার চাদর খামচে ধরে আত্মনিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে নীলিমা। সুমিতের জিভ তখন বারবার গহ্বরে ঢুকছে আর বেরোচ্ছে। গহ্বরের উষ্ণতা প্রতি মুহুর্তে পাল্লা দিয়ে বাড়ছে। সুখ তখন সপ্তম স্বর্গে সমাগতপ্রায়। আর তারপরই সুখের তীব্র অনুভবের সঙ্গে ধনুকের মত বেঁকে গেল নীলিমার সমস্ত শরীর। আর পরক্ষণেই রাগমোচনের শান্তি। বিছানায় শুয়ে শুয়ে আজ রাতের প্রথম ধাপ অতিক্রম করল নীলিমা। চোখ বুজে আরামের নিশ্বাস ফেলছে সে। ওদিকে সুমিত প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ধাপের জন্য।
[/HIDE]
 
[HIDE]সপ্তম পর্ব-[/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
“ইয়ে রাত, ইয়ে চাঁদনী, ফির কাঁহা.....সুন্ যা দিল্ কি দাস্তান্.....
পেড়োঁ কি শাখো পে শোয়ী শোয়ী চাঁদনী,
তেরে খেয়ালো মে খোয়ী খোয়ী চাঁদনী,
ঔর থোড়ী দের মে থক্ কে লৌট জায়েগী
রাত ইয়ে বাহার কি ফির কভি না আয়েগী
দো এক পল্ ঔর হ্যায় ইয়ে সমাহ্
সুন্ যা দিল্ কি দাস্তান্.....”
কিছুক্ষণ পর নীলিমা চোখ খুলে সুমিতের দিকে তাকালো। দেখতে পেল সুমিত ওর দিকে তাকিয়ে একটি দুষ্টু হাসি হাসছে। সুমিতের হাসির কারণ বুঝতে পেরে ও লজ্জায় চোখ বুজল।কিন্তু পরক্ষণেইঠোঁটের উপর সুমিতের ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ খুলল। মুখের ঠিক সামনে সুমিতের মুখ দেখতে পেল ও। ঠোঁটের উপর সুমিতের ঠোঁটের বলিষ্ঠ চাপ আর মুখের উপর গরম নিঃশ্বাস। নীলিমা যেন এখনবাতাসে ভাসছে। আগের বারের মত না হলেও এবারও চুম্বনটা দীর্ঘ হল। হঠাৎ পেটের উপর শক্ত কিছুর স্পর্শ টের পেল নীলিমা। হাত দিতেই টের পেল জিনিসটা কী। সুমিতের শিশ্নটা কঠিন থেকেকঠিনতর হচ্ছে। মুঠো করে ধরতেই দুলে উঠল সামান্য। চামড়াটা ধরে নীচের দিকে টেনে নামাতেই একবিন্দু জল জমলো মুখের কাছে। নাইট ল্যাম্পের নীলচে আলোতে মুক্তোর দানার মতো চকচক করেউঠল। দু’ আঙুলে মুক্তোদানাটাকে তুলে নিল নীলিমা। নাকের কাছে আনতেই সোঁদা গন্ধটা ঝাপটা মারলো নাকে। কী মনে করে আঙুলটা মুখে পুরে নিল নীলিমা। আজকে সমস্ত রকম দুষ্টুমি করতে মনচাইছে। প্রথমবার জিভে তেতো কষাটে স্বাদ পেল ও। তারপর শিশ্নটাকে নিজের মুখের কাছে নিয়ে এল। তারপর সুমিতকে অবাক করে শিশ্নটাকে মুখে পুরে নিল। এই প্রথমবার। এর আগে অনেকবার বলাসত্ত্বেও সে রাজী হয়নি। আজ নিজে থেকে এটা করল। আজ কোনও কাজে সুমিতকে না বলতে মন চাইছে না। আর অন্যদিকে সুমিত প্রথমবার মুখমৈথনের মজা নিচ্ছে। প্রথমবার করতে গিয়ে নীলিমাটের পেল কাজটা যতটা সহজ ভেবেছিল, ততটা সহজ নয়। প্রথমবার করার পক্ষে শক্ত বইকী।
