আরেকদিন গফরগাঁও রেল স্টেশনের বেঞ্চিতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছিলাম। মজার ব্যাপার হলো, মাঝ রাত থেকে শেষ রাত পর্যন্ত কিন্তু স্টেশনের পাশের এক আবাসিক হোটেলেই ছিলাম। হোটেল বুক করেও শেষ পর্যন্ত হোটেল ছেড়ে স্টেশনের বেঞ্চিতে বাকি রাতটুকু কাটাতে হয়েছিলো...
ছারপোকার কতো গুণ
২০১২ সালে চট্টগ্রামে গিয়েছিলাম একটা প্রোজেক্টের কাজে। রাতে রেল স্টেশনের কাছে একটা হোটেলে উঠলাম। বাতি নিভানোর পর ছারপোকার অত্যাচারে সারা রাত হোটেলের লবিতে পায়চারী করে কাটিয়েছিলাম। রাত মোটে শেষই হতে চায়না