What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (9 Viewers)

এটা তো আমাদের সৌভাগ্য যে আপনার মনের কোনায় সামান্য হলেও জায়গা পেয়েছি। তা এতদিন কোথায় ডুব দিয়েছিলেন?
রঙ কিনতে গেছিলাম। জীবনের রঙ সব হারিয়ে গেছে কোথায় যেন।
 
অবশ্য সুষম জ্ঞানের চেয়ে কোনও একটা নির্দিষ্ট বিষয়ে প্রচুর জ্ঞান থাকাও কিন্তু খারাপ না
এ ব্যাপারে একটা গল্প জানি, যেটা শুনলে মেনে নেবেন যে একটা বিষয়ে বেশি জ্ঞান থাকা ভালো, কিন্তু আর সব বিষয়ে একেবারে অজ্ঞ হলে বিপদ আছে। যদি শুনতে চান তাহলেই গল্পটা বলব।
 
এ ব্যাপারে একটা গল্প জানি, যেটা শুনলে মেনে নেবেন যে একটা বিষয়ে বেশি জ্ঞান থাকা ভালো, কিন্তু আর সব বিষয়ে একেবারে অজ্ঞ হলে বিপদ আছে। যদি শুনতে চান তাহলেই গল্পটা বলব।
অবশ্যই তবে বলুন, শুনি
 
অবশ্যই তবে বলুন, শুনি
একজন statistics এ পণ্ডিত ব্যক্তি এক গ্রামের স্কুলে শিক্ষক হয়ে এলেন। বেশি পণ্ডিত মানুষেরা একটু অদ্ভুত হন, মানে সাধারণ বাস্তব জীবনকে অন্য ভাবে দেখেন। ইনিও সব কিছু statistics এর calculation করে দেখেন। গ্রামের মধ্যে ঘিঞ্জি পরিবেশ বলে তিনি গ্রামের শেষে একটা নদীর অন্য পারে খোলামেলা জায়গাতে বাড়ি ভাড়া নিলেন। প্রতিদিন নৌকাতে করে স্কুলে যেতে হত। এর মাঝেই তিনি হিসেব করে দেখলেন যে নৌকা বাবদ অনেক খরচ হয়ে যাচ্ছে। তিনি একটা ছুটির দিনে একটা নৌকাকে বেশি ভাড়া দিয়ে নিলেন, শর্ত এটাই তিনি যখন যেখানে থামতে বলবেন সেখানেই থামতে হবে। তিনি ১০ ফুট তফাতে নদীর গভীরতা মাপতে লাগলেন। সাধারণত নদীর মাঝেই গভীর হয়, তীরে অনেকটা অংশ অগভীর থাকে। তীরের দিকে মাপলেন ১ইঞ্চি, ৩ইঞ্চি, ৬ইঞ্চি,১০ইঞ্চি, ১ফুট, ১.২ ফুট, ১.৫ ফুট...........এরকম করে চলতে চলতে নদীর মাঝখানে ১৫ ফুট। তিনি সমস্ত ডাটো নিয়ে ঘরে এসে statistical calculation করতে শুরু করলেন। গড় গভীরতা পেলেন ৩ফুট। সাথে সাথে তিনি আনন্দে নেচে উঠলেন। পরের দিন স্কুলে যাওয়া র সময় নৌকা চাপলেন না। ফুল প্যান্ট খুলে ব্যাগে নিয়ে একটা শর্ট প্যান্ট পরে নদী হেঁটে পার হতে লাগলেন। কিছুক্ষণ পরেই নদীর গভীরতা ৫ফুটের বেশি হতেই তিনি আর টাল সামলাতে পারলেন না। তিনি জলে তলিয়ে গেলেন। তবে ভাগ্য ভালো, কাছেই একটা নৌকা যাচ্ছিল,সেই মাঝি তাকে তুলে পারে পৌঁছে দেয়।
মাষ্টারমশাই statistics এ পণ্ডিত হলেও সাধারণ জ্ঞানে একেবারেই কাঁচা ছিলেন, তাই এই অবস্থা।
 
মামুরা সবার পরিস্থিতি কি? বহুদিন পর চোখের সামনে বহুকিছু নজরে আইল। এতো দিন ছিলাম না। মনের ঠিক চিপায় চাপায় কোন জায়গায় জানি আপনাগের অভাব সারাক্ষণ বোধ করলাম।
আমরা ভালো আছি মামা। আপনার খবর কি?
 
কেন না আমার জ্ঞান অতি অল্প। আর জ্ঞান বাড়াতে হলে তো প্রশ্ন করতেই হবে। প্রশ্ন করছি ্আর কতকিছু শিখছি।
শেখার কোন শেষ নাই
শেখার চেষ্টা বৃথা তাই।
 
ইউরিয়া তো দিচ্ছি। কিন্তু শুধু ইউরিয়াতে কি হবে? শুধু নাইট্রোজের বাড়লে অসুবিধা, সেই সাথে ফসফেট আর পটাশও তো চাই। সেজন্যেই এখানে আসা। যাতে সুষম বৃদ্ধি হয়।
আহ, হুইনা পড়ানডা জুড়াইয়া গেলো।
 
অবশ্য সুষম জ্ঞানের চেয়ে কোনও একটা নির্দিষ্ট বিষয়ে প্রচুর জ্ঞান থাকাও কিন্তু খারাপ না
থাউক, উনি মাল্টি ট্যালেন্টেডই হউক।
 

Users who are viewing this thread

Back
Top