তবু হাল ছাড়ল না ও। সুমিতকে ‘সর্বসুখ’ দেওয়ার ভূত চেপেছে ওর মাথায়। শক্ত শিশ্নটাকে দুহাতে ধরে চুষতে শুরু করল নীলিমা। সোঁদা গন্ধে নাক বুজে আসছে। মুখ নোনতা, কষাটে স্বাদ। কিছুই যেন দাগ কাটতে পারছে না তার কাছে। শরীরী সুখের কাছে বাকী সব পার্থিব বস্তু যেন আজ তুচ্ছ। নীলিমা নিজের কাজে মনোনিবেশ করল। গোড়া থেকে উপর পর্যন্ত চুষছে। সুমিত চোখ বুজে প্রথমবার শিশ্নলেহনের আনন্দ নিচ্ছে। হঠাৎ মাথার উপর চাপ পড়তে চোখ তুলে তাকালো নীলিমা। দেখতে পেল সুমিত ওর মাথাটা চেপে ধরেছে নিজের শিশ্নের উপর। ফলত শিশ্নটা আগের চাইতে ওর মুখের অনেক বেশী ভিতরে ঢুকে যাচ্ছে। শিশ্নের ডগাটা ধাক্কা মারছে মুখের একদম গভীরতম প্রান্তে। পরক্ষণেই শিশ্নটাকে টেনে বের করে আনল সুমিত। নীলিমা ভাবল এখানেই বুঝি ইতি। কিন্তু ওকে অবাক করে আবার সেটা ঢুকে গেল মুখের গভীরে। সুমিত ওকে দিয়ে মুখমৈথুন করাচ্ছে! চিন্তাটা মাথায় এল তার। আজ ওরা দুজনেই চেনা ছকের বাইরে চলে যাচ্ছে। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন উচ্ছ্বাস। সময়টা যেন দশ মাস পিছিয়ে পড়েছে। নীলিমা যেন সদ্য বিবাহিতা এক কুমারী আর সুমিত, সে সেই পুরানো উদ্দাম সুমিত।
আজ যেন ওরা দুজনেই দুজনের কাছে নতুন, অপরিচিত। দশ মাস আগের সেই বিবাহ পরবর্তী ফুলশয্যার রাতটা আবার ওদের কাছে ফিরে এসেছে। নতুন রূপে, নতুন ছন্দে। আজকের রাত আর পাঁচটা রাতের মত নয়। আজকের রাত উদ্দামতার রাত। আজকের রাত নিজেদেরকে ভেঙে নতুন করে গড়ার রাত। আজকের রাত অন্যের হাতে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়ার রাত। আজকের রাত পরস্পরকে নতুন আঙ্গীকে চেনার রাত। আজকের রাত ওদের কাছে আক্ষরিক অর্থেই First Night. এত চিন্তার মাঝেও ওরা নিজেদের কাজে মগ্ন ছিল। প্রথমবার মুখমৈথুন করার কারণে সুমিত নিজেকে বেশীক্ষণ ধরে রাখতে পারল না। নীলিমার মুখটাকে নিজের শিশ্নের উপর চেপে ধরে স্খালন করল। প্রিয়ার মুখে প্রথম বার স্খালন করল সুমিত। নিজেকে পরিপূর্ণ লাগছে। সেটা কী প্রথমবার নীলিমার মুখে স্খালন করার আনন্দে নাকী আজকের রাতের দ্বিতীয় ধাপ অতিক্রম করার সুখে, সেটা সুমিত জানেনা।
[/HIDE]
 
[HIDE]অষ্টম পর্ব-[/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
“লহরো কে হোটোঁ পে ধীমা ধীমা রাগ্ হ্যায়
ভিগী হাবাও মে ঠণ্ডী ঠণ্ডী আগ্ হ্যায়
ইস্ হাসীন আগ্ মে তু ভি জ্বল্ কে দেখ্ লে
জিন্দেগী কে গীত কি ধুন্ বদল্ কে দেখ্ লে
খুলনে দে অব্ ধড়কনোঁ কি জবান্....
