What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (14 Viewers)

ক্ষুদ্র আমি, তাই সমুদ্র দেখতে ভয় পাই।

আকাশের তলে আঙুলের নখের ন্যায় বোকা সাহসী আমি,
বিশালতা করতে পারিনি বরণ।

মহা আকাশপট, ক্ষুদ্র শীতল ছায়া আমি।
যে উপমারহিত, বাতিল, অবাঞ্ছিত সেটাই আমি।

লোমকূপ থেকে আপাদমস্তক পুরোটাই আমার,
আমি বিভক্ত।
স্বার্থপরের দলে।
বিষাক্ত।
কর্দমাক্ত।
কালো। চরণে, বরণে।

মানুষ হতে চেয়েছিলাম, বন্ধু হতে চেয়েছিলাম,
প্রেমিক হতে চেয়েছিলাম, লোভী কবি অথবা স্বার্থভ্রষ্ট গানওয়ালা।
সুনাগরিক অথবা গ্রাম্য চাষা।
এই মন্দ প্রবন্ধ আমার।
কেও শোনে না, কেও গোনে না আমাকে।
স্বপ্নঘোর নিয়ে এই অবেলার অবগাহন।
ভুল দারুচিনি নরম রোদে শুকিয়ে সুগন্ধিত হয়,
নির্বাক আলোচক হয়ে মুখরিত জীবনের গান গায়।

ব্যর্থ মনোরথ চেপে এই পরাভূত জীবন, এই নিষুপ্তি।
নিজেকে গুটিয়ে নিতে নিতে বেঁধে ফেলেছি ভুবনে।
আজ থেকে আর কখনো ভাববো না আমি স্বার্থোদ্ধত।
আজ থেকে আর নিজের ক্ষুদ্রতা নিয়ে ভাববো না।
এক কথায় অসাধারন।
 
বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস,
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে

সন্দেহ নাই মাত্র॥

অনেক ভালো লাগা, অদিতি !
পড়তে খুব ভালো লেগেছে...
 
এই বছর আড্ডা ঘরের কবিতা সাধারণত কোথাও রাখা হয়নি। তবে আমার নিজের পূর্ণাঙ্গ কবিতাগুলো কাব্য মাল্য থ্রেডে এবং উল্লেখযোগ্য বাকিগুলো আবোল তাবোল থ্রেডে পোস্ট করে রেখেছি

সময় পেলে কিংবা বলা ভালো সময় করে ফিসফিস মামার কবিতা/ছড়া গুলো জায়গা মতো জমা করে নিয়েন, প্লিজ...
সেই সাথে অন্যান্যদেরও...
 
একটা আর্টিকেলে পড়েছিলাম, মেয়েরা তাদের পেট, পিঠ সহ শরীরের বিভিন্ন অংশ অবলীলায় প্রদর্শন করে বেড়ায়, যেটা পুরুষরা কখনোই করেনা। এমন বেশ কিছু যুক্তি প্রদর্শন করে বোঝানো হয়েছে যে মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি
আবার উল্টোটাও আছে। পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া। উদাহরণ, আন্ডারওয়্যারের বিজ্ঞাপন ও হোর্ডিং-বিলবোর্ড। এছাড়া যেখানে সেখানে টুনটুনি বের করে দাঁড়িয়ে যাওয়া, মূত্র বিসর্জন, যা আমাদের বাঙালী সমাজে বহুল প্রচলিত। ভালো সমাজ। ভালো। ঠিক পথে যাচ্ছো এগিয়ে। সবে তো কোমরের সামান্য নিচেই পোশাক নামিয়েছো। নগ্ন হতে এখনও অনেক বাকি। আসলে ওদেরকে কে বোঝাবে যে, হতভাগা, লজ্জা শরীরে হয় না। লজ্জা হয় মনে। অন্তর্বাস নামাতে নামাতে মন বড় 'নিচ'-এ নেমে গিয়েছে। এত 'নিচ' থেকে আর ওঠা সম্ভব নয়।
 
কিন্তু আমি তো কোন অস্ত্র নিয়ে যাই নি বা ভয়ংকর রূপেও যাই নি, তাহলে?
ভাই ফোঁটার দিন আপনার হাতে যে অস্ত্র ছিলো এর থেকে বড় আর কি অস্ত্র হতে পারে !!
 
আমি আপনার fool আপনাকে ফেরত দিলাম নেন 🌚 এই ফুলে আমার কাজ নাই

এইটা ফিসফিস মামারে ফেরত না দিয়া আমারে দিয় দ্যান !
আমি সানন্দে নিতে রাজি আছি।
দিনে শেষে যার যেটা প্রাপ্য আরকি !! হে হে হে...
 

Users who are viewing this thread

Back
Top