What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
বাবুভাই মামা আপনে কিছু কন...

আগে আমাগোর গ্রামের পাশের এলাকায় আখ খেতে জাল পেতে ঐ এলাকার লোজকন প্রচুর বাবুই পাখি ধরতো।
এখন পাখি মামারে ঘরনের লাইগ্যা ইমুন একটা জালের সন্ধান করেন। হের পরে না হয় পাখি মামা এই কথার জবাব দিবোনে...
 
অপেক্ষায় আছি, যদি মেওয়া ফলে...

আপনে নিশ্চিত থাকেন, সুযোগ পাইলে দীপু মামায় এই ঘরে একবার না একবার ঢু মারবোই...
 
এখন তো দেখতেই পাচ্ছি না। আমার ট্যাটু খানা এখনও ডাক্তারখানায় আছে। এদিকে আগেরগুলি বাদ দিয়েও প্রায় ২৫~৩০ টি মুভি জমে গেছে।

আমার ল্যাপ্পুও বেশ অনেকদিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
করোনা জটিলতার কল্যাণে ল্যাপ্পুর বিশাল মূল্যস্ফীতিজনীত কারনে নতুন ল্যাপ্পুর দিকে আপাতত নজর না দেয়ার পরামর্শ দিয়েছিলো আমার এক শুভাকাংখ্যী। তাই ওপথে আপাতত পা বাড়াতে চাই না। তাই বলে বসে থাকলে তো চলবে না। মোবাইলে ফোরাম ব্রাউজ করা আমার জন্য যতোটা কঠিন, তার চাইতে অনেক সহজ ম্যূভি বা নাটক দেখা। তাই আপাতত এই বিকল্প পথে ছোট্ট স্ক্রীনেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। খুব বেশী সমস্যা মনে না করলে আপাতত ঐভাবেই ছবি দেখা চালিয়ে যেতে পারেন...
 
জ্বি, মামা।
এই লেন-দেনের মাধ্যমেই আমরা একে অপরকে আরো ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি।
আর এতেই দিন দিন আমাদের ভালোবাসা আর আন্তরিকতা বাড়তে থাকে...
জি একদম ঠিক বলেছেন। সে কারণেই আমিও কিছু কিছু আপনাদের বুঝতে ও জানতে পারছি। আপনাদের এই আন্তরিকতায় আমিও গদগদ হয়ে পড়ছি।
 
আগে কোনো এক সময় প্রচুর বাংলা আর হিন্দী সিনেমা দেখতাম। শুরু শুরুর দিকে সেসব ছবিই দেখতাম যেগুলোতে মারপিট আছে। আমার কাছে তখন সিনেমা মানেই একশন... এরপর প্রেম-ভালোবাসা নিয়ে নির্মিত ছবির দিকে দিল লাগলো। কিছুদিন চুটিয়ে ভালোবাসা দেখলাম। এখন আর ওসব খুব বেশী একটা ভালো লাগে না। বাস্তবতাকে যেসব ছবি পাশ কাটিয়ে যাবার প্রয়াস পায় আমিও সেসব ছবি দেখা তৎক্ষনাৎ বন্ধ করে দেই।
ভারতে এখন গতানুগতিক ধারার বাইরে প্রচুর সিনেমা তৈরী করে। সেই তুলনায় বাংলাদেশে ঐ মানের ছবি খুব একটা হয় না। যদিও ইদানিংকালে আমি খুব একটা ভারতীয় ছবি দেখি না যেমন দেখেন আমাদের @ছোটভাই মামা। ওনি তো মালায়লাম ছবির পুরোদস্তর অন্ধভক্ত। ইতিমধ্যে আমাকেও বেশ ক'টা ছবির নাম সাজেস্ট করেছেন। আমিও দেখেছি, খুবই ভালো লেগেছে। একটা ছবিও বাস্তবতাকে পাশ কাটিয়ে যায়নি, আবার কোনো ছবিই শুধুমাত্র প্রেম ভালোবাসাতে কাহিনী অবর্তিত হয়নি...

ঠিক বলেছেন। আসলে ৯০ দশকের মুভি যুগ প্রেম ভালবাসার ওপরেই বেশি থেকে এসেছে। কিন্তু বর্তমানে এই প্রবণতা কিছুটা হলেও কমছে তার কারণ দর্শকমহল। দর্শক এখন প্রেম প্রতিহিংসা বদলা মারপিট ইত্যাদির বাইরেও অন্য আরো বিষয়ে মুভি দেখতে হলমুখি হচ্ছে। সে কারণেই তো এসব মুভি দর্শকদের কাছে দারুণভাবে প্রশংসিত হচ্ছে।
 
এখন তো দেখতেই পাচ্ছি না। আমার ট্যাটু খানা এখনও ডাক্তারখানায় আছে। এদিকে আগেরগুলি বাদ দিয়েও প্রায় ২৫~৩০ টি মুভি জমে গেছে।
হ্যাঁ ভাই। আসলে আপনি বাস্তবিক ছবিটাই তুলে ধরেছেন। স্মার্ট ফোন আসার আগে আরো ভালো করে বলতে গেলে ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ার ফলে মুভি দেখার প্রতি যে আগ্রহ সেটা দিন দিন কমে যাচ্ছে। যখনই আপনার আমার মাথায় এই চিন্তা আসে যে আড়াই ঘণ্টার ছবি! তখনই হয়তো আগ্রহ হারাতে বসি। ধ্যুত কে দেখবে।
বোধহয় সে কারণেই আপনার এই পরিমাণ মুভি লিস্ট স্টক হয়ে আছে।
 
I am freez - আমি বাকরুদ্ধ হইয়া গেছি 🤪
,
হুমায়ূন আহমেদের হিমুর একটা উপন্যাসে জবান খোলনের একটা টোটকা আছে, যাক বাজে কথা বাদ দেই...

তখন ইন্টারনেট, এত চ্যানেল ছিলো না, বিটিভির যুগে ইংরেজী সিরিয়াল গুলায় মাঝে সাজে একটা ডায়ালগ শুনতাম, 'ফ্রীজ, এফবিআই', আমার হেব্বী লাগতো...
 
হ্যাঁ ভাই। আসলে আপনি বাস্তবিক ছবিটাই তুলে ধরেছেন। স্মার্ট ফোন আসার আগে আরো ভালো করে বলতে গেলে ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ার ফলে মুভি দেখার প্রতি যে আগ্রহ সেটা দিন দিন কমে যাচ্ছে। যখনই আপনার আমার মাথায় এই চিন্তা আসে যে আড়াই ঘণ্টার ছবি! তখনই হয়তো আগ্রহ হারাতে বসি। ধ্যুত কে দেখবে।
বোধহয় সে কারণেই আপনার এই পরিমাণ মুভি লিস্ট স্টক হয়ে আছে।
আসলে ব্যাপারটা তা না, মুভি আমি বড় স্ক্রিনেই দেখতে পছন্দ করি। কিন্তু অবস্থার কারনে পেরে উঠছি না।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top