সুন্ যা দিল্ কি দাস্তান্......”
নীলিমার মুখ থেকে অর্ধশক্ত শিশ্নটা বের করে আনল সুমিত। ওর মুখের কষ বেয়ে গড়ানো সাদা থকথকে পদার্থটা সাক্ষ্য দিচ্ছে একটু আগে করা সুমিতের দুষ্টুমিটার। নীলিমা সুমিতের মনের ভাব বুঝতে পেরে ওকে হাঁ করে দেখালো। সুমিত দেখতে পেল ওর মুখ তার স্খালিত বীর্যে ভর্তি। সুমিত কিছু বলার আগেই নীলিমা সেটা গিলে নিল। সে যে এটা করবে সুমিত ভাবতে পারেনি। নীলিমা নিজেও না। আজ যেন ও নিজের মধ্যে নেই। ও আজ নীলিমা নয়, অন্য কেউ। যে আজ রাতে প্রতি পদক্ষেপে সুমিতকে হতবাক কর দিচ্ছে। সেই সাথে নিজেকেও। সুমিত ওকে শুইয়ে দিল। ওর ঠোঁটে লেগে থাকা নিজের অবশিষ্ট বীর্যটুকু চেটে নিল সে। এবার আজ রাতের শেষের শুরু।
সুমিত নীলিমার যোনিদ্বারে নিজের শিশ্নটিকে স্থাপন করল। কামজলে পিচ্ছিল গহ্বরে প্রবেশ করাতে বিশেষ বেগ পেতে হল না সুমিতকে। প্রায়দিনই করা এই কাজটায় যেন নতুন উদ্যম খুঁজে পেল সুমিত। আঙুল সহজেই খুঁজে পেল শক্ত হয়ে ওঠা ভগাঙ্কুরটাকে। হঠাৎ নিজের সবচেয়ে সংবেদনশীল অঙ্গে আঙুলের স্পর্শ টের পেয়ে নীলিমা ছটফটিয়ে উঠল। অসহ্য কামতাড়নায় অস্থির হয়ে উঠল ও। পার্থিব সব চিন্তাভাবনা মুছে গেছে ওর মন থেকে। এখন তার মননে কেবল সে আর সুমিত। ওরা এখন আদিম পুরুষ আর নারীর মতো আদিম খেলায় মত্ত। আস্তে আস্তে ওর শরীর জেগে উঠছে। ভিসুভিয়াস হয়ে উঠছে শরীরটা। একটু পরে উত্তপ্ত গলিত লাভা ভাসিয়ে দেবে সবকিছু। যোনিগহ্বরের তাপ আগ্নেয়গিরিকেও হার মানায়। সেই আঁচ এসে পৌঁচ্ছাছে সুমিতের কাছেও। বুঝতে পারছে নীলিমার উদ্বেলতা। অঙ্গুলিহেলন বন্ধ করল সুমিত। শুরু করল যোনিগহ্বরে লিঙ্গচালনা। কামরসে পিচ্ছিল যোনীগহ্বর আহ্বান জানাচ্ছে তাকে। বলছে গভীর থেকে আরও গভীরে যেতে।
সুমিত কোমর আগুপিছু করে নীলিমার যোনিগহ্বরের অন্তরালে স্থাপন করতে লাগল নিজের উত্তুঙ্গ পুরুষত্বকে। আর নীলিমা নিজের নারীত্ব দিয়ে নিজের মধ্যে নিতে লাগল সুমিতকে। দুজনেই এখন বাহ্যজ্ঞানশূণ্য। কেবল নিজেদের কর্তব্যে রত। সময় অতি তুচ্ছ। রাতের গভীরতা কেবল বাধ্যবাধকতা। ঘড়ির টিক টিক শব্দ নিয়মের বেড়াজালে বন্দী। কিন্তু ওরা নয়। ওরা আজ মুক্ত। ওরা আজ আদিম। কেবল দুটো শরীরের আনাগোনা। চুড়ির রিনরিনে