ক্ষুদ্র আমি, তাই সমুদ্র দেখতে ভয় পাই।
আকাশের তলে আঙুলের নখের ন্যায় বোকা সাহসী আমি,
বিশালতা করতে পারিনি বরণ।
মহা আকাশপট, ক্ষুদ্র শীতল ছায়া আমি।
যে উপমারহিত, বাতিল, অবাঞ্ছিত সেটাই আমি।
লোমকূপ থেকে আপাদমস্তক পুরোটাই আমার,
আমি বিভক্ত।
স্বার্থপরের দলে।
বিষাক্ত।
কর্দমাক্ত।
কালো। চরণে, বরণে।
মানুষ হতে চেয়েছিলাম, বন্ধু হতে চেয়েছিলাম,
প্রেমিক হতে চেয়েছিলাম, লোভী কবি অথবা স্বার্থভ্রষ্ট গানওয়ালা।
সুনাগরিক অথবা গ্রাম্য চাষা।
এই মন্দ প্রবন্ধ আমার।
কেও শোনে না, কেও গোনে না আমাকে।
স্বপ্নঘোর নিয়ে এই অবেলার অবগাহন।
ভুল দারুচিনি নরম রোদে শুকিয়ে সুগন্ধিত হয়,
নির্বাক আলোচক হয়ে মুখরিত জীবনের গান গায়।
ব্যর্থ মনোরথ চেপে এই পরাভূত জীবন, এই নিষুপ্তি।
নিজেকে গুটিয়ে নিতে নিতে বেঁধে ফেলেছি ভুবনে।
আজ থেকে আর কখনো ভাববো না আমি স্বার্থোদ্ধত।
আজ থেকে আর নিজের ক্ষুদ্রতা নিয়ে ভাববো না।