আপনার কথায় অনেকদিন আগে প্রচারিত প্রিয় ম্যাগাজিন ইত্যাদীতে দেখা একটা কৌতুক চিত্র মনে পড়ে গেলো...
সেখানে দাদা নাতীকে বলেছিলো, তোর হাতের লেখা এতো খারাপ যে কখনো কিছু লিখলে তোর তো সেটা পড়ে দেয়া লাগবে। অন্য কেউ তো পড়তেই পারবে না।
তখন নাতী উত্তর দিয়েছিলো, কয়েকটা দিন যাইতে দাও, আমার লেখা হবে সব থেকে সুন্দর আর ঝকঝকে...
দাদার প্রশ্ন, কিভাবে ?
নাতীর স্মার্ট উত্তর, কিছুদিন পর তো আর আমার কলম দিয়ে কাগজে লিখতে হবে না। আমি টিভির মনিটরে কি-বোর্ড দিয়া লিখবো...
উল্লেখ্যঃ অনুষ্ঠানটা যে সময় সম্প্রচার হয় তখন এদেশে কম্পিউটার সহজলভ্য ছিলো না।
সেই নাতীর এখন কি অবস্থা হয়েছে জানি না।
তবে কি-বোর্ড দিয়ে লেখার কারনে আমার আর কারো কাছে গিয়ে লেখা পড়ে দিতে হচ্ছে না...