শব্দ। আলগা শীৎকার। আর বাইরে রাতজাগা নিশাচর পাখির কর্কশ ডাক। আকাশের আধখাওয়া ত্রয়োদশী চাঁদ অবাক দৃষ্টিতে দেখছে ওদের পরিপূর্ণ মিলন। প্রকৃতিও যেন স্তব্ধ। নিশ্চল। রাত ধীরলয়ে পরিণতির পথে। সেই সাথে ওরাও। বাড়ছে উদ্দামতা। পাল্লা দিয়ে বাড়ছে গতি। নারীর শরীরে পুরুষের আনাগোনা এখন অবাধ। এবং দ্রুত। নারী শরীর পরিণতি দিকে এগোচ্ছে। নখের আঁচড় বসছে পিঠে। বাস্তব জ্ঞান এখানে বেমানান। শরীরী সুখটাই বড় কথা। শেষকথাও বটে। অবশেষে বিস্ফোরণ। পরিণতি পেল নারী। এবার পালা পুরুষের। কিন্তু সে বিরামহীন। কেবল আনাগোনা। কেবল ভিতর-বাহির।
ছন্দপতন ঘটল। শান্ত হল পুরুষ। কিন্তু তার পুরুষত্ব এখনও অশান্ত। শেষবারের মত প্রবেশ করল গুহার গহীন, পিচ্ছিল অন্ধকারে। থামল গিয়ে দূরতম প্রান্তে। তারপর শান্তি। স্খালনের মজা। রাগমোচনের সুখ। পুরুষ তার পৌরুষের বীজ বপন করল নারীর গভীরে। আর নারী পরম তৃপ্তিতে বুকে টেনে নিল পুরুষকে। সেইসঙ্গে পৌরুষের বীজকে মিশে যেতে দিল নিজের নারীত্বের উর্বর ভূমিতে। নতুন প্রাণের আশায়। নগ্ন নারীর বুকে আরাম করছে রতিক্লান্ত পুরুষ। আর নারী তাকে পরম মমতায় আলিঙ্গন করে আরামে চোখ বুজল। ওদের আরাম করতে দিয়ে চাঁদও মেঘের ঘোমটা মাথায় দিয়ে সরে পড়ল। হয়তো লজ্জায়।
গভীর রাতে ঘুম ভাঙল নীলিমার। সারা শরীর জুড়ে রমণের শ্রান্তি। তবুও শরীরটাকে টেনে নিয়ে গেল বাথরুমে। শরীরে লেগে থাকা গ্লানিগুলোকে পরিষ্কার না করলে অস্বস্তি লাগছে। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে এল নীলিমা। তাকিয়ে দেখল বিছানার দিকে। সুমিত গভীর ঘুমে আচ্ছন্ন। সম্পূর্ণ নগ্ন। এতক্ষণে নিজের দিকে নজর পড়ল ওর। সে নিজেও তো নিরাভরণা। বিছানার ভিজে যাওয়া, কোঁচকানো চাদরটা ওদের মিলনের সাক্ষ্য দিচ্ছে। কিছুক্ষণ আগে করা নিজেদের উদ্দামতা চিন্তা করতেই সলজ্জ হাসি ফুটল নীলিমার মুখে। হঠাৎই নজর পড়ল টেবিলে রাখা মোবাইলটার উপর। আলোটা জ্বলছে‌। কাছে গিয়ে দেখতেই ওর আশঙ্কা বাস্তব হয়ে দাঁড়াল। মোবাইলের নীলচে স্ক্রিনে ফুটে উঠছে নতুন এক বার্তা। “Hot love making session. And lots of ejaculation. Love to see it.”
ক্রমশ......
[/HIDE]
 

Users who are viewing this thread

Back
Top