What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (7 Viewers)

কি বলছেন! নদী হয়া গেছে! সাগর বানাই ফেলাইয়েন না প্লীজ! 😜

বয়স আরেকটু বাড়লে সেইটাও হইয়া যাইতে পারে...
এইভাবেই সাগর-মহা সাগরের উৎপত্তি হয়...
 
হিউম্যান সাইকোলজি নিয়ে থ্রেডগুলো ঘুরে আসতে পারেন। সামনে আরো অনেক আসছে যেগুলো নিয়মিত আপলোড হবে।

নিশ্চয়ই...
সময় করে ঘুরে আসবো, মামা।
দিতে থাকুন। এগুলোই আসলে সত্যিকারের ইউনিক থ্রেড !
 
এ ধরা কোন ধরা?

সমান সমান হওয়া...
আগে আগে হাটলে পেছন থেকে এসে তার সাথে সামিল হওয়াকে ধরে ফেলা বলে...
 
তাইলেন বুঝেন ঠ্যালা.. রান্ধে খিচুড়ি, হয় নুডলস! :oops:

এর অবশ্য কারনও আছে।
কাঁঠি দিয়ে খিঁচুড়ি ততোটা ভিতরে নেয়া যায় না, নুডলস যতোটা নেয়া যায়...
 
বেশ তাহলে "সাবধান" থাকুন। স্কুলে প্যারেডে বলত সাবধান আর বিশ্রাম। তাহলে বিশ্রামের বিপরীত শব্দ হল সাবধান।

তাই তো থাকি !
অন্তত আপনার বেলায় তো থাকতেই হয় !!
 
অনুভবে কল্পনাতে যে মিশে রও
হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোঁটাও
উদাসী মন শুধু তোমার পানে চেয়ে রয়
ভাবনা গুলো শুধু তোমার ছবি এঁকে যায়
হায়রে এ কোন সুখ আমার
বিভোর তোমার স্বপনে
কখনো আগে বুঝিনি
ভালবাসা কারে কয়...

ওয়াও !
অনবদ্য হয়েছে, মামা !
এরকম মাঝে মধ্যে দিলে তো পাখি মামারও বাঁধনটা আলগা হয়...
 
এ ধরা কী যে ধরা
বোঝে কি কেউ নির্জনে?
সজনী আমি মানে
খুঁজেছি মনে মনে।

মনে মনে আর খুঁজলেন কই ?
আপনি তো সরাসরিই প্রশ্ন করে জানতে চেয়েছিলেন !!
তবে ছড়াটা কিন্তু অসাধারন হয়েছে...
 
খালি ভাবই মাথায় উঠতো, অন্য কিছু উঠতো না?

অন্য কিছুও কি উঠতো ? !
আমি তো ভেবেছিলাম, ভাব উঠলে তার সাথে সাথে অন্য কিছুও মাথায় উঠে যায়...
 
প্রদর্শনের দরকার কি? কইলেইতো আমি খালি গায়ে আইসা পরমু।

ঐটাতে মজা নাই, মামা।
দেখেন না কোনো কিছুর মোড়ক উন্মোচন করার আগে ঐটা কিরকম কইরা কাপড় দিয়া ঢাইক্যা রাখে...
 
না, মামা। বালতি ভরলে যে আমার শরম বাইড়া যাইবো।
তখন আর এইখানে মন খুইল্যা আড্ডা মারতে পারুম না !
কি কন মামা! এইটা তো শাটার ইফেক্ট। তখন আপনের বালতি চুইয়া চুইয়া পড়বো আর অন্য কেউ নিবো। একজনের বালতি না ভরলে আরেকজন আইবো কেমনে মন খুইল্যা আড্ডা মারতে...
 

Users who are viewing this thread

Back
Top