ওটা তো মানতেই হবে মামা, নইলে যে আশানুরুপ ফল হবে না, যদিও ব্যাপারটা কঠিন কিন্তু অসম্ভব নয়। ব্যাখ্যাটা মনে রাখুন, দেখবেন পারবেন। ব্যখ্যা বা কারণ এরকম - কোন স্থানে চুলকোলে ওই স্থান থেকে কিছু ফ্লুইড বা রস নির্গত হয় যেটাতে ওই নির্দিষ্ট জীবাণু থাকতে পারে, যা হাতের বা আঙুলের মাধ্যমে শরীরের অন্যান্য সুস্থ স্থানে জীবাণুর বিস্তার ঘটায়। এছাড়াও চুলকানোর সময় নখে লেগে থাকা আক্রান্ত স্থানের জীবাণুসমেত চামড়া অন্য সুস্থ স্থানেও জীবাণুর বিস্তার ঘটায় যখন ওই হাতে সেখানে স্পর্শ করা হয়। এভাবেই সামান্য এক জায়গার জীবাণু পুরো শরীরে ছড়িয়ে পড়ে ভয়ানক অবস্থা তৈরী করে। আশাকরি বুঝতে পারছেন এইবার।অনেক ধন্যবাদ, মামা।
সবগুলোই পালন করা যাবে।
শুধু আক্রান্ত স্থানে ভুলেও চুলকানো যাবে না এটা ব্যাতীত... হে হে হে...